History MCQ Questions in Bengali

ইতিহাস MCQ – সেট ১০ – মধ্যযুগ

History MCQ Set – 10 – Medieval History

১. [WBCS Preli 13] গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?

(A) ১২
(B) ১৭
(C)
(D) ২০

উত্তর :
(B) ১৭

২. [WBCS Preli 13] কোন বছর মহম্মদ-বিন-কাশিম সিন্ধু দখল করেন

(A) ৭১২ খ্রিষ্টাব্দ
(B) ৭১৫ খ্রিষ্টাব্দ
(C) ৭১৮ খ্রিষ্টাব্দ
(D) ৭২১ খ্রিষ্টাব্দ

উত্তর :
(A) ৭১২ খ্রিষ্টাব্দ

৩. [WBCS Preli 13] দাস বংশের প্রতিষ্ঠাতা কে

(A) ইলতুৎমিস
(B) বলবন
(C) নাসিরুদ্দিন
(D) কুতুবুদ্দিন আইবক

উত্তর :
(D) কুতুবুদ্দিন আইবক

৪. [WBCS Preli 12] দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন?

(A) আলাউদ্দিন আলম শাহ
(B) ইব্রাহিম লোদী
(C) বহলুল লোদী
(D) সিকান্দার লোদী

উত্তর :
(B) ইব্রাহিম লোদী

৫. [WBCS Preli 07] কোন সুলতানকে “সুলতানি যুগের আকবর” বলা হয়?

(A) ফিরোজ শাহ তুঘলক
(B) আলাউদ্দিন খলজী
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) ইলতুৎমিস

উত্তর :
(A) ফিরোজ শাহ তুঘলক

৬. [WBCS Preli 01] দিল্লির লোদী সুলতানগণ ছিলেন

(A) তুর্ক
(B) পারসিক
(C) আরব
(D) আফগান

উত্তর :
(D) আফগান

৭. [PSC Misc Preli 02] মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন —

(A) মহম্মদ-বিন-তুঘলক
(B) আলাউদ্দিন খলজী
(C) কুতুবুদ্দিন আইবক
(D) ইলতুৎমিস

উত্তর :
(B) আলাউদ্দিন খলজী

৮. [WBCS Preli 03] নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন?

(A) মহম্মদ-বিন-তুঘলক
(B) আলাউদ্দিন খলজী
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) ফিরোজ-শাহ-তুঘলক

উত্তর :
গিয়াসুদ্দিন বলবন

৯. [PSC Misc  Preli 04] “দৈব্যশক্তি সম্ভূত রাজশক্তি” – এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান?

(A) আলাউদ্দিন খলজী
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ইলতুৎমিস

উত্তর :
(B) গিয়াসুদ্দিন বলবন

১০. [PSC Misc  Preli 04] মোঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় সিন্ধুনদের তীর পর্যন্ত এসেছিলেন?

(A) ইলতুৎমিস
(B) কুতুবুদ্দিন আইবক
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) আলাউদ্দিন খলজী

উত্তর :
(A) ইলতুৎমিস

 

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button