বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব ( PDF ) | Colour Revolutions in India in Bengali
ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব ও তাদের জনক
বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব – Colour Revolutions in India in Bengali
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির আগে কিছু কিছু Static GK -এর টপিক অবশ্যই দেখে যেতে হয় । এই সমস্ত টপিকগুলি মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব ও তাদের জনক । তাই ছকের সাহায্যে একসাথে সমস্ত গুরুত্বপূর্ণ বিপ্লব গুলিকে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো ।
( Major agricultural revolutions in India, Color code of these revolutions and the eminent personalities behind these revolutions. )
Table of Contents
বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব ও তার জনক তালিকা
বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব ও তার জনক তালিকা দেওয়া রইলো ।
নং | বিপ্লব | সম্পর্কিত | জনক |
---|---|---|---|
১ | সবুজ বিপ্লব | গম ও ধান উৎপাদন বৃদ্ধি | এম এস স্বামীনাথন ( ভারত ) |
২ | স্বেত বিপ্লব | দুগ্ধ উৎপাদন বৃদ্ধি | ভার্গিস কুরেইন |
৩ | হলুদ বিপ্লব | তৈলবীজ বা বস্ত্র উৎপাদন বৃদ্ধি | শ্যাম পিট্রোডা |
৪ | লাল বিপ্লব | মাংস/ টম্যাটোর উৎপাদন বৃদ্ধি | বিশাল তিওয়ারি |
৫ | নীল বিপ্লব | মাছের উৎপাদন বৃদ্ধি | অরুন কৃষ্ণান ও হরিলাল চৌধুরী |
৬ | কালো বিপ্লব | বায়োডিজেল উৎপাদন বৃদ্ধি | |
৭ | গোলাপি বিপ্লব | চিংড়ি/ পেয়াঁজ উৎপাদন বৃদ্ধি | দুর্গেশ প্যাটেল |
৮ | স্বর্ণালী বিপ্লব | ফল, বিশেষত আপেলের উৎপাদন বৃদ্ধি | নিরপেখ টুটলাজ |
৯ | রজত বিপ্লব | ডিমের উৎপাদন বৃদ্ধি | ইন্দিরা গান্ধী |
১০ | রাউন্ড বিপ্লব | আলুর উৎপাদন বৃদ্ধি | |
১১ | বাদামি বিপ্লব | অপ্রচলিত শক্তির (বায়োগ্যাস ) উৎপাদন বৃদ্ধি | |
১২ | সোনালী তন্তু বিপ্লব | পাট উৎপাদন বৃদ্ধি | |
১৩ | ধূসর বিপ্লব | সার উৎপাদন বৃদ্ধি | |
১৪ | রজত তন্তু বিপ্লব | তুলা উৎপাদন বৃদ্ধি | |
১৫ | চিরহরিৎ বিপ্লব | কৃষিকাজের উন্নতি |
সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কাকে বলে?
যে উন্নত কৃষি ব্যবস্থায় নতুন প্রজাতির বীজ, রাসায়নিক সার, কীটনাশক, আগাছা নাশক, জলসেচ ও উন্নত কৃষিযন্ত্রপাতি ব্যবহার করে কৃষিজাত পণ্যের উৎপাদনকে বহুগুণ বৃদ্ধি করা হয় তাকে সবুজ বিপ্লব বলে। ইংরেজি ভাষান্তরে সবুজ বিপ্লবকে “গ্রিন রেভলিউশন” (Green Revolution) বলা হয়।
ভারতে সবুজ বিপ্লবের সঙ্গে ড. নরম্যান বােরলগ-এর নাম কীভাবে যুক্ত হয়েছে ?
নরম্যান বােরলগ-কে (Dr. Norman Bodaug) সবুজ বিপ্লবের জনক বলা হয়। নোবেল পুরস্কার বিজয়ী এই কৃষিবিজ্ঞানী মেক্সিকোয় বহু বছরের পরিশ্রমে উচ্চফলনশীল জাতের গম তৈরী করতে সক্ষম হন। বিংশ শতাব্দীর ছয়ের দশকে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য গম চাষে যে ব্যাপক সাফল্য পায়, তার মূলে রয়েছে মেক্সিকো থেকে আনা ড. নরম্যান বােরলগ আবিষ্কৃত উচ্চফলনশীল জাতের গমের বীজ।
ভারতে সবুজ বিপ্লবের জনক কে?
ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন ড. এম এস স্বামীনাথন (Dr. Ms Swarminathan)। তিনি উচ্চফলনশীল ধান উৎপাদনের পথ দেখিয়েছেন।
সবুজ বিপ্লবের জনক (Father of the Green Revolution ) হলেন নরম্যান বোরলগ। ভারতের সবুজ বিপ্লবের জনক হলে – এম এস স্বামীনাথন । অধ্যাপক নরম্যান বোরলগ ও ডঃ এম.এস.স্বামীনাথন আবিষ্কৃত উচ্চ ফলনশীল গম বীজ লামারোজা-৬৪৪,সোনারা-৬৪ বা জয়া,পদ্মা,প্রভৃতি ধানের বীজ সবুজ বিল্পব কর্মসূচী কে ত্বরান্বিত করে। এই পরিকল্পনায় পাঞ্জাব , হরিয়ানায় গম চাষে অধিক সাফল্য লাভ করে বলে একে আবার গম বিপ্লব বলে।
নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন বলতে কী বােঝায়?
নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন (Blue Revolution) বলতে বিজ্ঞানসম্মত প্রথায় মাছের চাষকে বােঝায়।
বিগত কয়েক দশক ধরে ভারতে আধুনিক পরিকাঠমাের সাহায্যে উন্নত মাছ চাষের ওপর জোর দেওয়া হচ্ছে। জলের গুণগত মান বজায় রাখা, নিয়মিত পুষ্টির জোগান, উন্নত পরিচালন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তির প্রয়ােগ নীল বিপ্লবকে বিশ্বের উন্নত দেশগুলিতে সফল করেছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে নীল বিপ্লবের গুরুত্ব আছে।
CIFRI নীল বিপ্লবে কী ভূমিকা নিয়েছে?
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট (Central Inland Fisheries Research Institute-
CIFRI ) দেশে উন্নত প্রথায় মাছ চাষ ও সেই সংক্রান্ত গবেষণা করছে। কলকাতার কাছে ব্যারাকপুরে CIFRI অবস্থিত।
ভারতে নীল বিপ্লবের জনক কে?
ভারতে নীল বিপ্লবের জনক হলেন ড. অরুণ কৃষ্ণাণ (Dr. Arun Krishnan) এবং ড. হীরালাল চৌধুরী (Dr. Hiralal Chaudhuri)।
শ্বেত বিপ্লব বা হােয়াইট রেডলিউশন কাকে বলে?
উন্নত প্রযুক্তি ও পরিকাঠামাের সাহায্য নিয়ে বিজ্ঞানসম্মত প্রথায় দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির পদ্ধতিকে শ্বেত বিপ্লব বা হােয়াইট রেভলিউশন (White Revolution) বলা হয়।
বর্তমানে ভারতে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ার মূলে রয়েছে শ্বেত বিপ্লবের প্রভাব। হরিয়ানার কর্নাল-এ অবস্থিত ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইন্সটিটিউট (National Dairy Research Institute -NDRI ) এবং গুজরাটের আনন্দ-এ অবস্থিত ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বাের্ড (National Dairy Development Board – NDDB) উন্নত প্রথায় দুধের উৎপাদন ও গবাদি প্রাণী সম্পর্কে গবেষণা করছে।
ভারতে শ্বেত বিপ্লবের জনক কে?
ভারতে শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন (Verghese Kurien)। তিনি গুজরাটে “আমুল” (AMUL) নামক দুগ্ধ প্রতিষ্ঠানটি গড়ে তুলে ছিলেন। প্রসঙ্গত আমুল (AMUL)-এর পূর্ণনাম হল আনন্দ ডিস্ট্রিক্ট মিল্ক প্রােডিউসারস ইউনিয়ন লিমিটেড।
ভারতের “Milk Man” বলা হয় স্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরেইনকে। অপারেশন ফ্লাড ( Operation Flood ) এর মাধ্যমে তিনি ভারতে দুগ্ধ উৎপাদন প্রভূত পরিমানে বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন । ২৬শে নভেম্বর ভার্গিস কুরেইন-এর জন্মদিন ভারতের জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়।
হলুদ বিপ্লব কী?
উন্নত প্রযুক্তির সাহায্য তৈলবীজের অধিক উৎপাদন পদ্ধতিকে হলুদ বিপ্লব বা পীত বিপ্লব (Yetow Revolution ) বলে।
সােনালি বিপ্লব কী?
উন্নত প্রযুক্তির সাহায্যে ফল ও মধুর-অধিক উৎপাদন পদ্ধতিকে সােনালি বিপ্লব (Golden Revolution) বলে। প্রসঙ্গত ফলের চাষের বিজ্ঞানকে “পােমােলজি” (Pormology) এবং মধু বা মৌমাছির চাষ সম্পর্কিত বিজ্ঞানকে “এপিকালচার” (Apiculture) বলা হয়। ফল ও মৌমাছির চাষ কৃষকের আয় বাড়ায়, কর্মসংস্থান হয়।
Download Section :
- File Name : বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব ( PDF ) _ Colour Revolutions in India in Bengali
- File Size : 2.5 MB
- No. of Pages : 04
- Format: PDF
এরকম আর কিছু টপিক :
৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১
ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ
গুরুত্বপূর্ণ গবেষণাগার
ভারতের শহর ও শিল্প
গুরুত্বপূর্ণ বই
To check our latest Posts - Click Here