Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 3rd October Current Affairs Quiz 2023 – Bengali


১. কোন দেশের ক্রীড়াবিদ দুই মিনিটের মধ্যে স্ল্যাকলাইনে ১০০ মিটার হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছেন?

(A) চীন
(B) ভারত
(C) ফ্রান্স
(D) জাপান

উত্তর
(A) চীন
চীনের একজন ক্রীড়াবিদ ‘দ্রুততম ১০০ মিটার স্ল্যাকলাইন হাঁটার’ বিশ্ব রেকর্ড ভেঙেছেন। শি হেইলিন মাত্র ১ মিনিট ১৪.১৯৮ সেকেন্ডে দুটি পাহাড়ের মধ্যে ভূমি থেকে ১০০ মিটার উপরে ঝুলে থাকা একটি স্ল্যাকলাইনে হেঁটে এই কীর্তি অর্জন করেছিলেন।

২. কোন মহাকাশ সংস্থা, NASA এর সাথে একযোগে, CALIPSO মিশনের যৌথ উৎক্ষেপণে অংশগ্রহণ করেছিল?

(A) ISRO
(B) CNES
(C) Roscosmos
(D) CNSA

উত্তর
(B) CNES

ফ্রান্সের মহাকাশ সংস্থা CNES ( Cloud-Aerosol Lidar and Infrared Pathfinder Satellite Observation ) NASA এর সাথে একযোগে, CALIPSO মিশনের যৌথ উৎক্ষেপণে অংশগ্রহণ করেছিল ।

দেখে নাও : বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থার নাম

৩. বিশ্ব প্রাণী দিবস ( World Animal Day) ২০২৩ এর থিম কি?

(A) Forest and Livelihoods: Sustaining People and Planet
(B) Shared planet
(C) Man and dog
(D) Great or Small, Love Them All

উত্তর
(D) Great or Small, Love Them All

  • প্রতি বছর ৪ই অক্টোবর প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এবং প্রাণীদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
  • ১৯২৯ সালে প্রথমবারের মতো ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালন করা হয়
  • বিশ্ব প্রাণী দিবস ২০২৩-এর বার্তা ‘গ্রেট অর স্মল, লাভ দেম অল।’

৪. ২০২৩ সালের এশিয়ান গেমসে, পারুল চৌধুরী মহিলাদের ৫০০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি উত্তর প্রদেশের কোন শহরের বাসিন্দা ?

(A) মিরাট
(B) আগ্রা
(C) অযোধ্যা
(D) কানপুর

উত্তর
(A) মিরাট

  • ঐতিহাসিক সোনা জিতলেন পারুল চৌধুরী।
  • হ্যাংঝাউয়ে শেষবেলায় ঝড় তুলে এশিয়ান গেমসের ৫,০০০ মিটারে সোনা জেতেন ভারতের তারকা অ্যাথলিট।
  • সেইসঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। কারণ এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার রেসিংয়ে এটাই ভারতের প্রথম সোনা।
  • আর যে পারুলের হাত ধরে সেই সোনা এল, সেই পারুল আগের দিন ৩,০০০ মিটার স্টিপলচেজে রুপো জেতেন।

৫. ২০২৩-২৪ ইরানি কাপে, রেস্ট অফ ইন্ডিয়া কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ?

(A) সৌরাষ্ট্র
(B) কর্ণাটক
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র

উত্তর
(A) সৌরাষ্ট্র

  • ইরানি কাপ চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারতীয় দল।
  • রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রকে ১৭৫ রানে হারাল হনুমা বিহারির দল।

৬. ICC পুরুষ ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?

(A) এমএস ধোনি
(B) কপিল দেব
(C) শচীন টেন্ডুলকার
(D) অনিল কুম্বলে

উত্তর
(C) শচীন টেন্ডুলকার
ICC কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023-এর জন্য ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ হিসেবে মনোনীত করেছে।

৭. মিলাক নদী কোন রাজ্যে অবস্থিত?

(A) মিজোরাম
(B) নাগাল্যান্ড
(C) আসাম
(D) মণিপুর

উত্তর
(B) নাগাল্যান্ড

  • বিজ্ঞানীরা সম্প্রতি নাগাল্যান্ডের মিলাক নদী থেকে একটি নতুন মাছের প্রজাতি আবিষ্কার করেছেন।
  • নাগাল্যান্ডের ফজল আলি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান লিমাকুমের নামে নতুন আবিষ্কৃত প্রজাতির নামকরণ করা হয়েছে – Badis limaakumi।

৮. ভারতীয় নৌবাহিনী এবং কোন ব্যাঙ্ক একটি অনন্য ই-ক্যাশ কার্ড আনতে চলেছে যা অনলাইন এবং অফলাইন উভয় মোডে কাজ করবে?

(A) UCO Bank
(B) SBI
(C) PNB
(D) Bank of Baroda

উত্তর
(B) SBI

  • ভারতীয় নৌবাহিনী এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি অনন্য ই-ক্যাশ কার্ড আনতে চলেছে যা অনলাইন এবং অফলাইন উভয় মোডে কাজ করতে পারে।
  •  এই বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য সহ ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজে পরীক্ষা করা হয়েছে।

৯. ৫০তম ভারত আন্তর্জাতিক বয়ন মেলা (India International Knit Fair) কোন জায়গায় অনুষ্ঠিত হবে?

(A) নাল্লুর
(B) তিরুপুর
(C) চেন্নাই
(D) আন্দিপালায়ম

উত্তর
(B) তিরুপুর
তামিলনাড়ুর তিরুপুরে ইন্ডিয়া নিট ফেয়ার অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে (IKFA) মেলাটি ১২ থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১০. RBI সম্প্রতি কাকে RBI-এর নতুন নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে নিযুক্ত করেছে?

(A) পি বাসুদেবন
(B) মুনীশ কাপুর
(C) এম রাজেশ্বর রাও
(D) অজয় কাপুর

উত্তর
(B) মুনীশ কাপুর

  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) কার্যনির্বাহী অধিকর্তা (Executive Director) হিসেবে নিযুক্ত হলেন মুনীশ কাপুর (Muneesh Kapur)।
  • তাঁকে অক্টোবরের ৩ তারিখ থেকে ওই পদে নিযুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে আরবিআইয়ের তরফে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button