Economy

গুরুত্বপূর্ণ স্টক এক্সচেঞ্জ এবং তাদের ইনডেক্স

List of Important Stock Exchanges and Their Indices

গুরুত্বপূর্ণ স্টক এক্সচেঞ্জ এবং তাদের ইনডেক্স

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের গুরুত্বপূর্ণ স্টক এক্সচেঞ্জ এবং তাদের ইনডেক্স তালিকা নিয়ে।

তার আগে দেখে নিয়ে স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর 

স্টক এক্সচেঞ্জ কাকে বলে?

কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ের স্থানকে স্টক এক্সচেঞ্জ বলে।

ব্রোকার কাকে বলে এবং এদের কাজ কি?

স্টক এক্সচেঞ্জের সদস্যদেরকে ব্রোকার বলা হয়। তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হয়ে কমিশনের বিনিময়ে শেয়ার ক্রয়-বিক্রয় এদের মূল কাজ।

স্টক কি?

কোন কোম্পানির বিক্রিত শেয়ার সমূহের মূল্যকে স্টক বলে।

ব্লু চিপস কি?

যে সব কোম্পানির শেয়ার বিভিন্ন কারণে বাড়তেই থাকে, সেগুলোকে ব্লু চিপ কোম্পানি এবং তাদের শেয়ারকে ব্লু চিপ বলে।

রাইট শেয়ার কাকে বলে?

জনসাধারণের জন্য ইস্যু করার পূর্বে যখন কোন কোম্পানি শেয়ার হোল্ডারদের শেয়ার কেনার প্রস্তাব দেয়, তখন এই শেয়ারকে রাইট শেয়ার বলে।

Dividend বা লভ্যাংশ কাকে বলে?

শেয়ার হোল্ডারদের মাঝে বন্টনকৃত কোম্পানির লাভের অংশকে Dividend বা লভ্যাংশ বলে।

স্টক এক্সচেঞ্জ ও তাদের ইনডেক্স তালিকা 

স্টক এক্সচেঞ্জদেশইনডেক্স
বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE )ভারতসেনসেক্স (SENSEX )
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE )ভারতনিফটি ৫০ (Nifty 50 )
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE )মার্কিন যুক্তরাষ্ট্রডিজে (DJ – Dow Jones )
ন্যাশনাল এসোসিয়েশন অফ সিকিউরিটিজ ডিলারস অটোমেটেড কোটেশনস (NASDAQ )মার্কিন যুক্তরাষ্ট্রNASD 100
টোকিও স্টক এক্সচেঞ্জজাপানNikkei 225
কোরিয়া স্টক এক্সচেঞ্জদক্ষিণ কোরিয়াKospi
সাংহাই স্টক এক্সচেঞ্জচীনComposite Index
সেনজেন স্টক এক্সচেঞ্জচীনComposite Index
জার্মান স্টক এক্সচেঞ্জজার্মানিDAX (Deutscher Aktien Index )
হংকং স্টক এক্সচেঞ্জচীনHang Seng
সিঙ্গাপুর এক্সচেঞ্জ (SGX )সিঙ্গাপুরSTI (Straits Times Index)
লন্ডন স্টক এক্সচেঞ্জ (LSE )ইংল্যান্ডFTSE 100
ফ্রান্স স্টক এক্সচেঞ্জফ্রান্স
CAC- 40 (Cotation Assistee en Continuo)
বিশ্বের গুরুত্বপূর্ণ স্টক এক্সচেঞ্জ

আরও দেখে নাও :

একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা | Five Years Plan of India

বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন

কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প । Government Schemes – PDF

বিভিন্ন ধরণের অর্থনৈতিক ক্ষেত্র – Sectors of Economics

ভারতের অর্থ কমিশন ।Finance Commission in India

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button