Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 2nd August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. বৈদ্যুতিক গাড়ির মোটরস্পোর্ট চ্যাম্পিয়নশিপের নাম কী দেওয়া হয়েছে ?

(A) Formula 2
(B) Formula E
(C) EC Formula
(D) EC Racing

উত্তর
(B) Formula E
বৈদ্যুতিক গাড়ির জন্য সিঙ্গেল-সিটার মোটরস্পোর্ট চ্যাম্পিয়নশিপের নাম দেওয়া হয়েছে ‘Formula E’

২. ১৩২তম ডুরান্ড কাপ কোথায় শুরু হল?

(A) চেন্নাই
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) ব্যাঙ্গালোর

উত্তর
(B) কলকাতা

  • ১৩২তম ডুরান্ড কাপ কলকাতায় শুরু হল।
  • ১৩২ তম ডুরান্ড কাপের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
  • মোহনবাগান ও বাংলাদেশ আর্মি ম্যাচ দিয়ে শুরু হয় এবারের ডুরান্ড কাপ।

৩. কে সম্প্রতি ইস্টার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা
(B) ভাইস অ্যাডমিরাল অরুণ প্রকাশ
(C) ভাইস এডমিরাল সঞ্জয় বাৎসায়ন
(D) ভাইস অ্যাডমিরাল সুনীল মিশ্র

উত্তর
(A) ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা

  • ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা বিশাখাপত্তনমে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়নের কাছ থেকে ইস্টার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
  • তিনি আইএনএস কুথার, গোদাবরী এবং দিল্লি সহ বেশ কয়েকটি ভারতীয় নৌ জাহাজের নেভিগেটিং অফিসার হিসাবে কাজ করেছেন।

৪. সম্প্রতি, ৩১.১৪ লক্ষ হস্তশিল্প কারিগর পেহচান (PEHCHAN ) স্কিমের অধীনে রেজিস্টার হয়েছে। এই স্কিমটি কোন সালে চালু হয়?

(A) ২০১৪
(B) ২০১৬
(C) ২০১৮
(D) ২০২০

উত্তর
(B) ২০১৬
যোগ্য হস্তশিল্প কারিগরদের নতুন পরিচয় প্রদান করতে এবং বস্ত্র মন্ত্রনালয়ের দ্বারা বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সহায়তা করার জন্য ২০১৬ সালে পেহচান প্রকল্প চালু করা হয়েছিল।

৫. ষোল বছর বয়সী উৎকর্ষ শ্রীবাস্তব বিশ্বকাপ বাছাইপর্বের জন্য মার্কিন U-19 দলের সহ-অধিনায়ক হিসাবে মনোনীত হয়েছেন। তিনি ভারতের কোন শহরের বাসিন্দা?

(A) দিল্লী
(B) পাটনা
(C) মুম্বাই
(D) লখনউ

উত্তর
(D) লখনউ
১৬ বছর বয়সী ক্ষ্ণৌর হুসেনগঞ্জের আদি বাসিন্দা উৎকর্ষ শ্রীবাস্তব ICC অনূর্ধ্ব-১৯ পুরুষদের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য USA দলের সহ-অধিনায়ক হিসাবে মনোনীত হয়েছেন।

৬. জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ -এ কে গোল্ডেন আই পুরস্কার পেতে চলেছেন ?

(A) স্কারলেট জোহানসন
(B) আলেকজান্দ্রা দাদারিও
(C) এমা ওয়াটসন
(D) ডায়ান ক্রুগার

উত্তর
(D) ডায়ান ক্রুগার
জার্মান অভিনেত্রী ডায়ান ক্রুগার জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ গোল্ডেন আই পুরস্কার, একটি আজীবন কৃতিত্ব পুরস্কারে সম্মানিত হবেন৷

৭. সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মনোজ তিওয়ারি। রঞ্জি ট্রফিতে তিনি কোন দলের হয়ে খেলতেন?

(A) দিল্লী
(B) রেলওয়ে
(C) মহারাষ্ট্র
(D) বাংলা

উত্তর
(D) বাংলা

  • মনোজ তিওয়ারি হলেন একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
  • তিনি একজন আক্রমণাত্মক ডান হাতি ব্যাটসম্যান এবং অতিরিক্ত লেগব্রেক বোলার।
  • তিনি বাংলা ক্রিকেট দল এর হয়ে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
  • সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি

৮. সম্প্রতি প্রয়াত হয়েছেন বিখ্যাত মারাঠি কবি এবং গীতিকার নামদেও ধোন্ডো মহানোর, যিনি “না ধো মহনর” নামে পরিচিত ছিলেন। তিনি কোন সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ?

(A) ১৯৯০
(B) ১৯৯১
(C) ১৯৯২
(D) ১৯৯৩

উত্তর
(B) ১৯৯১

  • ৮১ বছর বয়সে মহারাষ্ট্রের পুনের এক হসপিটালে প্রয়াত হয়েছেন নামদেও ধোন্ডো মহানোর।
  • ১৯৪২ সালে জন্মগ্রহণকারী নামদেও ধোন্ডো মহানোর ১৯৯১ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
  • তিনি রাজ্য আইন পরিষদের সদস্যও ছিলেন।

৯. কোন দিন, ১৩ তম ভারতীয় অঙ্গ দান দিবস অনুষ্ঠান পালিত হয়েছে ?

(A) আগস্ট ১
(B) আগস্ট ২
(C) আগস্ট ৩
(D) আগস্ট ৪

উত্তর
(C) আগস্ট ৩
৩রা আগস্ট ২০২৩ সালে ভারতীয় অঙ্গ দান দিবস পালিত হয়েছে । এই অনুষ্ঠানে প্রধান বক্তৃতা দিয়েছেন ডঃ মনসুখ মান্ডাভিয়া।

১০. মাইক্রন কোন রাজ্যে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করতে চলেছে?

(A) তামিলনাড়ু
(B) উত্তরপ্রদেশ
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র

উত্তর
(C) গুজরাট
মাইক্রোন গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। প্রকল্পটিতে মোট ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button