General Knowledge Notes in BengaliPolity Notes

জাতীয় তফসিলি জাতি – উপজাতি কমিশন কি ? কাজ ও গঠনের ইতিহাস

National Commission for Scheduled Castes - Tribes

জাতীয় তফসিলি জাতি – উপজাতি কমিশন কি ? কাজ ও গঠনের ইতিহাস

প্রিয় পাঠকেরা, আজকে আমরা দেখে নেবো জাতীয় তফসিলি কমিশন কি ? এটির কাজ ও গঠনের ইতিহাস। তবে এটি আলোচনা করার আগে আমরা দেখে নেবো তফসিলি জাতি ও উপজাতি কি।

দেখে নাও : ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা – PDF

তফসিলি জাতি (Schedule Cast )

তফসিলি জাতির ধারণা দাও –

মানবসমাজের ক্রমবিন্যাসের সর্বনিম্ন স্তরে দলিত বা তপশিলি জাতি/উপজাতির অবস্থান। এই জাতি সাধারণত অস্পৃশ্য বা ‘Untouchables’ নামে অভিহিত।

ব্রিটিশ ভারতে এদের ‘Exterior Castes’ বলা হত। ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারতীয় আইনের ধারায় অস্পৃশ্যদের তপশিলভুক্ত করা হয়। ভারতীয় সংবিধানে এদের ‘তপশিলি জাতি’ বা ‘Scheduled Caste’ (SC) বলে অভিহিত করা হয়। এরা সবাই শোষিত, বঞ্চিত ও অবহেলিত। তাই তারা ‘দলিত’ নাম নিয়ে মর্যাদা, সাম্য, ন্যায়বিচার এবং সম্মান রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে।

মহাত্মা গান্ধি এদের ‘হরিজন’ বলতেন যার অর্থ হল- the people of God.

“The untouchable castes are those who suffer from various social and political disabilities many of which are traditionally prescribed and socially enforced by higher castes.”

– ডি এন মজুমদার

দেখে নাও : কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন : ১৯৬৪ – ৬৬

তফসিলি উপজাতি (Schedule Tribe )

তপশিলি উপজাতি (Scheduled Tribe) এর ধারণা দাও ।

ভারতীয় সংবিধানের৩৩৬(২৫) নং ধারায় বলা হয়েছে—তপশিলি উপজাতি’ হল সেই উপজাতি গোষ্ঠী বা ‘Tribes’ বা তার অংশবিশেষ যা ভারতের রাষ্ট্রপতি৩৪২(১) নং ধারা বলে Public Notification দিয়ে নির্দিষ্ট করেন।

দেখে নাও : সাইমন কমিশন ( ১৯২৭ – ১৯৩০ খ্রিস্টাব্দ ) – Simon Commission

সংবিধানে তপশিলি উপজাতি বলতে বলা হয়েছে—

  • যাদের মধ্যে ‘প্রিমিটিভ’ (আদিমতা) লক্ষণগুলি আছে।
  • নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী হবে।
  • ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন।
  • অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মেলামেশায় অনিচ্ছুক।

বিভিন্ন সমাজতত্ত্ববিদ উপজাতি কথাটিকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। মিশ্র (২০০২) তপশিলি উপজাতিদের ব্যাখ্যা করতে গিয়ে বলেন—তপশিলি উপজাতি বলে তাদেরই গণ্য করা হবে যারা—

  • নিজেদের ভূমিপুত্র বলে মনে করে।
  • সাধারণত পার্বত্য বা জঙ্গলে বাস করে।
  • অধিকাংশই দারিদ্র্যসীমার নীচে বাস করে।
  • ধর্ম ও নিজস্ব সংস্কৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
  • তীব্র দলগত ঐক্য ও সাধারণত পূর্বপুরুষদের বিশ্বাসের অনুগামী।

জাতীয় তফসিলি জাতি কমিশন

ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট / জাতীয় তফসিলি জাতি কমিশন / National Commission for Scheduled Castes (NCSC) হল একটি সাংবিধানিক সংস্থা যা ভারতের তফসিলি জাতিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে।

দেখে নাও : পরাধীন ভারতে গঠিত বিভিন্ন কমিটি ও কমিশন

এটি SC সম্প্রদায়কে বৈষম্য ও শোষণ থেকে সুরক্ষা প্রদানের পাশাপাশি SC সম্প্রদায়ের উন্নতির জন্য সুবিধা প্রদানের চেষ্টা করে। ভারতের সংবিধানের ৩৩৮ ধারা এই কমিশনের সাথে সম্পর্কিত।

জাতীয় তফসিলি জাতি কমিশনের সভাপতি নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি।

জাতীয় তফসিলি উপজাতি কমিশন

ন্যাশনাল কমিশন ফর সিডিউল ট্রাইব/ জাতীয় তফসিলি উপজাতি কমিশন / National Commission for Scheduled Tribes (NCST) হল একটি সাংবিধানিক সংস্থা যা ভারতের তফসিলি উপজাতিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে।

২০০৩-এর ৮৩-তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে সংবিধানের ৩৩৮ অনুচ্ছেদ সংশোধন করে ৩৩৮ ক নামে একটি নতুন অনুচ্ছেদ ঢুকিয়ে তফশিলি উপজাতিদের জাতীয় কমিশন (এনসিএসটি) গঠিত হয়। এই সংশোধনীর মাধ্য‌মে তফশিলি জাতি ও উপজাতিদের জাতীয় কমিশন দু’ভাগে বিভক্ত হয়েছে

  • ১) তফশিলি জাতিদের জন্য জাতীয় কমিশন (এনসিএসসি) এবং
  • ২) তফশিলি উপজাতিদের জাতীয় কমিশন (এনসিএসটি)। ২০০৪-এর ১৯ ফেব্রুয়ারি থেকে এই ব্য‌বস্থা কার্যকর হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button