25th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla

25th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 18th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. তামিলনাড়ু সরকার সম্প্রতি কোন গ্রামকে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে?
(A) অরিত্তাপট্টি
(B) থালাভোই
(C) কুজভাদাইয়ান
(D) কুভাগাম
- তামিলনাড়ু সরকার ২২শে নভেম্বর ২০২২-এ মাদুরাই জেলার অরিত্তাপট্টি গ্রামকে একটি জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে।
- এটি রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট।
- প্রায় ২৫০ প্রজাতির পাখির উপস্থিতি সহ গ্রামটির একটি সমৃদ্ধ জৈবিক ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
২. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন’ (AICTE)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) টি জি সীতারাম
(B) রাবণী ঠাকুর
(C) নবীন পান্ডা
(D) জনার্দন সাহু
- IIT গুয়াহাটির ডিরেক্টর টি জি সীতারাম অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন।
- তিনি জগদেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন।
৩. নিচের কোন শহরে সম্প্রতি ৩ দিনব্যাপী ‘কাদলেকাই পারিশে উৎসব’ অনুষ্ঠিত হয়েছে?
(A) বেঙ্গালুরু
(B) চেন্নাই
(C) মাদুরাই
(D) মুম্বাই
- কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বেঙ্গালুরুর বাসাভানাগুড়িতে একটি চিনাবাদামের মেলা ‘কাদলেকাই পারিশে’ উদ্বোধন করেছেন।
- এই চীনাবাদাম উৎসবের একটি ৫০০ বছরের পুরানো ইতিহাস রয়েছে।
- এটি ডোড্ডা গণেশ মন্দির এবং বাসাভানাগুড়িতে ষাঁড় মন্দিরের কাছে অনুষ্ঠিত হয়।
৪. ভারতের কোন শহর ২০২২ সালের CDP-এর ক্লাইমেট অ্যাকশন লিস্টে শীর্ষে রয়েছে?
(A) দিল্লী
(B) লখনউ
(C) মুম্বাই
(D) জয়পুর
- মুম্বাই ২০২২ সালের নভেম্বরে CDP দ্বারা প্রকাশিত ৫তম বার্ষিক ক্লাইমেট অ্যাকশন লিস্টে A-তালিকায় স্থান পাওয়া প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে।
- CDP এর পুরো নাম “Carbon Disclosure Project”।
৫. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে শপথ গ্রহণ করেছেন?
(A) টুঙ্কু আব্দুল রহমান
(B) আনোয়ার ইব্রাহিম
(C) আবদুল্লাহ আহমাদ
(D) মাহাথির মোহাম্মদ
- মালয়েশিয়ার প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম ২৪শে নভেম্বর ২০২২-এ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
- রাজা সুলতান আবদুল্লাহ তাঁকে নিযুক্ত করেছেন।
- আনোয়ার ১৯৯০-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ডেপুটি ছিলেন।
৬. ২০২২-২৩ আর্থিক বছরের প্রথমার্ধে কোন দেশ ভারতে সবচেয়ে বড় সার সরবরাহকারী হয়ে উঠেছে?
(A) জার্মানি
(B) ইউক্রেন
(C) রাশিয়া
(D) ফ্রান্স
- ২০২২-২৩ আর্থিক বছরের প্রথমার্ধে রাশিয়া প্রথমবারের মতো ভারতে সবচেয়ে বড় সার সরবরাহকারী হয়ে উঠেছে।
- ১লা এপ্রিল থেকে শুরু করে প্রথম ছয় মাসে রাশিয়া থেকে ভারতের সার আমদানি ৩৭১% বেড়ে রেকর্ড ২.১৫ মিলিয়ন টন হয়েছে।
- গত পুরো অর্থিক বছরে ভারত রাশিয়া থেকে ১.২৬ মিলিয়ন টন সার আমদানি করেছিল।
- রাশিয়া বিশ্বের ইউরিয়া রপ্তানির প্রায় ১৪% এর জন্য দায়ী।
৭. কোন দিনটিকে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস’ হিসেবে পালন করা হয়?
(A) ১৯শে নভেম্বর
(B) ২৬শে নভেম্বর
(C) ২৫শে নভেম্বর
(D) ২২শে নভেম্বর
- প্রতি বছর ২৫শে নভেম্বর, নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস পালন করা হয়।
- এই দিবসটি ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ২০২২ সালের থিম: “UNiTE! Activism to End Violence against Women & Girls”।
৮. সম্প্রতি প্রকাশিত “Now You Breathe: Overcoming Toxic Relationships & Abuse” বইটির লেখক কে?
(A) রাখি কাপুর
(B) অম্বিকা রানা
(C) রচনা বিষ্ট
(D) তনুশ্রী সাওয়ান্ত
- সর্বাধিক বিক্রিত লেখিকা রাখি কাপুর তার সর্বশেষ বই “Now You Breathe: Overcoming Toxic Relationships & Abuse” প্রকাশ করেছেন৷
- তাঁর লেখা আরো একটি বই হলো ‘Infertility, Impatience, and Intuition: A physical and mental guide for aspiring parents’।
- রাখি কাপুর একজন বিখ্যাত ফিজিওথেরাপিস্ট এবং লেখক।
To check our latest Posts - Click Here