10th & 11th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ ও ১১ই সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th & 11th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 8th & 9th September Current Affairs Quiz 2023 – Bengali
১. ২০২৩ সালের আর্চারি বিশ্বকাপ ফাইনালে কোন ভারতীয় খেলোয়াড় রৌপ্য পদক জিতেছে ?
(A) মিগুয়েল বেসেরা
(B) প্রথমেশ জাওকার
(C) তরুণদীপ রায়
(D) ডোলা ব্যানার্জী
২০২৩ সালের আর্চারি বিশ্বকাপ ফাইনালে প্রথমেশ জাওকার রৌপ্য পদক জিতে নিয়েছেন । ফাইনালে তিনি ম্যাথিয়াস ফুলারটন (ডেনমার্ক) -এর কাছে হেরে যান ।
২. G20 সম্মেলনে ঘোষিত ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ’ অর্থনৈতিক করিডোরের লক্ষ্য কি ?
(A) সামরিক সহযোগিতা
(B) সংযোগ এবং অবকাঠামো
(C) সাংস্কৃতিক বিনিময়
(D) পরিবেশ সংরক্ষণ
শিপিং এবং রেল সংযোগ সহ ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ’ অর্থনৈতিক করিডোর শীঘ্রই চালু করা হবে বলে G20 সম্মেলনে ঘোষণা করা হয়েছে ।
৩. কোন রাজ্যের মন্ত্রিসভা মব লিঞ্চিং ভিকটিম ক্ষতিপূরণ প্রকল্প ২০২৩ (Mob Lynching Victim Compensation Scheme 2023) অনুমোদন করেছে?
(A) মহারাষ্ট্র
(B) মধ্য প্রদেশ
(C) মণিপুর
(D) রাজস্থান
মধ্য প্রদেশ ক্যাবিনেট সম্প্রতি মব লিঞ্চিং ভিকটিম ক্ষতিপূরণ স্কিম 2023 অনুমোদন করেছে৷
৪. পাকিস্তানে হারিয়ে সম্প্রতি ICC পুরুষদের ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে
(A) ভারত
(B) পাকিস্তান
(C) দক্ষিন আফ্রিকা
(D) অস্ট্রেলিয়া
পুরুষদের ওডিআই টিম র্যাঙ্কিংয়ে পাকিস্তান টেবিলের শীর্ষে জায়গা করে নেওয়ার কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে জয়ের মাধ্যমে তাদের জায়গা পুনরুদ্ধার করে নিয়েছে।
৫. ২০০১ সালের পর এই প্রথম কোন আমেরিকান কিশোর/কিশোরী টেনিসে US ওপেন শিরোপা জিতে নিয়েছে ?
(A) আরিনা সাবালেঙ্কা
(B) কোকো গফ
(C) জেনিফার ক্যাপ্রিয়াতি
(D) সেরেনা উইলিয়ামস
- মাত্র ১৯ বছর বয়সে ইউএস ওপেন জয় কোকো গফের।
- ২০ বছরের কম বয়সে এই গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় আমেরিকার তরুণ টেনিস তারকা ১০ নম্বরে।
- আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন গফ।
- প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন তিনি।
- ২০০১ সালে সেরিনা উইলিয়ামসের পর আমেরিকানদের মধ্যে কনিষ্ঠতম হিসাবে ইউএস ওপেন জিতলেন গফ।
৬. সম্প্রতি কে পুনেতে চক্ষুবিদ্যার জন্য “ডাঃ এ এম গোখলে পুরস্কার” লাভ করেছেন
(A) কর্নেল রাকেশ কুমার
(B) মেজর জেনারেল ভিপিএস ভাকুনি
(C) ব্রিগেডিয়ার সঞ্জয় কুমার মিশ্র
(D) কর্নেল আংশু মোর
ভারতীয় সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার সঞ্জয় কুমার মিশ্রকে পুনেতে সম্মানজনক “ডক্টর এএম গোখলে পুরস্কার” প্রদান করা হয়েছে।
৭. ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার 100 পুরুষ একক ( Indonesia Masters Super 100 men’s singles) শিরোপা কে জিতেছেন?
(A) কু তাকাহাশি
(B) লক্ষ্য সেন
(C) কিরণ জর্জ
(D) শি ইউকি
- কিরণ জর্জ সম্প্রতি ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার 100 পুরুষদের একক শিরোপা জিতেছে।
- জাপানের কু তাকাহাশিকে পরাজিত করে তিনি এই শিরোপা জিতে নিয়েছেন।
৮. বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড কোথায় নির্মাণ করছে?
(A) লাদাখ
(B) জম্মু ও কাশ্মীর
(C) লেহ
(D) অরুণাচল প্রদেশ
- লাদাখের নাইওমা বেল্ট এলাকায় বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি তৈরি করছে ভারত ।
- সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
- পিটিআই জানিয়েছে, এই বিমানঘাঁটি তৈরির আনুমানিক বাজেট নির্ধারণ করা হয়েছে ২১৮ কোটি টাকা।
- ১৩,৪০০ ফুট উচ্চতায় এই বিমানঘাঁটি তৈরি হচ্ছে।
৯. ভারতের কোন রাজ্যের কিশোর জেনা সম্প্রতি ভারতীয় গ্র্যান্ড প্রিক্স ৫ (Indian Grand Prix 5) জিতে নিয়েছেন ?
(A) দিল্লী
(B) ওড়িশা
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক
কিশোর জেনা ৮২.৫৩ মিটার থ্রো করে ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 5 জিতে নিয়েছেন।
১০. নিচের কোন IIT এর গবেষকরা মাটির ক্ষয়যোগ্যতার প্রথম জাতীয়-স্কেল ম্যাপিং পরিচালনা করেছেন বলে দাবি করেছেন?
(A) IIT মাদ্রাজ
(B) IIT দিল্লি
(C) IIT রুরকি
(D) IIT কানপুর
IIT দিল্লি এর গবেষকরা মাটির ক্ষয়যোগ্যতার প্রথম জাতীয়-স্কেল ম্যাপিং পরিচালনা করেছেন বলে দাবি করেছেন।
১১. জামিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নাম কী?
(A) সানা খান
(B) লতা হায়া
(C) আঞ্জুম রেহবার
(D) নাজমা আখতার
জামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার সম্প্রতি একাডেমিয়ায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।
১২. গুজরাটে কে NeVA প্রকল্পের উদ্বোধন করবেন?
(A) নরেন্দ্র মোদি
(B) অমিত শাহ
(C) দ্রৌপদী মুর্মু
(D) ভূপেন্দ্রভাই প্যাটেল
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাট বিধানসভার জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (NeVA) প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন।
১৩. নোভাক জোকোভিচ ইউ.এস. ওপেনের ফাইনালে কাকে হারিয়ে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন ?
(A) ড্যানিল মেদভেদেভ
(B) অ্যান্ডি মারে
(C) কার্লোস আলকারাজ
(D) রাফায়েল নাদাল
রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতেছেন ‘জোকার’। ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ে মার্গারেট কোর্টকে ছুঁলেন জকোভিচ ।
১৪. ২০২২ সালের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের জন্য কতজন বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন?
(A) ১২
(B) ১৪
(C) ১৫
(D) ১৬
- ২০২১ এর পর একবছর স্থগিত রাখার পর ২০২২ এর জন্য এই পুরস্কার ঘোষণা করা হল।
- ১২ জন তরুণ বিজ্ঞানীকে ভারতের বিজ্ঞান ক্ষেত্রে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
- দেশের (India) সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ (Shanti Swarup Bhatnagar Award) জয়ীদের তালিকায় ৪ বাঙালি বিজ্ঞানী।
- শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দ্য দাস। বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি। মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত।
১৫. ইস্টার্ন ইকোনমিক ফোরাম, ২০২৩ কোন দেশে অনুষ্ঠিত হবে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ব্রিটেন
(C) ইউক্রেন
(D) রাশিয়া
ইস্টার্ন ইকোনমিক ফোরাম, ২০২৩ রাশিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন শ্রী সর্বানন্দ সোনোয়াল।
To check our latest Posts - Click Here