General Knowledge Notes in BengaliEconomyPolity Notes
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক | Reserve Bank of India
Reserve Bank of India
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
প্রিয় পাঠকেরা, আজকে দেওয়া রইলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India ) সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে WBCS এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক।
- ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক হলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ( RBI)
- RBI কে বলা হয় – Banker’s bank
- RBI স্থাপিত হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। ১৯২৬ সালে এই কমিশন রিপোর্ট জমি দিলেও, RBI প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ খ্রিস্টাব্দে।
- ড: বি আর আম্বেদকর তার “The Problem of the Rupee – Its origin and its solution” বইটিতে RBI এর ধারণা দিয়েছিলেন।
- ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুসারে ১৯৩৫ সালের ১লা এপ্রিল RBI প্রতিষ্ঠিত হয়।
- সদর দফতর : মুম্বাই, মহারাষ্ট্র ।
রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতর প্রথমে কোলকাতাতে থাকলেও ১৯৩৭ সালে এটিকে মুম্বাই এ স্থানান্তরিত করা হয়
- ১৯৩৭ সালে ব্রহ্মদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলেও ১৯৪৭ সালের এপ্রিল মাস পর্যন্ত RBI ব্রহ্মদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসেবে কাজ করেছে।
- ১৯৪৮ সালের জুন মাসে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত RBI পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসেবেও কাজ করেছে ।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
- প্রতিষ্ঠিত : ১৯৩৫ সালের ১লা এপ্রিল।
- সদর দফতর : মুম্বাই
- প্রথম গভর্নর : অসবর্ন স্মিথ (১৯৩৫ – ১৯৩৭ )
- প্রথম ভারতীয় গভর্নর : সি ডি দেশমুখ ( ১৯৪৩ – ১৯৪৯ )
- প্রথম মহিলা ডেপুটি গভর্নর : কে জে উদেশি
- সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন : বেনেগাল রামা রায়
- সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন : অমিতাভ ঘোষ ( মাত্র ২০ দিন )
- বর্তমান গভর্নর : শক্তিকান্ত দাস ( ২৫ তম )
- একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি RBI গভর্নর ছিলেন : মনমোহন সিং
[ আরো দেখে নাও : একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা | Five Years Plan of India ]
- RBI এর জাতীয়করণ হয় ১৯৪৯ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি।
- RBI এর প্রতীকী ( Emblem ) হলো – চিতাবাঘ ( Panther ) এবং পাম গাছ ( Palm tree ).
- প্রথমে RBI এর লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটিকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয় কারণ ভারতের জাতীয় পশু হলো বাঘ ।
- RBI কে কন্ট্রোল করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস ( central board of directors )।
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্ট অনুসারে এই ডিরেক্টরেরা ৪ বছরের জন্য নিযুক্ত হন ভারত সরকার দ্বারা ।
- এই বোর্ড এ মোট ২১ জন মেম্বার থাকেন । এই ২১ জনের মধ্যে থাকেন
- গভর্নর
- ৪ জন ডেপুটি গভর্নর
- ২ জন অর্থমন্ত্রকের প্রতিনিধি
- মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং নতুন দিল্লির লোকাল বোর্ডের ৪ জন প্রতিনিধি ।
- ১০ জন সরকার মনোনীত প্রার্থী ।
- RBI এর চারটি জোনাল অফিস রয়েছে
- উত্তরে নতুন দিল্লি
- দক্ষিণে চেন্নাই
- পূর্বে কলকাতা
- পশ্চিমে মুম্বাই
- RBI – প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা হলেন RBI গভর্নর ।
- RBI এর গভর্নরকে সাহায্য করার জন্য ৪ জন ডেপুটি গভর্নর থাকেন ।
- রিজার্ভ ব্যাংকার অফিসারদের ট্রেনিং এর জন্য দুটি কলেজ রয়েছে
- চেন্নাইয়ে – রিজার্ভ ব্যাঙ্ক স্টাফ কলেজ
- পুনেতে – কলেজ অফ এগ্রিকালচার ব্যাঙ্কিং
- RBI কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক নয়।
- জালনোট সম্পর্কে সচেতনতা বাড়াতে RBI যে ওয়েবসাইট তৈরি করেছে সেটি হলো – https://paisaboltahai.rbi.org.in
- ভারতের রিজার্ভ ব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভান্ডার (IMF ) এর একজন সদস্য।
- এক টাকার নোট বাদে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে।
আরো দেখে নাও :
ভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য
জাতীয় শিক্ষানীতি ২০২০ । National Education Policy 2020
বিভিন্ন ধরণের বেকারত্ব ( PDF )
গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India
To check our latest Posts - Click Here