General Knowledge Notes in BengaliNotes

অর্জুন পুরস্কার ২০১৮

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, অর্জুন পুরস্কার ২০১৮

২০১৮ সালে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ দ্বারা প্রদত্ত বিভিন্ন জাতীয় ক্রীড়া পুরোস্কারগুলির লিস্ট নিচে দেওয়া রইলো |

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার :

ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানRajiv Gandhi Khel Ratna Award.jpg

  • পুরস্কারটি শুরু হয় – ১৯৯১ সালে
  • প্রথম পুরস্কার প্রাপক – বিশ্বনাথ আনন্দ

২০১৮ সালে প্রদত্ত রাজীব গান্ধী পুরস্কার প্রাপকদের নাম নিচে দেওয়া রইলো –

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – ২০১৮
বিরাট কোহলিক্রিকেট
মীরাবাঈ চানুভারোত্তলন

 

দ্রোণাচার্য পুরস্কার
Dronacharya Award.jpg

  • ভারতীয় ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান
  • পুরস্কারটি শুরু হয় – ১৯৮৫ সালে
  • প্রথম পুরস্কার প্রাপক – ভালচন্দ্র ভাস্কর ভাগবত, ওম প্রকাশ ভরদ্বাজ, ও. এম. নামিবিয়ার

২০১৮ সালে প্রদত্ত দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের নাম নিচে দেওয়া রইলো –

দ্রোণাচার্য পুরস্কার – ২০১৮
সি এ কুটাপ্পাবক্সিং
বিজয় শর্মাভারোত্তলন
এ শ্রীনিবাস রাওটেবিল টেনিস
সুখদেব সিং পান্নুঅ্যাথলেটিক্স
ক্লারেন্স লোবোহকি
তারক সিনহাক্রিকেট
জীবন কুমার শর্মাজুডো
ভি আর বীদুঅ্যাথলেটিক্স




অর্জুন পুরস্কার
Arjun Award.jpg

  • ক্রীড়া জগতে তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কারটি ভারতীয় ক্রীড়াবিদদের দেওয়া হয়
  • পুরস্কারটি শুরু হয় – ১৯৬১ সালে
  • প্রথম পুরস্কার প্রাপক – গুর্বাচন সিংহ রান্ধবা

২০১৮ সালে প্রদত্ত অর্জুন পুরস্কার প্রাপকদের নাম নিচে দেওয়া রইলো

পুরস্কার প্রাপকখেলা
1নীরজ চোপড়াঅ্যাথলেটিক্স
2জিনসন জনসনঅ্যাথলেটিক্স
3হিমা দাসঅ্যাথলেটিক্স
4এন সিক্কি রেড্ডিব্যাডমিন্টন
5সতীশ কুমারবক্সিং
6স্মৃতি মান্ধানাক্রিকেট
7শুভঙ্কর শর্মাগল্ফ
8মনপ্রীত সিংহকি
9সবীতাহকি
10রবি রাঠৌরপোলো
11রহি সার্নোবাতশুটিং
12অঙ্কুর মিত্তলশুটিং
13শ্রেয়সী সিংশুটিং
14মনিকা বাত্রাটেবিল টেনিস
15জি সত্যেনটেবিল টেনিস
16রোহন বপান্নাটেনিস
17সুমিতরেসলিং
18পুজা কাদিয়ানউশু
19অঙ্কুর ধামাপ্যারা অ্যাথলেটিক্স
20মনোজ সরকারপ্যারা ব্যাডমিন্টন

 

ধ্যানচাঁদ পুরস্কার
Dhyan Chand Award.jpg

  • ক্রীড়া জগতে খেলোয়াড়দের জীবনভর পরিশ্রম ও অবদানের স্বীকৃতি হিসাবে এই পুরস্কারটি দেওয়া হয়
  • পুরস্কারটি শুরু হয় – ২০০২ সালে
  • প্রথম পুরস্কার প্রাপক – সাহারাজ বিরাজদর, অশোক দিওয়ান, অপর্ণা ঘোষ

২০১৮ সালে প্রদত্ত ধ্যানচাঁদ পুরস্কার প্রাপকদের নাম নিচে দেওয়া রইলো

ধ্যানচাঁদ পুরস্কার ২০১৮
সত্যদেব প্রাসাদআর্চারি
ভারত কুমার ছেত্রীহকি
ববি এলোয়শিয়াসঅ্যাথলেটিক্স
চৌগালে দাদু দত্তাত্রেয়রেসলিং


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button