ভারতের ভূগোল বিবরণ । টেলিগ্রাম মক টেস্ট – উত্তর পত্র
Geography Mock Indian Physiography
বন্ধুরা দেওয়া রইলো ৮ই জুলাই, ২০২০ এর আমাদের টেলিগ্রাম গ্রুপ এর ভূগোল মক টেস্টের উত্তর পত্র ।
১. মাউন্ট এভারেস্ট কে বলা হয়-
(A) Peak XI
(B) Peak IX
(C) Peak XV
(D) Peak XVI
২. উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয় কে বলা হয়-
(A) দেরাদুন হিমালয়
(B) কুমায়ুন হিমালয়
C) উত্তর ভারত হিমালয়
(D) কোনটিই নয়
৩. অরুণাচল হিমালয়ের নদীগুলিতে জলবিদ্যুৎ তৈরির সম্ভবনা সর্বাধিক কারণ-
(A) Availability of Water
(B) High rate of fall
(C) Formation of Gorges
(D) None of the above
৪. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম-
(A) জেমু
(B) গঙ্গোত্রী
(C) পিণ্ডারি
(D) সিয়াচেন
৫. প্রাচীনতম পর্বত আরাবল্লির বিস্তৃতি রয়েছে _____ এবং _____ এর মধ্যে।
(A) রাজস্থান, দিল্লি
(B) উদয়পুর, জয়পুর
(C) গুজরাত, দিল্লি
(D) রাজস্থান, পাঞ্জাব
৬. বালটোরা হিমবাহ কোথায় অবস্থিত?
(A) কারাকোরাম পর্বতশ্রেণী
(B) কৈলাস পর্বতশ্রেণী
(C) পিরপাঞ্জাল পর্বতশ্রেণী
(D) লাদাখ পর্বতশ্রেণী
৭. দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কোন যুগে গঠিত?
(A) Jurassic Period
(B) Cretaceous Period
(C) Triosic Period
(D) Cambrian Period
৮. বালিয়াড়ি কোথায় মূলত দেখা যায়?
(A) পূর্ব রাজস্থান
(B) পশ্চিম রাজস্থান
(C) পাঞ্জাব
(D) গুজরাত
৯. কোন রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয়?
(A) কর্ণাটক
(B) কেরালা
(C) ওড়িশা
(D) তামিলনাড়ু
১০. শিলং মালভূমি র আরেকনাম মেঘালয়। এটি নামকরণ করেছিলেন-
(A) O.H.K Spate
(B) S.P Chatterjee
(C) D.N Wadia
(D) R.L singh
১১. কালিম্পং এবং লাসা কে যুক্ত করেছে-
(A) নাথুলা
(B) জেলেপ লা
(C) সিপকি লা
(D) বোমডি লা
১২. বিন্ধ্য পর্বতের পূর্ব অংশকে বলে-
(A) নিউমুর
(B) কাইমূর
(C) সাতপুরা
(D) কোনটিই নয়
১৩. পলঘাট যুক্ত করে-
(A) মুম্বাই পুনা
(B) কোয়েমপুত্থুর কোচি
(C) মুম্বাই নাসিক
(D) কোনটিই নয়
১৪. কাথিয়াবাড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ হল-
(A) কলসুবাই
(B) গুরুশিখর
(C) গোরখনাথ
(D) বাবাবুদান
১৫. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
(A) কর্ণাটক
(B) কেরালা
(C) হিমাচলপ্রদেশ
(D) উত্তরাখণ্ড
১৬. Western Ghat কে মহারাষ্ট্রে বলা হয়-
(A) নীলগিরি
(B) কার্ডামম হিলস
(C) আন্নামালাই
(D) সহ্যাদ্রি
১৭. লিটল আন্দামান ও কার নিকোবর কে আলাদা করেছে-
(A) ৯ ডিগ্রী চ্যানেল
(B) ৮ ডিগ্রী চ্যানেল
(C) ১০ ডিগ্রী চ্যানেল
(D) ৭ ডিগ্রী চ্যানেল
১৮. সাগরমাথা বলতে বোঝায়-
(A) ধৌলাগিরি
(B) কাঞ্চনজঙ্ঘা
(C) নাঙ্গা পর্বত
(D) মাউন্ট এভারেস্ট
১৯. পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় একসাথে মিলেছে?
(A) কার্ডামম হিলস
(B) আন্নামালাই হিলস
(C) নীলগিরি হিলস
(D) পালানি হিলস
২০. পিরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত?
(A) গ্রেটার হিমালয়
(B) ট্রান্স হিমালয়
(C) মিডল হিমালয়
(D) শিবালিক
To check our latest Posts - Click Here