17th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
17th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৭ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 15th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. প্রতি বছর কোন দিনটি ভারতে ‘জাতীয় মৃগী দিবস’ হিসেবে পালিত হয়?
(A) ১২ই নভেম্বর
(B) ১৭ই নভেম্বর
(C) ১৬ই নভেম্বর
(D) ১৩ই নভেম্বর
- ভারতে, মৃগী রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর ১৭ই নভেম্বর জাতীয় মৃগী দিবস হিসাবে পালন করা হয়।
- মৃগী মস্তিষ্কের একটি দীর্ঘস্থায়ী ব্যাধি যাতে বারবার ‘খিঁচুনি’ পরিলক্ষিত হয়।
- এটি যেকোনো বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে।
- ভারতে, প্রায় ১০ মিলিয়ন মানুষ মৃগীরোগের সাথে সম্পর্কিত খিঁচুনিতে ভোগেন।
- প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার আন্তর্জাতিক মৃগী দিবস পালন করা হয়।
২. ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের (ITTF) অ্যাথলেট কমিশনে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় খেলোয়াড় কে?
(A) রাজীব কুমার
(B) হরমিত দেশাই
(C) অচন্ত শরৎ কমল
(D) সাথিয়ান জ্ঞানসেকরন
- ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমল ভারতের প্রথম খেলোয়াড় যিনি আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (ITTF) অ্যাথলেট কমিশনে নির্বাচিত হয়েছেন।
- এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ এবং ওশিয়ানিয়া থেকে ৮ জন ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এবং এরা ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত ৪ বছরের জন্য কমিশনে দায়িত্ব পালন করবেন।
৩. নিম্নোক্তদের মধ্যে কে NITI Aayog এর পূর্ণ-সময়ের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) অরবিন্দ পাঙ্গাদিয়া
(B) উর্জিত প্যাটেল
(C) অরবিন্দ ভিরমানি
(D) রঘুরাম রাজন
- প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ ভিরমানিকে NITI আয়োগের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে।
- তিনি ২০০৭-২০০৯ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
- এছাড়াও তিনি ‘ফাউন্ডেশন ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড ওয়েলফেয়ার’-এর প্রতিষ্ঠাতা।
৪. প্রতি বছর কোন দিনটিকে ‘আন্তর্জাতিক ছাত্র দিবস’ হিসেবে পালন করা হয়?
(A) ১৫ই নভেম্বর
(B) ১৭ই নভেম্বর
(C) ১৪ই নভেম্বর
(D) ১৬ই নভেম্বর
- প্রতি বছর, ১৭ই নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস হিসাবে পালন করা হয়।
- ডক্টর এপিজে আবদুল কালামের জন্মবার্ষিকী স্মরণে ১৫ অক্টোবর বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত হয়।
৫. সম্প্রতি কে ডিজিটাল শক্তি অভিযানের চতুর্থ পর্ব চালু করেছেন?
(A) মমতা শর্মা
(B) রানী রণধিরা কুমারী
(C) রেখা শর্মা
(D) ললিতা কুমারমঙ্গলম
- ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW)-এর চেয়ারপারসন রেখা শর্মা ১৬ই নভেম্বর ২০২২-এ ডিজিটাল শক্তি অভিযানের চতুর্থ ধাপ চালু করেছেন।
- ২০১৮ সালে NCW দ্বারা ডিজিটাল শক্তি অভিযান শুরু হয়েছিল।
৬. নর্থ ইস্ট অলিম্পিক গেমসের দ্বিতীয় সংস্করণ ১৬ই নভেম্বর ২০২২ এ নিম্নোক্ত কোন রাজ্যে শেষ হয়েছে?
(A) গোয়া
(B) মণিপুর
(C) মেঘালয়
(D) হরিয়ানা
- উত্তর পূর্ব অলিম্পিক গেমসের দ্বিতীয় সংস্করণ মেঘালয়ের শিলং-এ ১৬ই নভেম্বর ২০২২-এ সমাপ্ত হয়েছে।
- মণিপুর মোট ২৪০টি পদক নিয়ে সার্বিকভাবে বিজয়ী হয়েছে এবং আসাম মোট ২০৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
- ২০১৮ সালের অক্টোবরে মণিপুরে প্রথম নর্থ ইস্ট অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল।
- নাগাল্যান্ড নর্থ ইস্ট অলিম্পিক গেমসের পরবর্তী সংস্করণ আয়োজন করবে।
৭. Meta ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সন্ধ্যা দেবনাথন
(B) নিকেশ অরোরা
(C) লীনা নায়ার
(D) অরবিন্দ কৃষ্ণ
Meta :
- CEO : মার্ক জুকারবার্গ
- সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া
- প্রতিষ্ঠা : ফেব্রুয়ারি ২০০৪
৮. গ্লোবাল মিডিয়া কংগ্রেসের প্রথম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
(A) নিউ ইয়র্ক
(B) প্যারিস
(C) দিল্লি
(D) আবুধাবি
- গ্লোবাল মিডিয়া কংগ্রেসের প্রথম সংস্করণ আবুধাবিতে শুরু হয়েছিল।
- ১৫ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর, ২০২২ এর মধ্যে এটি আয়োজিত হয়েছে।
To check our latest Posts - Click Here