Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

26th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 25th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন ব্যাঙ্ক ভারতের প্রথম স্টিকার-ভিত্তিক ডেবিট কার্ড চালু করেছে?

(A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
(C) HDFC ব্যাঙ্ক
(D) IDFC ফার্স্ট ব্যাঙ্ক

উত্তর
(D) IDFC ফার্স্ট ব্যাঙ্ক

  • IDFC ফার্স্ট ব্যাঙ্ক ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সাথে যৌথভাবে ভারতের প্রথম স্টিকার-ভিত্তিক ডেবিট কার্ড- FIRSTAP চালু করেছে।

২. Wildlife Summit কোন কচ্ছপ প্রজাতির বর্ধিত সুরক্ষার জন্য ভারতের প্রস্তাব গ্রহণ করেছে?

(A) সবুজ সামুদ্রিক কচ্ছপ
(B) লেইথের সফটশেল কচ্ছপ
(C) আঁকা কচ্ছপ
(D) লেদার-ব্যাক সামুদ্রিক কচ্ছপ

উত্তর
(B) লেইথের সফটশেল কচ্ছপ

  • পানামায় চলমান ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ কনফারেন্সে লিথের সফটশেল কচ্ছপের সুরক্ষা বাড়ানোর জন্য ভারতের প্রস্তাব গৃহীত হয়েছে।

৩. সম্প্রতি কে লন্ডনে ‘Asia’s Inspirational Leader 2022’ পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) গৌতম আদানি
(B) বাইজু রবীন্দ্রন
(C) প্রশান্ত ওয়াঘ
(D) ফাল্গুনী নায়ার

উত্তর
(C) প্রশান্ত ওয়াঘ

  • ২৫শে নভেম্বর ২০২২-এ লন্ডনে ‘গ্লোবাল বিজনেস কনক্লেভ ২০২২’-এ প্রশান্ত ওয়াঘকে ‘Asia’s Inspirational Leader 2022’ পুরস্কারে ভূষিত করা হয়েছিল।
  • তার কোম্পানি, AQURA ‘২০২২ সালের এশিয়ার সবচেয়ে প্রশংসিত ব্র্যান্ড’ হিসেবেও স্বীকৃত হয়েছে।

৪. কোন দিনটিকে জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয়?

(A) ২১শে নভেম্বর
(B) ২৮শে নভেম্বর
(C) ২৬শে নভেম্বর
(D) ২৪শে নভেম্বর

উত্তর
(C) ২৬শে নভেম্বর

  • ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী স্মরণে ২৬শে নভেম্বর জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়।

৫. কোন দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়?

(A) ২৪শে নভেম্বর
(B) ২৮শে নভেম্বর
(C) ২৬শে জানুয়ারী
(D) ২৬শে নভেম্বর

উত্তর
(D) ২৬শে নভেম্বর

  • ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর ২৬শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালন করা হয়।
  • ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে, ভারতের গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয় এবং এটি ২৬শে জানুয়ারী ১৯৫০ সালে কার্যকর হয়।
  • ২০১৫ সালে, বিআর আম্বেদকরের ১২৫ তম জন্মবার্ষিকীতে, কেন্দ্রীয় সরকার ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেছিল।

৬. কোন স্পেস এজেন্সি প্রথম “parastronaut” নিয়োগ করেছে?

(A) Indian Space Research Organisation
(B) Japan Aerospace Exploration Agency
(C) National Aeronautics and Space Administration
(D) European Space Agency

উত্তর
(D) European Space Agency

  • ইউরোপিয়ান স্পেস এজেন্সি ২৫শে নভেম্বর ২০২২-এ প্রথম “parastrounaut” নিয়োগ করেছে।
  • শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মহাকাশে কাজ এবং বসবাস করার সুযোগ করে দেওয়ার প্রথম একটি বড় পদক্ষেপ এটি।
  • ব্রিটিশ প্যারালিম্পিক স্প্রিন্টার জন ম্যাকফলকে মহাকাশচারীর প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে।

৭. ‘থুরিংগিয়া স্টেট খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন’ (CDU) পার্টির প্রেসিডিয়ামে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত জার্মান কে হলেন?

(A) রবিন দত্ত
(B) গুরদীপ সিং রান্ধাওয়া
(C) গুজ্জালা রবীন্দ্র রেড্ডি
(D) সন্দীপ ভগবতী

উত্তর
(B) গুরদীপ সিং রান্ধাওয়া

  • গুরদীপ সিং রন্ধাওয়াকে জার্মানির ‘থুরিংগিয়া স্টেট খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন’ (CDU) পার্টির প্রেসিডিয়ামে নিযুক্ত করা হয়েছে।
  • এর আগে আগস্টে, গুরদীপ সিং রান্ধাওয়া জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

৮. মার্কিন সংস্থা ‘মর্নিং কনসাল্ট’ দ্বারা প্রকাশিত ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং’-এর শীর্ষে রয়েছেন কে?

(A) ঋষি সুনক
(B) নরেন্দ্র মোদি
(C) জো বিডেন
(D) আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর

উত্তর
(B) নরেন্দ্র মোদি

  • নরেন্দ্র মোদি ৭৭% এর অনুমোদন রেটিং সহ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা।
  • মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শক সংস্থা মর্নিং কনসাল্টের প্রকাশিত গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
  • মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর দ্বিতীয় স্থানে রয়েছেন।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নবম স্থানে রয়েছেন।
  • সর্বশেষ এই রিপোর্টটি ১৬ থেকে ২২শে নভেম্বরের তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button