ভূগোল MCQ – সেট ৩৯
Geography MCQ – Set 39
BanglaQuiz Question ID : 804
১. ক্রোয়েশিয়ার রাজধানী কি ?
(A) তিরানা
(B) লা পাজ
(C) হেলসিঙ্কি
(D) জাগ্রেব
BanglaQuiz Question ID : 810
২. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
(A) নেপচুন
(B) প্লুটো
(C) বৃহস্পতি
(D) বুধ
BanglaQuiz Question ID : 825
৩. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
আসাম, বিহার , ঝাড়খন্ড , সিকিম, ওড়িশা
BanglaQuiz Question ID : 826
৪. দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) কর্ণাটক
(D) আসাম
BanglaQuiz Question ID : 827
৫. ডেনমার্কের রাজধানী হল
(A) স্টকহোম
(B) হ্যানয়
(C) কোপেনহেগেন
(D) মস্কো
BanglaQuiz Question ID : 829
৬. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ভারতের কোন শহরে অবস্থিত ?
(A) হায়দ্রাবাদ
(B) চেন্নাই
(C) তিরুবনন্তপুর
(D) ব্যাঙ্গালুরু
BanglaQuiz Question ID : 834
৭. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মনিপুর
(C) মেঘালয়
(D) গোয়া
মনিপুরে বারাক নদীর ওপরে অবস্থিত
BanglaQuiz Question ID : 836
৮. ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ রয়েছে ?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্র প্রদেশ
BanglaQuiz Question ID : 841
৯. সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) পাঞ্জাব
(B) কর্ণাটক
(C) মধ্যপ্রদেশ
(D) হরিয়ানা
BanglaQuiz Question ID : 842
১০. কাঁকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত ?
(A) সুরাট
(B) কোটা
(C) মুম্বাই
(D) কালপক্কম
আরো দেখুন :
To check our latest Posts - Click Here