Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th June Bengali Current Affairs 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th June Bengali Current Affairs 2021

দেওয়া রইলো ১৭ই জুন – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th June Bengali Current Affairs 2021 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

বাংলা কুইজ ফেসবুক পেজ 

Daily Current Affairs MCQ in Bengali

১. কোন দেশ তার নতুন সংসদ ভবন নির্মাণের জন্য ভারত সরকারের কাছ থেকে ১০৮.২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লাইন অফ ক্রেডিট পেয়েছে?

(A) ইসওয়াতিনি
(B) মালদ্বীপ
(C) সেশেলস
(D) নেপাল

উত্তর :
(A) ইসওয়াতিনি
ইসওয়াতিনি আফ্রিকার ক্ষুদ্রতম দেশ। দেশটি পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।

২. কোন দেশ ‘Shenzhou-12’ নামক একটি মানব মহাকাশ মিশনের পরিকল্পনা করছে ?

(A) চীন
(B) জাপান
(C) তাইওয়ান
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(A) চীন
গোবি মরুভূমি থেকে চীন ‘Shenzhou-12’ নামক একটি মানব মহাকাশ মিশন লঞ্চ করার পরিকল্পনা করেছে । ‘Shenzhou-12’ শব্দটির অর্থ হলো ‘Divine Vessel’ বা স্বর্গীয় জাহাজ ।

৩. ASEAN প্রতিবছর কোন দিনটিতে ডেঙ্গু দিবস পালন করে থাকে ?

(A) জুন ১৫
(B) জুন ১৬
(C) মে ১৬
(D) মে ১২

উত্তর :
(A) জুন ১৫
ASEAN (The Association of Southeast Asian Nations ) প্রতিবছর ১৫ই জুন ডেঙ্গু দিবস পালন করে থাকে । এবছর ASEAN কর্তৃক পালিত ডেঙ্গু দিবসের থিম ছিল – “ASEAN Unite Against Dengue Amidst the Pandemic” । প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত প্রতিবছর ১৬ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালন করে থাকে ।

৪. সম্প্রতি কোন ভারতীয় কুস্তিগীর পোল্যান্ড ওপেন-এ স্বর্ণ পদক জিতে নিয়েছেন ?

(A) ববিতা কুমারী
(B) সাক্ষী মালিক
(C) ভিনেশ ফোগাত
(D) অংশ মালিক

উত্তর :
(C) ভিনেশ ফোগাত
৫৩ কেজির বিভাগে পোল্যান্ড ওপেনে স্বর্ণ পদক জিতে নিয়েছেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাত।

৫. সম্প্রতি নিম্নোক্ত কোন দুটি দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement ) স্বাক্ষর করেছে ?

(A) ভারত ও সিঙ্গাপুর
(B) নিউজিল্যান্ড ও শ্রীলংকা
(C) ব্রিটেন ও অস্ট্রেলিয়া
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র ও জাপান

উত্তর :
(C) ব্রিটেন ও অস্ট্রেলিয়া
ব্রিটেন ও অস্ট্রেলিয়া সম্প্রতি একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement ) স্বাক্ষর করেছে ।

৬. নভি মুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে নতুন নাম কার নামে রাখা হতে চলেছে ?

(A) বাল ঠাকরে
(B) শিবাজী মহারাজ
(C) উদ্ধব ঠাকরে
(D) বল্লভভাই প্যাটেল

উত্তর :
(A) বাল ঠাকরে
শিব সেনা দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাম নভি মুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম রাখা হবে ।

৭. এবার থেকে কোন রাজ্যে রূপান্তরকামীরা পুলিশ ফোর্সে জয়েন করতে পারবে ?

(A) কেরালা
(B) গুজরাট
(C) ওড়িশা
(D) কর্ণাটক

উত্তর :
(C) ওড়িশা
ওড়িশা সরকার সম্প্রতি রূপান্তরকামীদের পুলিশ ফোর্সে জয়েন করার অনুমতি দিয়েছে ।

আরো দেখে নাও

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে 

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

প্রণব মুখোপাধ্যায় –  কিছু জানা অজানা তথ্য

কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

বিভিন্ন সূচকে ভারতের র‌্যাঙ্কিং – ২০২০ । Rank of India

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

Back to top button