সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৪
General Awareness MCQ – Set 144
২৮৬১. ভারতীয় সংবিধানের ৫১-A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
(A) মৌলিক অধিকার
(B) মৌলিক কর্তব্য
(C) নাগরিকত্ব
(D) সরকারী ভাষা
- ভারতীয় সংবিধানের ৫১-A অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।
- ভারতীয় সংবিধানের ১২-৩৫ অনুচ্ছেদে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে।
- ভারতীয় সংবিধানের ৫-১১ অনুচ্ছেদে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
- ভারতীয় সংবিধানের ৩৪৩-৩৫১ অনুচ্ছেদে সরকারী ভাষার কথা বলা হয়েছে।
২৮৬২. টেন্ডন সংযোগ করে
(A) পেশি ও কার্টিলেজ
(B) পেশি ও লিগামেন্ট
(C) হাঁড় ও হাঁড়কে
(D) হাঁড় ও পেশি
২৮৬৩. ভিটামিন K এর কাজ হলো
(A) ক্যালসিয়াম এবং ফসফরাস-এর বিপাক নিয়ন্ত্রণ
(B) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
(C) শ্বসন
(D) কার্বোহাইড্রেট বিপাক
২৮৬৪. হাম্পির ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত ?
(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক
- হাম্পি একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
- হাম্পির ধ্বংসাবশেষগুলি কর্ণাটকে অবস্থিত।
- এখানে বিজয়নগর সাম্রাজ্যের অনেকগুলি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে । এই ধ্বংসাবশেষের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির হ’ল সপ্তম শতাব্দীর বিখ্যাত বিরুপাক্ষ মন্দির ।
- হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত।
২৮৬৫. পৃথিবী দূরের কোনো বস্তু দেখতে ব্যবহৃত যন্ত্রটি হল
(A) টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ
(B) অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ
(C) যৌগিক মাইক্রোস্কোপ
(D) সাধারণ মাইক্রোস্কোপ
২৮৬৬. ফসফরাসের একটি পরমাণুতে ভ্যালেন্স ইলেক্ট্রনের সংখ্যা
(A) ৪
(B) ৩
(C) ২
(D) ৫
১৫ পারমাণবিক সংখ্যাযুক্ত ফসফরাস হ’ল একটি পেন্টাভ্যালেন্ট উপাদান, যার অর্থ এটির বাইরের কক্ষে ৫ টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে।
২৮৬৭. অধাতব অক্সাইড গুলি সাধারণত
(A) আম্লিক
(B) ক্ষারীয়
(C) প্রশম
(D) কোনোটিই নয়
২৮৬৮. পৃথিবীর ভূত্বকে (Crust ) কোন ধাতুটি সর্বাধিক পরিমানে পাওয়া যায় ?
(A) অ্যালুমিনিয়াম
(B) নিকেল
(C) ফসফরাস
(D) জিংক
২৮৬৯. ইলোরার কৈলাশ মন্দির _____ এর উদাহরণ।
(A) ফ্রি-স্ট্যান্ডিং মন্দির
(B) রক-কাট মন্দির
(C) শোর মন্দির
(D) নাগারা স্টাইলের মন্দির
ইলোরার কৈলাশ মন্দিরটি রক-কাট মন্দিরের উদাহরণ । এটি ভারতের অন্যতম বৃহত্তম রক-কাট প্রাচীন হিন্দু মন্দির যা মহারাষ্ট্রের একটি বৃহৎ শৈল দ্বারা গঠিত । রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দিরটি তৈরী করেছিলেন ।
২৮৭০. ভারতে সর্বপ্রথম মুসলিম আগ্রাসনটি ঘটেছিল ________ খ্রিস্টাব্দে ।
(A) ১০০০
(B) ৭১২
(C) ১১৯১
(D) ৮৯৭
মোহাম্মদ বিন কাশিম ৭১২ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন । এটাই ছিল ভারতে প্রথম মুসলিম আক্রমণ ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৩
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪১
To check our latest Posts - Click Here