Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২৬শে জুলাই ২০২২-এ, ভারত পাঁচটি নতুন রামসার সাইট মনোনীত করেছে। নিম্নোক্ত কোনটি তালিকায় নেই?

(A) পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্ট
(B) কারিকিলি পাখির অভয়ারণ্য
(C) গোবিন্দ সাগর
(D) সখ্য সাগর

উত্তর :
(C) গোবিন্দ সাগর

  • পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ২৬শে জুলাই ২০২২-এ নতুন রামসার সাইটের ঘোষণা করেছেন।
  • নতুন রামসার সাইটগুলি হল কারিকিলি পক্ষী অভয়ারণ্য, তামিলনাড়ুর পল্লীকরণাই মার্শ রিজার্ভ ফরেস্ট, পিচাভারম ম্যানগ্রোভ, মধ্যপ্রদেশের সখ্য সাগর, মিজোরামের পালা জলাভূমি।
  • দেশে এই নিয়ে এখন মোট ৫৪টি রামসার সাইট রয়েছে।

২. পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বাংলার ‘এক টাকার ডাক্তার’ সম্প্রতি প্রয়াত হলেন। তাঁর আসল নাম কি?

(A) পিনাকী মিত্র
(B) সুশোভন বন্দ্যোপাধ্যায়
(C) অনুপম ভুনিয়া
(D) সোলেমান শেখ

উত্তর :
(B) সুশোভন বন্দ্যোপাধ্যায়

  • বাংলার ‘এক টাকার ডাক্তার’ হিসেবে বিখ্যাত সুশোভন বন্দ্যোপাধ্যায় ২৬শে জুলাই কলকাতায় মারা গেলেন।
  • তিনি মাত্র এক টাকার বিনিময়ে গরিব মানুষদের চিকিৎসা করতেন এবং তাই তিনি ‘এক টাকার ডাক্তার’ নামে পরিচিত।
  • তিনি প্রায় ৬০ বছর ধরে রোগীদের চিকিৎসা করেছিলেন এবং ২০২০ সালে সর্বাধিক সংখ্যক রোগীর চিকিৎসা করার জন্য তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে।
  • ২০২০ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।

৩. কোন দেশ ২০২৫ সালে ICC Women’s ODI World Cup হোস্ট করবে?

(A) শ্রীলংকা
(B) ভারত
(C) পাকিস্তান
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(B) ভারত

  • ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) ২৬শে জুলাই ২০২২-এ ঘোষণা করেছে যে ভারত ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ হোস্ট করবে।
  • ভারত সর্বশেষ ২০১৩ সালে মহিলা বিশ্বকাপ আয়োজন করেছিল।
  • বাংলাদেশ ২০২৪ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোস্ট করবে এবং ২০২৬ সালের সংস্করণটি ইংল্যান্ডে আয়োজিত হবে।
  • ICC সদর দপ্তর: দুবাই

৪. কোন শহর ৪৪তম Chess Olympiad হোস্ট করতে চলেছে?

(A) বেঙ্গালুরু
(B) গোয়ালিয়র
(C) হায়দ্রাবাদ
(D) চেন্নাই

উত্তর :
(D) চেন্নাই

  • ৪৪তম দাবা অলিম্পিয়াড ২৮শে জুলাই ২০২২ এ চেন্নাইতে শুরু হবে।
  • এটি ১০ আগস্ট ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • ১৯২৭ সাল থেকে চলে আসা এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি প্রথমবারের মতো ভারতে এবং ৩০ বছর পর এশিয়ায় আয়োজিত হচ্ছে।
  • বিশ্বের ১৮৯টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
  • ৪৪তম দাবা অলিম্পিয়াডের অফিসিয়াল মাসকট হলো ‘থামবি’।

৫. কোন দেশ ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ফ্রান্স
(B) রাশিয়া
(C) চীন
(D) জাপান

উত্তর :
(B) রাশিয়া

  • রাশিয়া ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
  • ISS এর সাথে জড়িত ৫টি মহাকাশ সংস্থা : NASA (মার্কিন যুক্তরাষ্ট্র), Roscosmos (রাশিয়া), JAXA (জাপান), ESA (ইউরোপ) এবং CSA (কানাডা)

৬. ‘Dilip Kumar: In the Shadow of a Legend’ বইটির লেখক কে?

(A) রত্নাকর শেঠি
(B) প্রভাত কুমার
(C) ফয়সাল ফারুকী
(D) চন্দ্রচূড় ঘোষ

উত্তর :
(C) ফয়সাল ফারুকী

  • বইটি ইউসুফ খান নামে পরিচিত প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারের জীবনের উপর ভিত্তি করে লেখা।
  • ফারুকী Mouthshut.com এর প্রতিষ্ঠাতা এবং CEO।

৭. নিমোক্ত কোন ক্রীড়াবিদ চোটের কারণে কমনওয়েলথ গেমস ২০২২ থেকে প্রত্যাহার করেছেন?

(A) নীরজ চোপড়া
(B) মীরাবাই চানু
(C) পিভি সিন্ধু
(D) কিদাম্বি শ্রীকান্ত

উত্তর :
(A) নীরজ চোপড়া

  • অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন একটি চোটের কারণে।
  • অরেগনের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় চোটটি লেগেছিলো তার।
  • চোপড়া সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম রৌপ্য পদক জিতেছেন।

৮. ICC মহিলা খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির নতুন ১ নম্বর ব্যাটার কে?

(A) স্মৃতি মান্ধানা
(B) সুজি বেটস
(C) মেগ ল্যানিং
(D) শেফালি ভার্মা

উত্তর :
(C) মেগ ল্যানিং

  • অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং ICC মহিলাদের টি-টোয়েন্টি প্লেয়ার র‍্যাঙ্কিং-এ টি-টোয়েন্টি-এর নতুন নম্বর ১ ব্যাটার। তিনি বেথ মুনিকে ছাড়িয়ে এই স্থান অর্জন করেছেন।
  • বেথ মুনি এখন দ্বিতীয় এবং সোফি ডিভাইন তৃতীয় স্থানে রয়েছেন।
  • ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা এবং শাফালি ভার্মা শীর্ষ ৫ মহিলা টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে যথাক্রমে চতুর্থ এবং ৫তম স্থানে রয়েছেন৷


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button