Geography NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতি – PDF Download

Types of Agriculture

বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতি

ভারতের যে বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতি লক্ষ্য করা যায় তার

১. Floricultureবাণিজ্যনির্ভর ফুলের চাষ

২. Horticulture : আধুনিক  পদ্ধতিতে ও বৃহদায়তনে ফুল, ফল ও  সব্জির চাষ

৩. Pomum Culture : সারা বছর হয় এমন ফলের চাষ

৪. Olericulture : শাকসবজির চাষ

৫. Viticulture : আঙুরের চাষ

দেখে নাওপশ্চিমবঙ্গের কৃষি সংক্রান্ত তথ্যাবলী –  PDF

৬. Market Gardening : শ্রম ও মূলধন নির্ভর ফুল, ফল, শাকসবজির বৃহদায়তনে চাষ

৭. Monoculture : একক উদ্ভিদ প্রজাতির বৃহদায়তনে চাষ

৮. Mixed Farming : একই সঙ্গে শস্য উৎপাদন ও পশুপালন

৯. Dairy Farming : দুধ ও দুধজাত দ্রব্য উৎপাদনের জন্য পশুপালন

১০. Sericulture : রেশম চাষ

১১. Silviculture : ব্যাপকভাবে বৃক্ষরোপন

দেখে নাওকৃষি বিল ২০২০ – বিস্তারিত তথ্য – ভালো ও খারাপ দিক

১২. Plantation Farming : বাণিজ্য নির্ভর কোন একটি বিশেষ শস্যের আন্তর্জাতিক চাহিদার ভিত্তিতে চাষ

১৩. Truck Farming : কৃষিক্ষেত্র  থেকে একেবারে শহরের মধ্যে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাক অনেক সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলে এরূপ কৃষিকে বাজার বাগান (Truck Farming ) বলে ।

১৪. Shifting Cultivation : অনুন্নত, অস্থায়ী, প্রাচীন “Slash and Burn” পদ্ধতিতে Shifting Cultivation বা স্থানান্তরিত কৃষি সম্পন্ন হয়। এই ধরণের ব্যবস্থায় প্রতিবছর একই জায়গায় চাষ না করে জায়গা পরিবর্তন করা হয়। এর ফলে ছেড়ে রাখা জায়গা নতুন করে  চাষের উপযুক্ত হয়ে ওঠে। উত্তর-পূর্ব ভারতে এই পদ্ধতিকে ঝুম চাষ বলা হয়।

দেখে নাওস্থানান্তর কৃষির বিবিধ নাম । Shifting Cultivation | PDF

১৫. Nomadic Herding : অন্নুনত উপজাতি দ্বারা, স্থানান্তরি, জীবনধারণাভিত্তিক, পশুপালন ব্যবস্থাকেই Nomadic Herding বা যাযাবরি পশুপালন বলে।

১৬. Transhumance : প্রতিকূল পার্বত্য পরিবেশে পশুর দল নিয়ে মানুষ ঋতু নিয়ন্ত্রিত যাযাবর বৃত্তি গ্রহণে বাধ্য হয়। এই ধরণের পশুপালনকে Transhumance  বা স্থানান্তরি পশুপালন ব্যবস্থা বলা হয়। এই ধরণের পশুপালন কাশ্মীরের গুজ্জর, কুলু উপত্যকার গাদ্দি ইত্যাদি।

১৭. Interculture একই জমিতে একই সঙ্গে বিভিন্ন সারিতে দু-তিন ধরণের শস্য চাষকে Interculture বলে।

১৮. Aquaculture : জলাশয় প্রাণী (স্বাদুজলের মাছ, মুক্তোর চাষ, হাইড্রোপনিক্স অর্থাৎ মাটি ছাড়া চাষ ) ও উদ্ভিদের (ধান, কলমি, পানিফল ) উৎপাদন ব্যবস্থা।

Download Section

File Name :
File Size :
No. of Pages : 02
Format : PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button