WBP Constable Recruitment Exam 2021 – Questions Paper and Answer Key
West Bengal Police Constable Recruitment Exam 2021
WBP Constable Recruitment Exam 2021 – Questions Paper and Answer Key
WBP Constable Recruitment Exam 2021 (Preliminary ) এর Questions Paper এবং Answer Key দেওয়া রইলো ।
WBP Constable Preliminary 2021 Questions Paper, WBP Constable Exam 2021 Solution, WBP 2021 Answer Key, WBP Constable 2021 Answer Key
আরও দেখে নাও :
- West Bengal Police Constable Previous Years Question Papers
- WBCS Preliminary 2021 Question Paper and Answer Key PDF Download
- WBPSC Motor Vehicle Inspector(MVI) Exam Answer key 2020
- PSC Miscellaneous Main Examinations – 2004 – Questions Paper and Answer Key
- PSC Miscellaneous Answer Key 2020
- WBCS Preliminary 2020 – Answer Key
WBP Constable Recruitment Exam Details
Authority name | West Bengal Police Recruitment Board [WBPRB] |
Post name | Constable |
Total vacancy | 7440 |
State | West Bengal |
Exam date | 26 Sept 2021 |
Official Website | wbpolice.gov.in |
Download Section :
File Name | |
File Size | |
Format | |
No. of Pages | |
Exam date | 26 Sept 2021 |
Download Link | Click Here to Download |
Video Answer Key :
(Unofficial )
General Knowledge – Detailed Solution
(A) সামান্য শীতল
(B) অত্যধিক উষ্ণ
(C) সামানা উষ্ণ
(D) অত্যধিক শীতল
২. কোন মােগল সম্রাট দীন-ই-ইলাহি প্রচলন করেন ?
(A) জাহাঙ্গীর
(B) শাহজাহান
(C) হুমায়ুন
(D) আকবর
৩. কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস (Police Day) রূপে পালিত হয় ?
(A) 15 আগস্ট
(B) 1 সেপ্টেম্বর
(C) 30 সেপ্টেম্বর
(D) 31 আগস্ট
৪. নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার (Denmark) উপনিবেশ ছিল।
(A) শ্রীরামপুর, হুগলি
(B) চুঁচুড়া , হুগলি
(C) চন্দননগর, হুগলি
(D) ব্যারাকপুর, উত্তর 24 পরগনা
৫. কত সালে সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল?
(A) 1936
(B) 1916
(C) 1926
(D) 1946
৬. বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প (Buxa Tiger Reserve) পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
(A) দার্জিলিং
(B) জলপাইগুড়ি
(C) আলিপুরদুয়ার
(D) দক্ষিণ 24 পরগনা
৭. SVEEP Program কী ?
(A) Senior Voters’ Encouragement and Electoral Participation Program
(B) Senior Voters’ Education and Electoral Participation Program
(C) Systematic Voters’ Education and Electoral Participation Program
(D) Systematic Voters’ Encouragement and Electoral Participation Program
৮. কলমকারি চিত্রশৈলী (painting) কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল?
(A) গুজরাট
(B) রাজস্থান
(C) অন্ধ্রপ্রদেশ
(D) মধ্যপ্রদেশ
৯. কেরালায় নতুন ফসল তােলার উৎসবের নাম কী?
(A) বৈশাখী
(B) বিহু
(C) ওনাম
(D) ওচিরা কালি
১০. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল?
(A) প্রাকৃত
(B) হিন্দি
(C) পালি
(D) সংস্কৃত
১১. মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কী?
(A) কমলা হ্যারিস
(B) ডিক চেনি
(C) মাইক পেন্স
(D) জো বাইডেন
১২. HIDCO-র সম্পূর্ণ রূপ কী?
(A) Housing Infrastructure Development Corporation
(B) Housing Infrastructure Development Construction Officer
(C) Housing Improvement Development Corporation
(D) Housing Interest Deduction Controlling Officer
১৩. নিম্নোক্ত কোনটি শক্তির (energy) একক নয়?
(A) ক্যালরি (Calorie)
(B) আর্গ (erg)
(C) জুল (Joule)
(D) পাস্কাল (Pascal)
১৪. অসম (odd) শব্দটি চিহ্নিত করুন :
(A) Trivial
(B) Tiny
(C) Big
(D) Small
১৫. উইংস অফ ফায়ার (Wings of Fire) কার আত্মজীবনী?
(A) সুভাষ চন্দ্র বােস
(B) প্রণব মুখার্জী
(C) ইন্দিরা গান্ধী
(D) এ পি জে আব্দুল কালাম
১৬. জাতীয় প্ল্যানিং কমিশন (Planning Commission) কোন সালে স্থাপিত হয় ?
(A) 1948
(B) 1949
(C) 1951
(D) 1950
১৭. পশ্চিমবঙ্গের রাজ্য পশু (State animal) কী?
(A) মেছাে বিড়াল
(B) গন্ধগােকুল
(C) রয়্যাল বেঙ্গল টাইগার
(D) মেছাে কুমির
১৮. ‘Amphan’ নামটি কোন দেশ দিয়েছিল?
(A) থাইল্যান্ড
(B) পাকিস্তান
(C) বাংলাদেশ
(D) নেপাল
১৯. কোন সালে ভারত প্রথম T-20বিশ্বকাপজয়ী হয়েছিল?
(A) 2009
(B) 2003
(C) 2007
(D) 2005
২০. সিন্ধু সভ্যতার উল্লেখযােগ্য বন্দর কোনটি ছিল ?
(A) সুরকোটারা
(B) লােথাল
(C) কালিবঙ্গান
(D) ঢােলাভিরা
২১. লেন্সের ক্ষমতার (power) একক কী?
(A) ডায়পটার
(B) ওয়াট
(C) মিটার
(D) সেন্টিমিটার
২২. L.P.G. সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে?
(A) বিউটেন ও প্রােপেন
(B) আইসােবিউটেন ও প্রােপেন
(C) বিউটেন এবং আইসােবিউটেন
(D) বিউটেন, আইসােবিউটেন এবং প্রােপেন
২৩. 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (ICC Mens Cricket World Cup, 2023) কোন দেশে অনুষ্ঠিত
(A) দক্ষিণ আফ্রিকা
(B) ভারতবর্ষ
(C) অস্ট্রেলিয়া
(D) ইংল্যান্ড
২৪. প্রখ্যাত বাংলা উপন্যাস ‘প্রথম প্রতিশ্রুতি’ কার লেখা?
(A) আশাপূর্ণা দেবী
(B) সুনীল গঙ্গোপাধ্যায়
(C) লীলা মজুমদার
(D) মহাশ্বেতা দেবী
২৫. ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন?
(A) নাগপুর
(B) করাচি
(C) অমরাবতী
(D) বেলগাঁও
২৬. নিম্নোক্ত কোনটি একটি Operating System (OS) নয়?
(A) ওরাকল (Oracle)
(B) ডস (DOS)
(C) উইন্ডােজ (Windows)
(D) লিনাক্স (Linux)
২৭. নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় (Autonomous) স্নায়ুতন্ত্রের (Nervous System) দ্বারা নিয়ন্ত্রিত নয় ?
(A) চক্ষু (Eye)
(B) গ্রন্থি (Glands)
(C) হৃদযন্ত্র (Heart)
(D) জরায়ু (Uterus)
২৮. 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী?
(A) পানিপথ
(B) গুরুগ্রাম
(C) সােনপথ
(D) আম্বালা
২৯. টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলীনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা?
(A) আসাম
(B) মিজোরাম
(C) ত্রিপুরা
(D) মণিপুর
৩০. কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে?
(A) ভারতবর্ষ
(B) নরওয়ে
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) চীন
৩১. ক্লোরােফিলে (chlorophyll) নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান ?
(A) ম্যাগনেশিয়াম
(B) বেরিয়াম
(C) বেরিলিয়াম
(D) ক্যালশিয়াম
৩২. নিম্নোক্ত কোনটি রবিশস্য নয় ?
(A) তুলা
(B) গম
(C) সর্ষে
(D) ডাল
৩৩. C++ কী?
(A) একটি অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ
(B) একটি ইনপুট ডিভাইস
(C) একটি অপারেটিং সিস্টেম
(D) একটি প্রােগ্রামিং ল্যাংগুয়েজ
৩৪. 2020 সালে সাহিত্যে নােবেল পুরস্কার কে জিতেছিলেন ?
(A) পিটার হান্ডকে (Peter Handke)
(B) লুইস গ্লাক (Louis Gluck)
(C) বব ডিলান (Bob Dylan)
(D) কাজুও ইশিগুরাে (Kazuo Ishiguro)
৩৫. নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর (Dance form) নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে?
(A) ভারতনাট্যম
(B) মােহিনীআট্টম
(C) কুচিপুড়ি
(D) কথাকলি
৩৬. নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত (adopted) হয়েছিল ?
(A) জানুয়ারি 26, 1949
(B) ডিসেম্বর 31, 1950
(C) নভেম্বর 26, 1949
(D) জানুয়ারি 26, 1950
৩৭. 10° চ্যানেল (10° channel) নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে?
(A) গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ
(B) রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ
(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(D) দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ
৩৮. অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন?
(A) মগধ
(B) অঙ্গ
(C) কোশল
(D) অবন্তী
৩৯. বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ কোন লিপিতে লেখা?
(A) সংস্কৃত
(B) হিন্দি
(C) পালি
(D) প্রাকৃত
৪০. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’-এর অঙ্গীকার নেওয়া হয়েছিল?
(A) হরিপুরা (1934)
(B) লাহাের (1930)
(C) মাদ্রাজ (1927)
(D) কলকাতা (1928)
৪১. কোন মশা ডেঙ্গি (Dengue) রােগ ছড়ায়?
(A) কিউলেক্স
(B) ম্যানসােনিয়া
(C) এডিস
(D) অ্যানােফিলিস
৪২. হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা ‘দাদামণি’ নামে জনপ্রিয় ছিলেন?
(A) উৎপল দত্ত
(B) রাজেশ খান্না
(C) দেব আনন্দ
(D) অশােক কুমার
৪৩. কােন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন ?
(A) সিন্ধু সভ্যতা
(B) মেসােপটেমিয়া সভ্যতা
(C) মিশরীয় সভ্যতা
(D) চৈনিক সভ্যতা
৪৪. বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয় ?
(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) রাজা রামমােহন রায়
(C) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
৪৫. নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ (Data Store) করে ?
(A) RAM
(B) ROM
(C) A.L.U
(D) Cache Memory
৪৬. কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল ?
(A) 2013
(B) 2014
(C) 2012
(D) 2011
৪৭. সিনেমা হলে প্রােজেক্টর (Projector) রূপে কোন লেন্স ব্যবহৃত হয় ?
(A) জুম লেন্স (Zoom lens)
(B) মেনিসকাস লেন্স (Meniscus lens)
(C) উত্তল লেন্স (Convex lens)
(D) অবতল লেন্স (Concave lens)
৪৮. 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন?
(A) রাণী লক্ষ্মী বাঈ
(B) নানা সাহিব
(C) দ্বিতীয় বাহাদুর শাহ
(D) বেগম হজরত মহল
৪৯. 2020 সালে তিরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন?
(A) ধর্মেন্দ্র তিওয়ারি
(B) শিব সিংহ
(C) যশপাল রাণা
(D) নরেশ কুমার
৫০. অলিম্পিক-এর প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ?
(A) সবুজ
(B) কালাে
(C) নীল
(D) হলুদ
৫১. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি ?
(A) ভূতনি সেতু (B)
(B) রবীন্দ্র সেতু (Howrah Bridge)
(C) ফরাক্কা সেতু
(D) জয়ী সেতু
To check our latest Posts - Click Here