13th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
13th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৩ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 11th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন ভারতীয় কোম্পানি সম্প্রতি মালয়েশিয়ায় প্রথম আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করেছে?
(A) Paytm
(B) Razorpay
(C) PhonePe
(D) MobiKwik
Razorpay মালয়েশিয়ার বাজারে তার প্রথম আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পরিষেবাগুলি চালু করার ঘোষণা করেছে।
২. কে সম্প্রতি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে?
(A) করণ সিং
(B) দীপক কুমার
(C) অভিষেক পাল
(D) রাহুল শর্মা
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ -এ পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে ভারতের দৌড়বিদ অভিষেক পাল ব্রোঞ্জ জিতেছেন।
৩. কোন রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে, সরকারি কর্মচারীরা ৩ থেকে ৫ বছরের জন্য মনোনীত “দুর্গম” এলাকায় কাজ করবেন?
(A) উত্তর প্রদেশ
(B) রাজস্থান
(C) আসাম
(D) মণিপুর
- আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের ‘দুর্গম’ অঞ্চল হিসাবে মনোনীত নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় তাদের চাকরির সময় প্রতিটি সরকারি কর্মচারীকে ৩ থেকে ৫ বছরের জন্য কাজ করতে হবে।
- সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
৪. সম্প্রতি কে XAI নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানি চালু করেছে?
(A) মার্ক জুকারবার্গ
(B) ইলন মাস্ক
(C) বিল গেটস
(D) জেফ বেজোস
টেসলার CEO এলন মাস্ক তার কৃত্রিম বুদ্ধিমত্তা ফার্ম – xAl গঠনের কথা সম্প্রতি ঘোষণা করেছেন।
৫. গণমত সেখন সম্প্রতি লোনাটো বিশ্বকাপে জাতীয় রেকর্ড গড়েছেন। গণমত সেখন কোন খেলায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন?
(A) অ্যাথলেটিক্স
(B) টেনিস
(C) শুটিং
(D) সাঁতার
ISSF বিশ্বকাপ শটগান লোনাটো ২০২৩ – এ ভারতীয় শ্যুটার গণমত সেখন একটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছে।
৬. ITC-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?
(A) সঞ্জীব পুরী
(B) অমিত শর্মা
(C) রমেশ চন্দ্র
(D) রাজেশ গুপ্ত
ITC-এর পরিচালনা পর্ষদ ২২ জুলাই, ২০২৪ থেকে কার্যকরী পাঁচ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সঞ্জীব পুরিকে পুনরায় নিয়োগের সুপারিশ করেছে।
৭. বাস্তিল দিবস কোন দেশের জাতীয় দিবস?
(A) ভুটান
(B) বাংলাদেশ
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
- ১৪ই জুলাই ফ্রান্সে ফেটে ন্যাশনাল ফ্রাঙ্কাইজ জাতীয় দিবস হিসাবে পালিত হয়।
- এটি বাস্তিল দিবস নামেও পরিচিত।
- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে এবারের এই বাস্তিল দিবসে প্যারিস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৮. সম্প্রতি খবরে আসা লেকেম্বি কি ?
(A) আলঝেইমারের ওষুধ
(B) COVID 19 এর নতুন ভাইরাস
(C) বায়ো ইথানল এর বিকল্প
(D) উদ্ভিদ ভিত্তিক পুষ্টি ঔষধ
- দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDI ) সম্প্রতি আলঝেইমারের ওষুধ লেকেম্বিকে পূর্ণ অনুমোদন দিয়েছে।
- বিজ্ঞানীরা বিটাঅ্যামাইলয়েড নামে মস্তিষ্কের এক ধরণের প্রোটিনকে আলঝেইমার রোগের কারণগুলোর একটি বলে ধারণা করে আসছিলেন।
- জাপানি ওষুধ কোম্পানি ইসাই ও অ্যামেরিকান ওষুধ কোম্পানি বায়োজেনের তৈরি লেকেম্বি ওই প্রোটিনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।
৯. ২০২৩ সালের ২৭ থেকে ২৯শে অক্টোবর কোথায় সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অনুষ্ঠিত হবে ?
(A) নতুন দিল্লি
(B) মুম্বাই
(C) কলকাতা
(D) বেঙ্গালুরু
নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের মোবাইল কংগ্রেস-এর থিম রাখা হয়েছে – ‘Global Digital Innovation’ ।
১০. গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স (MPI) ২০২৩ অনুসারে, ২০০৫/২০০৬ থেকে ২০১৯/২০২১ পর্যন্ত মাত্র ১৫ বছরের মধ্যে কতজন ভারতীয় মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে?
(A) ১১৫ মিলিয়ন
(B) ৪০০ মিলিয়ন
(C) ৩৫০ মিলিয়ন
(D) ৪১৫ মিলিয়ন
গ্লোবাল মাল্টিডিমেনশনাল পভার্টি ইনডেক্স (MPI) ২০২৩ অনুসারে, ২০০৫/২০০৬ থেকে ২০১৯/২০২১ পর্যন্ত মাত্র ১৫ বছরের মধ্যে ভারতে মোট ৪১৫ মিলিয়ন মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।
To check our latest Posts - Click Here