সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৯
General Awareness MCQ – Set 109
২৪৬১. ১৯৫২ খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি ভারতে বিলুপ্তপ্রায় ঘোষিত হয়েছিল ?
(A) এশিয়াটিক সিংহ
(B) লিওপার্ড
(C) চিতা
(D) বাঘ
২৪৬২. রক্তের স্বাভাবিক pH মাত্রা হলো
(A) ৬.৬৭
(B) ৭.৪
(C) ৪.৭
(D) ৫.৭
২৪৬৩. নিচের কোন পদার্থটি পারমাণবিক চুল্লিগুলিতে কুল্যান্ট (Coolant ) হিসাবে ব্যবহৃত হয় না ?
(A) কার্বন-ডাই অক্সাইড
(B) গ্রাফাইট
(C) ভারী জল
(D) তরল সোডিয়াম
২৪৬৪. তিব্বতে কোন নদী ‘সাং পো’ এবং বাংলাদেশে ‘যমুনা’ নামে পরিচিত ?
(A) সিন্ধু
(B) গোদাবরী
(C) তাপ্তি
(D) ব্রহ্মপুত্র
২৪৬৫. কাওলিনাইট (Kaolinite ) কার একটি আকরিক ?
(A) অ্যালুমিনিয়াম
(B) লোহা
(C) দস্তা
(D) তামা
সংকেত হলো – Al2Si2O5(OH)4
২৪৬৬. কোনটির লবণাক্ততা সবচেয়ে বেশি ?
(A) গ্রেট সল্ট লেক
(B) ডেড সি
(C) রেড সি
(D) লেক ভ্যান
২৪৬৭. কে রাজা হান হো-তি, যিনি চীনের হান রাজবংশের রাজা ছিলেন, তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় তাকে পরাজিত করেছিলেন ?
(A) অশোক
(B) কনিস্ক
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) বিন্দুসার
২৪৬৮. পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
(A) ভিটামিন B12
(B) ভিটামিন B1
(C) ভিটামিন D
(D) ভিটামিন C
২৪৬৯. নিম্নলিখিত ব্যক্তিত্বগুলির মধ্যে কে প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন না ?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) আর জি. ভান্ডারকর
(C) আত্মরাম পান্ডুরং
(D) এম জি রানাডে
২৪৭০. যদি কোনও ফাইলের এক্সটেনশন .xls হয় তবে ফাইলটি হলো
(A) একটি স্প্রেডশিট
(B) একটি ওয়ার্ড ডকুমেন্ট
(C) একটি পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন
(D) একটি ভিডিও ক্লিপ
আরো দেখুন
To check our latest Posts - Click Here
coolant heavy water
moderator- graphite
২৪৬৩ নম্বর প্রশ্নের গ্রাফাইট বাদে বাকি সবগুলি কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় । উত্তরটি ঠিক দেওয়া আছে কারণ প্রশ্নে জানতে চাও হয়েছে কোনটি কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় না ।