20th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
20th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২০শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. বিশ্ব অস্টিওপোরোসিস দিবস প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়?
(A) ১৫ই অক্টোবর
(B) ২১শে অক্টোবর
(C) ১৮ই অক্টোবর
(D) ২০শে অক্টোবর
- বিশ্ব অস্টিওপোরোসিস দিবস প্রতি বছর ২০শে অক্টোবর সারা বিশ্বে পালিত হয়।
- অস্টিওপোরোসিস এমন একটি রোগ যাতে হাড় দুর্বল এবং ভঙ্গুর হয়ে যায়।
- যুক্তরাজ্যের ন্যাশনাল অস্টিওপোরোসিস সোসাইটি ১৯৯৬ সালে এই দিনটি প্রথম পালন করে।
- ২০২২ সালের থিম: “Step Up For Bone Health”
২. ‘ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের’ (ITPO) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(A) ভিকি বালুজা
(B) প্রদীপ সিং খারোলা
(C) হর্ষজিৎ সিং
(D) রমেশ নরুলা
- প্রাক্তন সিভিল এভিয়েশন সেক্রেটারি প্রদীপ সিং খারোলাকে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (ITPO)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
- ২০২২ সালের মার্চ মাসে, তিনি ‘National Recruitment Agency’ (NRA)-এর চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হয়েছিলেন।
- প্রতিষ্ঠা : ১৯৭৭ সালে
- সদর দপ্তর: নয়াদিল্লি
৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের কোন জেলায় ভারতীয় বিমান বাহিনীর (IAF) নতুন একটি এয়ারবেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?
(A) বনাসকাঁথা
(B) আনন্দ
(C) ভাদোদরা
(D) রাজকোট
- প্রধানমন্ত্রী মোদি ১৯শে অক্টোবর ২০২২-এ গুজরাটের বানাসকান্থা জেলার ডিসায় ভারতীয় বিমান বাহিনীর (IAF) নতুন একটি এয়ারবেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
- এয়ারবেসটি ভারত-পাক সীমান্ত থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে।
- এটি মোট ১০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এবং এটি ২০২৪ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে।
৪. কোন শহরে ১৭ থেকে ১৯শে অক্টোবর ২০২২ পর্যন্ত World Blockchain Summit এর ২২তম বিশ্বব্যাপী সংস্করণ অনুষ্ঠিত হয়েছে?
(A) দুবাই
(B) লন্ডন
(C) প্যারিস
(D) টোকিও
- পরবর্তী World Blockchain Summitটি ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত হবে।
৫. ১৮ই অক্টোবর ২০২২-এ বেঙ্গালুরুতে ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন প্রতিযোগিতায় সম্প্রতি কে ৮১.২৩ মিটারের সেরা থ্রো করে স্বর্ণপদক জিতেছে?
(A) রোহন বোপান্না
(B) ডিপি মনু
(C) রাহুল জাখর
(D) চিরাগ শেঠি
- ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার DP মনু ১৮ই অক্টোবর ২০২২-এ বেঙ্গালুরুতে ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের প্রতিযোগিতায় ৮১.২৩ মিটার সেরা থ্রো করে স্বর্ণপদক জিতেছেন।
- প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন রোহিত যাদব ৭৯.৮০ মিটারের সেরা থরো করে রৌপ্য জিতেছেন।
- ২০২২ সালের অক্টোবরে গুজরাটে ৩৬তম ন্যাশনাল গেমসেও স্বর্ণপদক জিতেছিলেন মনু।
৬. সম্প্রতি কে ২০২২ সালের জন্য ‘Sir Syed Excellence International Award’-এ ভূষিত হয়েছেন?
(A) ডি কে এমারসন
(B) বারবারা মেটকাফ
(C) উইলিয়াম কেমব্রিজ
(D) মণীশ গুপ্ত
- ১৭ই অক্টোবর ২০২২ এ এই পুরস্কারটি পেয়েছেন তিনি।
- তিনি ভারত ও পাকিস্তানের মুসলিম জনসংখ্যার ইতিহাস নিয়ে ব্যাপকভাবে লিখেছেন।
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) এর প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের জন্মবার্ষিকীতে এই বার্ষিক পুরস্কার প্রদান করে।
৭. কোন দেশ ২০শে অক্টোবর, ২০২২ থেকে ৩ দিনের একটি ‘Global Youth Climate Summit’ আয়োজন করতে চলেছে?
(A) ফ্রান্স
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) সৌদি আরব
- ৭০টি দেশের যুবকরা বাংলাদেশের খুলনায় আয়োজিত হওয়া এই সামিটে অংশগ্রহণ করেছে।
- শীর্ষ সম্মেলনে ১০ জন প্রতিনিধি তাদের জলবায়ু প্রশমন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রত্যেকে ১,০০০ ডলারের অনুদান পাবেন।
৮. মিশরের কায়রোতে ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সম্প্রতি কে রৌপ্য পদক জিতেছে?
(A) সমীর
(B) বিদ্যুৎ ভার্মা
(C) রবি সেমওয়াল
(D) বেদান্ত কুমার
- চীনের ওয়াং শিওয়েন এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছে।
- মিশরে চলমান ISSF চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত মোট ১৪টি পদক (৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ) জিতেছে।
৯. বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়?
(A) ১৯শে অক্টোবর
(B) ২০শে অক্টোবর
(C) ২২শে অক্টোবর
(D) ১৫শে অক্টোবর
- আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর ২০শে অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়।
- ২০২২ সালের থিম “Data for Sustainable Development”।
- জাতিসংঘের পরিসংখ্যান কমিশন ২০শে অক্টোবর ২০১০ এ প্রথম বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করেছিল।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here