30th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
30th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩০শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 29th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোন IIT সাম্প্ৰীত Wharton-QS রিমেজিন এডুকেশন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে?
(A) IIT বোম্বে
(B) IIT কানপুর
(C) IIT দিল্লি
(D) IIT মাদ্রাজ
- IIT মাদ্রাজ সম্প্রতি Wharton-QS Reimagine Education Awards জিতেছে।
- এই পুরস্কারটিকে ‘শিক্ষার অস্কার’ হিসাবেও উল্লেখ করা হয়।ডেটা সায়েন্সে IIT মাদ্রাজ BS ‘সেরা অনলাইন প্রোগ্রাম’ বিভাগে রৌপ্য জিতেছে।
২. সম্প্রতি কে ভারপ্রাপ্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার (CVC) হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) বাস্কর বাবু রামচন্দ্রন
(B) মীনেশ সি শাহ
(C) প্রবীণ কুমার শ্রীবাস্তব
(D) সঞ্জয় সিং
- ভারত সরকার ভিজিল্যান্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তবকে ভারপ্রাপ্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার (CVC) হিসাবে নিযুক্ত করেছে।
- পূর্ববর্তী CVC প্রধান সুরেশ এন প্যাটেল ২৪শে ডিসেম্বর ২০২২-এ তাঁর মেয়াদ শেষ করেছেন।
৩. নয়াদিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উন্নয়নমূলক কাজের সম্মেলনে সভাপতিত্ব করেছেন কে?
(A) অমিত শাহ
(B) নরেন্দ্র মোদি
(C) মনোজ সিনহা
(D) পীযূষ গয়াল
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৯শে ডিসেম্বর নয়াদিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে উন্নয়নমূলক কাজের সম্মেলনে সভাপতিত্ব করেছেন।
- দিল্লি, চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর, পুদুচেরি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীর সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির LG এবং প্রশাসকরা সম্মেলনে অংশ নিয়েছিলেন।
৪. সম্প্রতি কে নতুন দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) মোবাইল অ্যাপ ‘প্রহরি’ লঞ্চ করেছেন?
(A) রাজনাথ সিং
(B) অমিত শাহ
(C) হরদীপ সিং পুরী
(D) নরেন্দ্র মোদি
- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ২৯শে ডিসেম্বর ২০২২ এ নয়াদিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) মোবাইল অ্যাপ ‘প্রহরি’ লঞ্চ করেছেন।
- ‘প্রহরি’ অ্যাপের মাধ্যমে, জওয়ানরা তাদের মোবাইলে আবাসন, আয়ুষ্মান-CAPF এবং ছুটি সংক্রান্ত ব্যক্তিগত তথ্য পেতে পারেন।
- এই অ্যাপটি তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালের সাথেও সংযুক্ত করবে।
৫. প্রথম ‘কে আর গৌরি আম্মা’ জাতীয় পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?
(A) প্রভু চন্দ্র মিশ্র
(B) আলেস বিলিয়াতস্কি
(C) সেথ্রিচেম সঙ্গম
(D) আলেদা গুয়েভারা
- প্রখ্যাত কিউবার সমাজকর্মী এবং মানবাধিকার আইনজীবী, আলেদা গুয়েভারা ২৯শে ডিসেম্বর ২০২২-এ প্রথম ‘কে আর গৌরি আম্মা’ জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- এটি কেআর গৌরী আম্মা ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত।
- অক্ষম শিশুদের পুনর্বাসন এবং উন্নয়নশীল দেশগুলিতে ঋণ ত্রাণ প্রদানের জন্য তার প্রচেষ্টার জন্য তাকে পুরস্কৃত করা হয়।
৬. ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) আইজ্যাক হারজোগ
(B) এসথার হায়াত
(C) আমির ওহানা
(D) বেঞ্জামিন নেতানিয়াহু
- ১লা নভেম্বর, ২০২২-এ নির্বাচনে জয়লাভের পর, প্রবীণ ইসরায়েলি রাজনীতিবিদ বেঞ্জামিন নেতানিয়াহু, ২৯শে ডিসেম্বর, ২০২২-এ তার ষষ্ঠ মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
- ইজরায়েলের রাজধানী জেরুসালেম।
৭. কায়াকিং-ক্যানোয়িং একাডেমি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?
(A) সিকিম
(B) মেঘালয়
(C) উত্তরাখণ্ড
(D) হিমাচল প্রদেশ
- ২৮শে ডিসেম্বর, ২০২২-এ তেহরি লেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ “তেহরি ওয়াটার স্পোর্টস কাপ” উদ্বোধনের সময়, কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী আর কে সিং উত্তরাখণ্ডের তেহরিতে একটি বিশ্বমানের কায়াকিং-ক্যানোয়িং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা করেছেন।
- উত্তরাখণ্ডের যুবকদের এই অ্যাকাডেমিতে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার জন্য তৈরী করা হবে।
৮. বিখ্যাত কিংবদন্তি ফুটবলার পেলে সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কত সালে খেলা থেকে অবসর নিয়েছিলেন?
(A) ১৯৭৫
(B) ১৯৫০
(C) ১৯৮৯
(D) ১৯৭৭
- পেলে ১৫ বছর বয়সে Santos ক্লাব এর হয়ে খেলা শুরু করেছিলেন এবং ১৬ বছর বয়সে ব্রাজিলের জাতীয় দোলে স্থান পেয়েছিলেন।
- আন্তর্জাতিক ক্যারিয়ারে, তিনি তিনটি ফিফা বিশ্বকাপ জিতেছেন: ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে।
To check our latest Posts - Click Here