বিজ্ঞান MCQ – সেট ৩২ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 32 – Biology
১৩৯১. উদ্ভিদদেহ গঠনকারী কোষগুলির মৃত কোষপ্রাচীর এবং সন্নিহিত কোষগুলির অন্তর্বর্তী কোষারন্ধ্রগুলিকে একত্রে বলা হয় –
(A) প্লাজমোপ্লাস্ট
(B) প্রোটোপ্লাস্ট
(C) এপোপ্লাস্ট
(D) কোনোটিই নয়
১৩৯২. বংশগতির ক্রোমোজোম তত্ত্বের প্রবর্তন করেন –
(A) জোহানসন
(B) সাটন ও বোভারি
(C) মরগ্যান
(D) ওয়াটসন ও ক্রিক
১৩৯৩. একক পর্দা বিশিষ্ট কোষ-অঙ্গাণু হল –
(A) লাইসোজোম
(B) ডিকটিওজম
(C) SER
(D) সবকটি
১৩৯৪. DNA, RNA থেকে পৃথক –
(A) দ্বিতন্ত্রী গঠনের জন্য
(B) পেন্টোজ শর্করা ডিঅক্সিরাইবোজ সুগারের জন্য
(C) নাইট্রোজেন যুক্ত ক্ষারে থায়ামিন থাকার জন্য
(D) সবগুলির জন্য
১৩৯৫. প্রোটোনপিয়া হল –
(A) লাল বর্ণান্ধতা
(B) নীল বর্ণান্ধতা
(C) হলুদ বর্ণান্ধতা
(D) লাল-নীল বর্ণান্ধতা
১৩৯৬. পেশীতে সঞ্চিত খাদ্যবস্তু হল –
(A) প্রোটিন
(B) ফোসফোজেন
(C) গ্লাইকোজেন
(D) লিপিড
১৩৯৭. রক্ত জমাট বাঁধার জন্য দায়ী প্রোথ্রোম্বিন উৎপন্ন করে –
(A) লিভার
(B) ক্ষুদ্রান্ত্র
(C) বৃহদান্ত্র
(D) হৃৎপিণ্ড
১৩৯৮. আঁখ গাছ হল একধরণের –
(A) লতা ( Creeper )
(B) বৃক্ষ ( Tree )
(C) গুল্ম ( Shrub )
(D) ঘাস ( Grass )
১৩৯৯. মাইক্রো-বায়োলজির জনক কাকে বলা হয় ?
(A) রবার্ট হুক
(B) এন্টোনি ভ্যান লিউয়েনহুক
(C) কার্ল লিনিয়াস
(D) চার্লস ডারউইন
১৪০০. রাইবোজোমের প্রধান কাজ হল –
(A) সালোকসংশ্লেষ
(B) প্রোটিন সংশ্লেষ
(C) রেপ্লিকেশন
(D) ট্রান্সলেশন
To check our latest Posts - Click Here