Indian States Bordering Countries – ভারতের সীমান্তবর্তী রাজ্য তালিকা
ভারতের সীমান্তবর্তী রাজ্য তালিকা
Indian States Bordering Countries : আজকে আমরা আলোচনা করবো ভারতের কোন রাজ্যে কোন দেশের সাথে সীমানা ভাগ করে তার তালিকা নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই টপিকটি থেকে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রশ্ন তুলে ধরা হয়।যেমন পশ্চিমবঙ্গের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ? অথবা , চীনের সাথে ভারতের কোন কোন দেশ সীমানা ভাগ করে ? বা, ভারতের কতগুলি রাজ্য পাকিস্তানের সাথে সিমান ভাগ করে ?
Table of Contents
আজকের এই পোস্টটি পড়লে এই ধরণের সমস্ত প্রশ্নগুলির উত্তর খুব সহজেই করা সম্ভব।
আরও দেখে নাও : গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা – Important International Boundaries – PDF
বিভিন্ন দেশ ও সীমান্তবর্তী ভারতীয় রাজ্য
ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের কোন রাজ্য তার সীমানা ভাগ করে তার তালিকা নিচে দেওয়া রইলো।
নং | দেশ | সীমান্তবর্তী ভারতীয় রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চল |
---|---|---|
১ | চীন | হিমাচল প্রদেশ লাদাখ সিকিম অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড |
২ | নেপাল | পশ্চিমবঙ্গ বিহার সিকিম উত্তর প্রদেশ উত্তরাখণ্ড |
৩ | বাংলাদেশ | ত্রিপুরা মিজোরাম পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় |
৪ | পাকিস্তান | গুজরাট রাজস্থান পাঞ্জাব জম্মু ও কাশ্মীর লাদাখ |
৫ | ভুটান | সিকিম পশ্চিমবঙ্গ আসাম অরুণাচল প্রদেশ |
৬ | মায়ানমার | অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম |
৭ | আফগানিস্তান | লাদাখ (পাকিস্তান দখলীকৃত ) |
দেখে নাও : ভারতের প্রতিবেশী দেশসমূহ । Neighbouring Countries of India – PDF
গুরুত্বপূর্ণ সীমারেখা :
লাইন অফ কন্ট্রোল (LOC)
ভারত ও পাকিস্তানের মধ্যে এই সীমারেখা অবস্থিত। এটি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রধানত যুদ্ধ বিরতি লাইন নামে পরিচিত। ১৯৭২ সালে সিমলা চুক্তির আগে এই লাইন ক্রিজ ফায়ার লাইন নামে পরিচিত ছিল।
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)
এটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত। এটি একট যুদ্ধ বিরতি অঞ্চল ছিল যেটি যুদ্ধের পর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC তে পরিণত হয়।
ডুরান্ড লাইন
ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী অঞ্চল ডুরান্ড লাইন নাম পরিচিত। স্যার মর্টিমার ডুরান্ড ১৮৯৬ সালে এই লাইন চিহ্নিত করেছিলেন। ভারত ও আফগানিস্তানের সীমানারেখা বেশিরভাগ অঞ্চল বর্তমানে পাকিস্তানের দখলে।
র্যাডক্লিফ লাইন
ভারত ও পাকিস্তানের সীমানা কমিশনের চেয়ারম্যান ছিলেন র্যাডক্লিফ। তিনি এই লাইন চিহ্নিত করেছিলেন। এই রেখা পশ্চিম দিকে ভারত ও পাকিস্তান এবং পূর্ব দিকে ভারত ও বাংলদেশের মধ্যে টানা হয়েছিল।
ম্যাকমোহন লাইন
এই সীমারেখা ভারত ও চীনের মধ্যে অবস্থিত। ১৯১৪ সালের ৩শরা জুলাই এটি স্বাক্ষরিত হয়েছিল।
কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
ভারতের কতগুলি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল চীনের সাথে সীমানা ভাগ করে ?
ভারতের ৫ই রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চল চীনের সাথে সীমানা ভাগ করে। এগুলি হল – হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ড।
ভারতের সাথে কতটি দেশের স্থল সীমান্ত রয়েছে?
ভারতের সাথে মোট ৭টি দেশের স্থলসীমান্ত রয়েছে। এগুলি হল – চীন , পাকিস্তান, বাংলাদেশ , নেপাল , ভুটান, আফগানিস্তান ও মায়ানমার ।
কোন দেশের সাথে ভারতের স্থল সীমান্তরেখা সবচেয়ে বেশি ?
বাংলাদেশ
Download Section
- File Name: Indian States Bordering Countries – ভারতের সীমান্তবর্তী রাজ্য তালিকা – বাংলা কুইজ
- File Size: 1.5 MB
- No. of Pages: 03
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here