প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – General Awareness Question Answers
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – General Awareness Question Answers
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থেকে সংগ্রহ করা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো উত্তরসহ দেওয়া রইলো । প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান, General Awareness Question Answers One Liners .
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১
১. বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় ➟ ৭ই এপ্রিল
২. হাইড্রোজেন বোম্ব-এর জনক বলা হয় ➟ এডওয়ার্ড টেলারকে
৩. আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় ➟ ৮ই মার্চ
৪. লিঙ্গরাজ মন্দির অবস্থিত ➟ ভুবনেশ্বরে
৫. ম্যাকাওয়ের মুদ্রার নাম ➟ পাটাকা
৬. ভারতীয় ব্যাংকগুলির প্রথম জাতীয়করণ হয় ➟ ১৯৬৯ খ্রিস্টাব্দের ১৯সে এপ্রিল, ১৪ টি ব্যাঙ্ক
৭. বাংলাদেশের মুদ্রার নাম ➟ বাংলাদেশী টাকা
৮. হায়দ্রাবাদের যমজ শহর ➟ সেকেন্দ্রাবাদ
৯. বাংলাদেশে গঙ্গা ➟ পদ্মা নাম পরিচিত
১০. Good Earth গ্রন্থটির লেখক ➟ Pearl S. Buck
Also Check : PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ২
১১. আসামের প্রধান উৎসব ➟ বিহু
১২. অর্জুন পুরস্কার চালু হয় ➟ ১৯৬১ খ্রিস্টাব্দে
১৩. মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম অবস্থিত ➟ নতুন দিল্লিতে
১৪. প্রথম রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা পুরস্কার পান ➟ মাদার টেরিজা
১৫. চকমা উদবাস্তুরা আসে ➟ বাংলাদেশ থেকে আসে
১৬. “A Secular Agenda” – বইটি লেখেন ➟ অরুন সুরি
১৭. Tee শব্দটি যুক্ত ➟ গল্ফ খেলার সাথে
১৮. প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান ➟ দেবিকা রানী
১৯. ক্রিকেট বলের ওজন ➟ ৫.৫ আউন্স / ১৫৫.৯৯ গ্রাম
২০. “ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট” অবস্থিত ➟ হায়দ্রাবাদে
Also Check : ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৩
২১. বিশ্ব এইডস ( AIDS ) দিবস পালন করা হয় ➟ ১লা ডিসেম্বর
২২. ভারতীয় সেনাবাহিনীর মোটো ➟ “Service Before Self”
২৩. “The Making of Mahatma” সিনেমাটির পরিচালক ➟ শ্যাম বেনেগাল
২৪. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় ➟ ৯ই জানুয়ারী
২৫. UNICEF ( United Nations International Children’s Emergency Fund ) – এর সফর দপ্তর হল ➟ নিউইয়র্ক , ১৯৪৬ সাল থেকে শুরু হয়
২৬. GATT কে প্রতিস্থাপিত করে WTO ➟ ১৯৯৫ সালের ১লা জানুয়ারী
২৭. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ➟ ভ্যাটিকান সিটি
২৮. ইরাকের মুদ্রার নাম ➟ ইরকি দিনার
২৯. শীতকালীন অলিম্পিক্স চালু হয় ➟ ১৯২৪ সালে, ফ্রান্সে
৩০. “Double Fault” শব্দটি যুক্ত ➟ টেনিস খেলার সাথে
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৪
৩১. “International Atomic Energy Agency (IAEA)” এর সদর দপ্তর ➟ ভিয়েনা, অস্ট্রিয়াতে, প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৭ সালে
৩২. হোয়াইট হাউস (White House ) হল – ➟ আমেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল বাসস্থান
৩৩. “Fuhrer ” শব্দটির অর্থ ➟ নেতা
৩৪. “Fuhrer” বলে ডাকা হতো – ➟ হিটলারকে
৩৫. ব্ল্যাক প্যাগোডা বলতে বোজানো হয় ➟ কোনারকের সূর্য মন্দিরকে
৩৬. আলবেনিয়ার রাজধানী হল ➟ তিরানা
৩৭. ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ➟ অর্জুন
৩৮. গ্রান্ড স্ল্যাম সিরিজটি ➟ লন টেনিসের
৩৯. বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় ➟ ২৭শে সেপ্টেম্বর
৪০. কাচারী (Kachari ) উপজাতি ➟ আসামের
Also Check : ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৫
৪১. ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয় ➟ লর্ডসে, ১৯৭৫ সালের ৭ই জুন, ভারত ও ইংল্যান্ডের মধ্যে
৪২. “The Child Is Father of the Man” – উক্তিটির প্রবক্তা ➟ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
৪৩. বিশ্ব জনসংখ্যা দিবস ( World Population Day ) পালন করা হয় ➟ ১১ই জুলাই
৪৪. দামোদর ভ্যালি কর্পোরেশন ( DVC ) প্রতিষ্ঠিত হয় ➟ ১৯৪৮ সালের ৭ই জুলাই
৪৫. প্রথম মানববাহী মহাকাশযান যেটি চাঁদে অবতরণ করেছিল ➟ অ্যাপোলো ১১ ( Apollo 11 )
৪৬. রেবিস দিবস পালন করা হয় ➟ ২৮শে সেপ্টেম্বর
৪৭. মিং রাজবংশের তৈরী চীনের প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ➟ ৬০০০ কিমি
৪৮. UNHCR ( United Nations High Commissioner for Refugees ) গঠিত হয় ➟ ১৯৫০ সালের ১৪ই ডিসেম্বর
৪৯. UNHCR – এর সদর দপ্তর রয়েছে ➟ সুইজারল্যান্ডের জেনেভাতে
৫০. আন্তর্জাতিক বিচারালয়ের প্রথম ভারতীয় বিচারক হলেন ➟ মহারাজা শ্রী নগেন্দ্র সিং
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৬
৫১. নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ➟ ফ্রান্সের নাগরিক
৫২. ভারতের প্রথম কৃত্রিম উপগ্ৰহ ➟ আর্যভট্ট ( ১৯৭৫ সাল)
৫৩. “The Ground Beneath Her Feet ” – বইটির লেখক ➟ সালমান রুশদি
৫৪. রেলওয়ে রিক্রুটমেন্ট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয় ➟ ১৯৯৮ খ্রিস্টাব্দে
৫৫. Cubism – এর আবিষ্কর্তা ➟ পাবলো পিকাসো
৫৬. নাসিক অবস্থিত ➟ গোদাবরী নদীর তীরে
৫৭. লাক্ষাদ্বীপের রাজধানী ➟ কাভারাত্তি
৫৮. “Playground of Europe ” বলা হয় ➟ সুইজারল্যান্ডকে
৫৯. প্রাচীন অলিম্পিক চালু হয় ➟ গ্রীসে ( ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে )
৬০. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ➟ গেস্টাপো
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৭
৬১. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন ➟ আব্রাহাম লিঙ্কন
৬২. নেলসন ম্যান্ডেলার ডাক নাম ➟ ম্যাদিবা
৬৩. “লৌহমানবী” বলে পরিচিত ➟ মার্গারেট থ্যাচার
৬৪. “ব্ল্যাকহোল” থিওরির প্রবক্তা ➟ স্টিফেন হকিংস
৬৫. রেড ক্রসের প্রতিষ্ঠাতা ➟ জ্যঁ হেনরি ডুনাল্ট
৬৬. “সিটি অব গড” গ্রন্থের লেখক ➟ সেন্ট অগাস্টিন
৬৭. পশ্চিমবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন ➟ আবু বরকত আলি গনিখান চৌধুরী
৬৮. ভারতীয় রেলের ম্যাসকট ➟ ভোলু দ্য গার্ড
৬৯. সিংকোনা গাছ থেকে যে উপক্ষার পাওয়া যায় ➟ কুইনাইন
৭০. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত ➟ অসমে
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৮
৭১. নিউইয়র্ক যে নদীর তীরে অবস্থিত ➟ হাডসন
৭২. লেখার চক আসলে ➟ ক্যালসিয়াম কার্বোনেট
৭৩. ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক ➟ মহাত্মা গান্ধী
৭৪. “A long walk to freedom” গ্রন্থটির রচয়িতা ➟ নেলসন ম্যান্ডেলা
৭৫. বারাক ওবামা শান্তিতে নোবেল পান ➟ ২০০৯ সালে
৭৬. “এনথ্র্যাক্স” রোগের প্রতিষেধক আবিষ্কারক ➟ লুই পাস্তুর
৭৭. “লেডি উইথ দ্য ল্যাম্প” উপাধি পান ➟ ফ্লোরেন্সন নাইটিঙ্গেল
৭৮. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ➟ ইসাবেলা পেরন ( আর্জেন্টিনা)
৭৯. “দ্য লাস্ট সাপার” চিত্রটির চিত্রকর ➟ লিওনার্দো দ্য ভিঞ্চি
৮০. ওয়াটার গেট কেলেংকালীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট ➟ রিচার্ড নিক্সন
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৯
৮১. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ➟ জন মাথাই
৮২. টেলিভিশনে যে ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ➟ মাইক্রোওয়েভ
৮৩. ১৮ বছর বয়সে ভোটাধিকার কার্যকরী হয় ➟ ১৯৮৯ খ্রিস্টাব্দ থেকে
৮৪. The Environmental Protection Act of India – চালু হয় কত সাল থেকে ? ➟ ১৯৮৬
৮৫. MBBS – এর পুরো অর্থ ➟ ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি
৮৬. চিঠিপত্র পাঠাতে যে PIN লাগে তার পুরো অর্থ ➟ পোস্টাল ইনডেক্স নাম্বার
৮৭. সৈরন্ধী বনম নামে পরিচিত ➟ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক
৮৮. UPSC – এর চেয়ারম্যানকে নিযুক্ত করেন ➟ রাষ্ট্রপতি
৮৯. রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর ➟ নিউ ইয়র্ক
৯০. জাপানের মুদ্রার নাম ➟ জাপানি ইয়েন
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১০
৯১. ফরাসি পর্যটক যারা শাহজাহানের রাজসভায় এসেছিলেন ➟ বার্নিয়ে এবং টাভারনিয়ে
৯২. WHO-এর একমাত্র এবং প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হলেন ➟ রাজকুমারী অমৃত কৌর
৯৩. ভারতে প্রথম পরীক্ষামূলক টেলিভিশন ব্রডকাস্ট শুরু হয় ➟ ১৫ই সেপ্টেম্বর, ১৯৫৯ খ্রিস্টাব্দে
৯৪. ইন্টারপোলের সদর দপ্তর ➟ ফ্রান্সের লিওন
৯৫. ডোগরি ভাষাটি প্রধানত ➟ জম্মু ও কাশ্মীরের
৯৬. গুড ফ্রাইডে পালন করা হয় ➟ যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার স্মৃতিতে
৯৭. সুইডেনের মুদ্রা হল ➟ ক্রোনা ( Krona )
৯৮. হোমিওপ্যাথি চিকিৎসার উৎপত্তি ➟ জার্মানিতে
৯৯. ধূমকেতু Shoemaker Levy -৯ এর একটি অংশ ➟ বৃহস্পতি গ্রহে আছড়ে পড়েছিল
১০০. প্রথম বিজবিহীন আম উৎপন্ন হয় ➟ ভারতে
To check our latest Posts - Click Here