General Knowledge Notes in BengaliGeography Notes
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
Important tribes across the world and their homeland
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন দেশের কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থানের তথ্য। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয়।
আরো দেখে নাও : ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India
কোন উপজাতি কোন দেশে বসবাস করে তালিকা
উপজাতি | বাসস্থান |
---|---|
এস্কিমো | গ্রীনল্যাণ্ড, কানাডার তুন্দ্রা অঞ্চল, আলাস্কা, উত্তর সাইবেরিয়া |
পিগমি | কঙ্গো বেসিন |
মাসাই | মধ্য ও পূর্ব আফ্রিকা |
কিকুয়ু | কেনিয়া |
বুশম্যান | কালাহারি |
আইনুস | জাপান |
অ্যালিউটস | অল্যাস্কা |
গাউচো | আর্জেন্টিনা, উরুগুয়ে |
টার্টার | সাইবেরিয়া |
বান্টু | মধ্য ও দক্ষিণ আফ্রিকা |
বেদুইন | সাহারা, সৌদি আরব |
ফুলানি | পশ্চিম আফ্রিকা |
গুইকাস | আমাজন অরণ্য |
পাপুয়ান | নিউগিনি |
মাওরি | নিউজিল্যান্ড |
কিরঘিজ | এশিয়ার স্তেপ অঞ্চল |
রেড ইন্ডিয়ান | উত্তর আমেরিকা |
ফিন | ইউরোপের তুন্দ্রা অঞ্চল |
ভেদদা | শ্রীলংকা |
কালমুক | মধ্য এশিয়া |
মিওস | মায়ানমার |
ওরাং আলসি | মালয়েশিয়া |
সেমাংস | পূর্ব সুমাত্রা |
জুলুস | দক্ষিণ আফ্রিকা |
বিন্দিবু | পশ্চিম অস্ট্রেলিয়া |
ল্যাপ | ইউরোপের তুন্দ্রা অঞ্চল |
বার্বার | আলজিরিয়া, তিউনিসিয়া, মরোক্কো |
আরো দেখে নাও :
- ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য
- ভারতের জাতীয় উদ্যান
- রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
- ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
- পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু তথ্য
- পশ্চিমবঙ্গের নদনদী
- ভারতের শহর ও শিল্প
Download Section
- File Name : পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান – বাংলা কুইজ
- FIle Size : 848 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here