General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের বিভিন্ন জনজাতি গোষ্ঠী – ভারতের জাতিগত শ্রেণীবিভাগ

Classification of Indian Races

ভারতের জাতিগত শ্রেণীবিভাগ : আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন জাতিগত শ্রেণীবিভাগ নিয়ে। বর্তমান ভারতের জনসংখ্যা হল সারা দেশজুড়ে বসবাসকারী জাতিগত গোষ্ঠীর জনসমষ্টি। এই লোকেরা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতে এসেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্তে তাই ভিন্ন ভিন্ন জাতিগত বৈশিষ্ট্য দেখা যায়। নিচে ভারতের এই জনগোষ্ঠীর বৃত্তান্ত দেওয়া রইলো।

ভারতের বিভিন্ন জনজাতি গোষ্ঠী –

নেগ্রিটো

  • ভৌগোলিকদের মতে এরাই ভারতের আদি বাসিন্দা ।
  • এরা আফ্রিকা থেকে ভারতে এসেছিল এবং এখানে তাদের ভাষা প্রতিষ্ঠা করেছিল।
  • এরা আকারে ছোট, ত্বকের রং বাদামি, পশমি চুল, চওড়া ও চ্যাপ্টা নাক এবং সামান্য প্রসারিত চোয়াল।
  • সাধারণত আন্দামান দ্বীপপুঞ্জ, নীলগিরি পর্বতের উরাল অঞ্চল,কোচি’র কাদোরস প্রভৃতি জায়গায় এই সম্প্রদায়ের বাসস্থান। উত্তর-পূর্বের আঙ্গামি-নাগা, রাজমহল পাহাড়ের বাদগিসের উপজাতিরা এই সম্প্রদায়ের বৈশিষ্ট্য বহন করে।
  • এদের দেহসৌষ্ঠবের সঙ্গে মালয়েশিয়ার সেমাং ও সাকাইদের সঙ্গে মিল থাকায় মনে করা হয় মালয় উপদ্বীপ থেকে অতীতে এদের আগমন ঘটেছে।

প্রোটো-অস্ট্রালয়েড

  • এরা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ভারতে এসেছে বলে মনে করা হয় । নেগ্রিটোদের পরে ভারতবর্ষে সম্ভবত অষ্টেলিয়া থেকে এরা এসে এখানে বসতি স্থাপন করেন।
  • বর্তমানে তারা মধ্য ও দক্ষিণ ভারতের বিছিন্ন অংশে বসবাস করে।
  • মধ্য ভারতের কোল, ভীল, বাদাগা, কোরোয়া মুন্ডা, ভুমজি, দক্ষিণ ভারতের চেঞ্চুস, কুরুম্বা, মালয়, ইয়েরুভাস জাতিরা ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
  • এরা গঠনগত দিক থেকে নেগ্রিটোদের সঙ্গে সামঞ্জস্য-পূর্ণ অর্থাৎ আকারে ছোট, ত্বকের রং বাদামি চওড়া ও
    চওড়া সমতল নাক এবং সামান্য প্রসারিত চোয়াল।
দেখে নাও : ভারতের প্রধান উপজাতি সমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India

মঙ্গোলয়েড

  • এদের আদি বাসস্থান হল চীন। তবে তারা মালয় উপদ্বীপ ও ইন্দোনেশিয়ায়ও বসবাস করে থাকে। মোঙ্গলয়েডগণ মনে করা হয় মোঙ্গলিয়া, চীন, তীব্বত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও তৎকালীন ব্রহ্মদেশ থেকে খ্রীষ্টপূর্ব প্রথম সহস্রাব্দে ভারতে এসে বসতি গড়েন।
  • তারা উত্তর-পূর্ব ভারতের গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল, এবং বর্তমানে তারা লাদাখ, অরুণাচল প্রদেশ, সিকিমে বসবাস করে।
  • গারো, খাসি, জয়ন্তিয়া, লেপচা, চাকমা, নাগা জাতির মানুষ এই সম্প্রদায়ের অর্ন্তভুক্ত।
  • গোলাকার ও চওড়া মাথা, লম্বা ও চ্যাপ্টা নাক শরীর ও মুখে সামান্য বা কোন চুল নেই।

ভূমধ্যসাগরিয়ান

  • এরা দক্ষিণ পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এদেশে এসেছেন।
  • প্রথমে তারা উত্তর-পশ্চিম ভারতে বসতি স্থাপন শুরু করে, পরে দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে।
  • এরা মাঝারি উচ্চতার হয়ে থাকে, গায়ের রং কালো এবং মাথা লম্বাটে প্রকৃতির।

ব্র্যাকিসে-ফালস

  • এদের মাথা অনেকটা প্রশস্ত।
  • আলপিনয়েড, দিনারিকস, আর্মেনয়েড, কুর্গিস প্রভৃতি জাতির মানুষ এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

নর্ডিকস

  • খ্রীষ্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে ভারতে বসবাসকারী আর্য ভাষাভাষী মানুষরা নর্ডিকস নামে পরিচিত। বৈদিক আর্য বলে পরিচিত নর্ডিকগণ সবশেষে ভারতে এসেছিলেন।
  • দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে এই সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকে।
  • এদের গায়ের রং ফরসা, উন্নত নাক, লম্বা মাথা ও সুডোল শরীর।

আরও দেখে নাও : –

ভারতের উল্লেখযোগ্য সেচখাল তালিকা – PDF
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
ভারতের ইউনেস্কো ইন্ট্যানজিবেল হেরিটেজের তালিকা
ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা | Blue Flag Certified Beaches in India

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button