Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কে সম্প্রতি IBA-এর অ্যাথলেটস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন?

(A) নেখাত জারিন
(B) মীরাবাই চানু
(C) লভলিনা বোরগোহাইন
(D) মেরি কম

উত্তর :
(C) লভলিনা বোরগোহাইন

  • টোকিওর ব্রোঞ্জ পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন IBA এর অ্যাথলেটস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
  • ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (IBA) ঘোষণা করেছে যে ২০২২ এর মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের নির্বাচনে তিনি সর্বাধিক সংখ্যক ভোট পেয়েছেন।

২. ভারত-বাংলাদেশের মধ্যে নিম্নোক্ত কোন ট্রেনটি ১লা জুন ২০২২ থেকে শুরু হবে?

(A) মিতালী এক্সপ্রেস
(B) বন্ধন এক্সপ্রেস
(C) সমঝোতা এক্সপ্রেস
(D) মৈত্রী এক্সপ্রেস

উত্তর :
(A) মিতালী এক্সপ্রেস

  • ভারত ও বাংলাদেশের মধ্যে ১লা জুন ২০২২ তারিখে তৃতীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হবে।
  • ট্রেনটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা স্টেশনের মধ্যে চলাচল করবে।
  • এটি সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) চলবে।

৩. কোথায় সম্প্রতি তৃতীয় ‘গ্লোবাল অর্গানিক এক্সপো ২০২২’ অনুষ্ঠিত হয়েছে?

(A) নতুন দিল্লী
(B) মুম্বাই
(C) চেন্নাই
(D) কলকাতা

উত্তর :
(A) নতুন দিল্লী

  • ২৬ থেকে ২৮ শে মে নিউদিল্লির PUSA তে এই তৃতীয় গ্লোবাল অর্গানিক এক্সপো অনুষ্ঠিত হয়েছিল।
  • এই গ্লোবাল কনফারেন্সের থিম ছিল “Profitability for Humanity”।

৪. রাজনাথ সিং নিচের কোন হিমালয়ান রাজ্যের জন্য একটি নতুন ডিফেন্স এস্টেট সার্কেল তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন?

(A) উত্তরাখণ্ড
(B) উত্তর প্রদেশ
(C) আসাম
(D) অরুণাচল প্রদেশ

উত্তর :
(A) উত্তরাখণ্ড

  • রাজনাথ সিং একচেটিয়া ভাবে সম্প্রতি উত্তরাখণ্ডের জন্য একটি নতুন ডিফেন্স এস্টেট সার্কেল তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন।

৫. মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (MIFF) এর ১৭ তম সংস্করণে ‘কান্ট্রি অফ ফোকাস’ হিসেবে কোন দেশকে বেছে নেওয়া হয়েছে?

(A) মালদ্বীপ
(B) ইজরায়েল
(C) বাংলাদেশ
(D) রাশিয়া

উত্তর :
(C) বাংলাদেশ

  • মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (MIFF) এর ১৭ তম সংস্করণ ২৯শে মে থেকে ৪ঠা জুন ২০২২ পর্যন্ত মুম্বাইয়ের নেহেরু সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
  • বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটিকে ‘কান্ট্রি অব ফোকাস’ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

৬. কোন ভারতীয় তথ্যচিত্র (Documentary) সম্প্রতি L’OEil d’Or পুরস্কারে সম্মানিত হয়েছে?

(A) The Janes
(B) All That Breathes
(C) The Occupied City
(D) We Need to Talk About Cosby

উত্তর :
(B) All That Breathes

  • চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের তথ্যচিত্র “All That Breathes” ২০২২ সালের L’OEil d’Or পুরস্কারে সম্মানিত হয়েছে।
  • L’OEil d’Or পুরস্কার, যা Golden Eye Award নামেও পরিচিত।
  • পুরস্কারের মধ্যে রয়েছে 5,000 ইউরোর নগদ পুরস্কার।

৭. কাকে সম্প্রতি LOKPAL এর অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) প্রদীপ কুমার মোহান্তি
(B) যোগেশ্বর দত্ত
(C) অজয় কিষান
(D) বীরেন্দ্র রায়

উত্তর :
(A) প্রদীপ কুমার মোহান্তি

  • একটি লোকপাল হল একটি দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ বা সংস্থা যারা ভারতীয় প্রজাতন্ত্রে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে।
  • LOKPAL এ একজন চেয়ারপারসন ও ৮ জন সদস্য থাকেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button