NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতীয় মুদ্রার প্রাদেশিক নাম

Regional Names of Indian Currency

ভারতীয় মুদ্রার প্রাদেশিক নাম

“টাকা” – আমাদের দেশের মুদ্রার নাম। কিন্তু তার সাথে আমরা এটাও জানি যে ভারতে নানা ভাষা নানা মত নানা পরিধান। তাই ভাষাবিশেষে ভারতের মুদ্রার নামও বিভিন্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় মুদ্রার প্রাদেশিক নাম । অর্থাৎ ভারতের কোন অঞ্চলে ভারতীয় মুদ্রাকে কি বলে ডাকা হয়।

ভারতীয় টাকায় সর্বমোট সতেরোটি ভাষায় টাকার নাম লেখা থাকে। আজ আমরা দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষায় “টাকা”কে কী কী নামে ডাকা হয়। 

বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা নাম তালিকা – PDF

উপরের চিত্রে ভাষাগুলি ক্রমান্বয়ে হল – অসমীয়া, বাংলা, গুজরাতি, কন্নড, কাশ্মীরী, কোঙ্কণী, মালয়ালম, মরাঠি, নেপালি, ওডিয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলুগু, এবং উর্দু।

সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত সরকারি ভাষাসমূহ – PDF

ভাষা / নামের তালিকাঃ

ভাষা“টাকা”র নামবাংলায় প্রতিবর্ণীকরণ (transliteration)রাজ্য / কেন্দ্রশাসিত ক্ষেত্র
অসমীয়াটকাটকাঅসম
ইংরেজিRupeeরুপিসমগ্র ভারত
উর্দুروپیہরুপিয়াবিহার, দিল্লি, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ
ওডিয়াଟଙ୍କାটঙ্কাওডিশা
কন্নডರೂಪಾಯಿ রূপায়িকর্ণাটক
কাশ্মীরীرۄپَےরুপয়জম্মু ও কাশ্মীর
কোঙ্কণীरुपयाরুপয়াগোয়া
গুজরাতিરૂપિયોরুপিয়োগুজরাত
তামিলரூபாய்রূপায়তামিল নাড়ু, পুদুচেরি
তেলুগুరూపాయిরূপায়িঅন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা
নেপালিरुपियाँ রুপিয়াঁসিকিম, পশ্চিমবঙ্গ
পাঞ্জাবিਰੁਪਏরুপএদিল্লি, হরিয়ানা, পাঞ্জাব
বাংলাটাকাটাকাপশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, আন্দামান ও নিকোবার 
মরাঠিरुपयाরুপয়ামহারাষ্ট্র
মালয়ালমരൂപরূপকেরল, লক্ষদ্বীপ
সংস্কৃতरूप्यकम्রূপ্যকম্‌উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ
হিন্দিरुपयाরুপয়াসমগ্র ভারত

To check our latest Posts - Click Here

Telegram

কুদ্দুস ভাই

World History, Content Writer @ www.banglaquiz.in

Related Articles

Back to top button