ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা – PDF
Bharat Ratna Award: List of winners
ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি এখনো পর্যন্ত ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা (Bharat Ratna Award: List of winners ) । তার আগে আমরা একটু ভারতরত্ন পুরস্কার সম্পর্কে কিছু তথ্য জেনে নেবো ।
আরও দেখে নাও :
- বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – PDF
- পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
- ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020
- দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা – PDF
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films
- নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF
- পুরস্কারের সূচনাকাল ( PDF )
ভারতরত্ন পুরস্কার কি ?
ভারতরত্ন হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান।
ভারতরত্ন পুরস্কার কেন দেওয়া হয় ? / ভারতরত্ন পুরস্কার কাদের দেওয়া হয় ?
জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে “সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা/কার্যের স্বীকৃতি স্বরূপ” এই সম্মান প্রদান করা হয়। প্রথম দিকে এই সম্মান কেবলমাত্র শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও জনসেবায় বিশেষ কৃতিত্বের অধিকারীদেরই দেওয়া হত। কিন্তু ২০১১ সালের ডিসেম্বর মাসে ভারত সরকার এই সম্মান প্রাপ্তির ক্ষেত্রে “মানবিক কৃতিত্বের যে কোনো ক্ষেত্র” নামে আরো একটি শর্ত যুক্ত করে ।
ভারতরত্ন পুরস্কারটি কি রকম দেখতে ?
পদকটি একটি অশ্বত্থ পাতার আকৃতিবিশিষ্ট। পদকটিতে প্ল্যাটিনামের বেড় দেওয়া থাকে। সামনের দিকে প্ল্যাটিনামে নির্মিত সূর্যের প্রতিক চিহ্নটি বর্তমান। সামনের দিকে দেবনাগরী হরফে “ভারতরত্ন” কথাটি খচিত।
ভারতরত্ন পুরস্কারটি কি দিয়ে তৈরী ?
ভারতরত্ন পুরস্কারটি ব্রোন্জে দিয়ে তৈরী ।
ভারতরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা
ক্রমঃ | নাম | সাল | বিবরণ |
---|---|---|---|
১ | চক্রবর্তী রাজাগোপালআচারি | ১৯৫৪ | ভারতের শেষ গভর্নরজেনারেল |
২ | চন্দ্রশেখৰ ভেঙ্কটরমন | ১৯৫৪ | পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী |
৩ | ড: সর্বপল্লি রাধাকৃষ্ণন | ১৯৫৪ | ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি |
৪ | ভগবান দাস | ১৯৫৫ | স্বাধীনতা সংগ্রামী ও লেখক |
৫ | এম. বিশ্বস্বরেয়া | ১৯৫৫ | মহীশূরের দেওয়ান, বাস্তুবিদ |
৬ | জওহরলাল নেহেরু | ১৯৫৫ | স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী |
৭ | গোবিন্দ বল্লভ পন্থ | ১৯৫৭ | ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী |
৮ | ধোন্দেকেনাব কার্ভে | ১৯৫৮ | সমাজ সংস্কার ও শিক্ষাবিদ |
৯ | ডা: বিধান চন্দ্র রায় | ১৯৬১ | ভারতের বিখ্যাত চিকিৎসক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী |
১০ | পুরুষোত্তম দাস ট্যান্ডন | ১৯৬১ | শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী |
১১ | ড: রাজেন্দ্র প্রাসাদ | ১৯৬২ | স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি,স্বধীনতা সংগ্রামী |
১২ | ড: জাকির হুসেন | ১৯৬৩ | স্বাধীনতা সংগ্রামী, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি |
১৩ | পুন্ডুরঙ্গ বামান কানে | ১৯৬৩ | ভারতত্ত্ববিদ ও সংস্কৃত সাহিত্যে পন্ডিত |
১৪ | লাল বাহাদুর শাস্ত্রী | ১৯৬৬ | প্রথম মরোণত্তর ভারতরত্নপাপ্ৰক,ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী |
১৫ | ইন্দিরা গান্ধী | ১৯৭১ | ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী |
১৬ | ভি.ভি. গিরি | ১৯৭৫ | শ্রমিক নেতা ও ভারতের চতুর্থ রাষ্ট্রপতি |
১৭ | কে. কামরাজ | ১৯৭৬ | তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
১৮ | মাদার টেরেসা | ১৯৮০ | মিশনারি অফ চ্যারিটি- এর প্রতিষ্ঠাত্রী, শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তা |
১৯ | বিনবো ভাবে | ১৯৮৩ | সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
২০ | খান আব্দুল গফ্ফর খান | ১৯৮৭ | স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় নাগরিক না হয়ে প্রথম উপাধি প্রাপ্ত |
২১ | এম. জি. রামচন্দ্রন | ১৯৮৮ | চিত্রাভিনেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
২২ | বি. আর. আম্বেদকর | ১৯৯০ | ভারতীয় সংবিধানের প্রধান রূপকার, অর্থনীতিবিদ (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
২৩ | নেলসন ম্যান্ডেলা | ১৯৯০ | দক্ষিন আফ্রিকার রাষ্ট্রপতি, দ্বিতীয় অ-নাগরিক ব্যক্তি উপাধি প্রাপ্ত |
২৪ | রাজীব গান্ধী | ১৯৯১ | ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
২৫ | বল্লভ ভাই প্যাটেল | ১৯৯১ | ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
২৬ | মোরারজি দেশাই | ১৯৯১ | স্বাধীনতা সংগ্রামী, ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী |
২৭ | আবুল কালাম আজাদ | ১৯৯২ | ভারতের প্রথম শিক্ষামন্ত্রী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
২৮ | জে. আর. ডি. টাটা | ১৯৯২ | ভারতের বিখ্যাত শিল্পপতি |
২৯ | সত্যজিৎ রায় | ১৯৯২ | বিশ্ববিখ্যাত চলচিত্র পরিচালক, লেখক ও শিল্পী |
৩০ | এ. পি. জে আব্দুল কালাম | ১৯৯৭ | ভারতের বিখ্যাত বৈজ্ঞানিক,একাদশ রাষ্ট্রপতি |
৩১ | গুলজারিলাল নন্দা | ১৯৯৭ | স্বাধীনতা সংগ্রামী, ভারতের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী |
৩২ | অরুণা আসফ আলি | ১৯৯৭ | স্বাধীনতা সংগ্রামী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
৩৩ | এম. এস. শুভলক্ষ্মী | ১৯৯৮ | কর্ণাটকী উচ্চাঙ্গ সঙ্গীতজ্ঞা |
৩৪ | সি. সুব্রমনিয়ম | ১৯৯৮ | স্বাধীনতা সংগ্রামী ও ভারতের কৃষিমন্ত্রী |
৩৫ | জয়প্রকাশ নারায়ণ | ১৯৯৯ | স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
৩৬ | রবিশঙ্কর | ১৯৯৯ | বিশ্ববিখ্যাত সেতার বাদক |
৩৭ | অমর্ত্য সেন | ১৯৯৯ | বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার প্রাপ্ত |
৩৮ | গোপীনাথ বরদলৈ | ১৯৯৯ | অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
৩৯ | লতা মঙ্গেশকর | ২০০১ | ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ |
৪০ | বিসমিল্লা খাঁ | ২০০১ | ভারতীয় উচ্চাঙ্গ সানাই বাদক |
৪১ | ভীমসেন যোশী | ২০০৮ | ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতজ্ঞ |
৪২ | সি. এন. আর. রাও | ২০১৪ | বৈজ্ঞানিক |
৪৩ | সচিন টেন্ডুলকার | ২০১৪ | বিশ্ববিখ্যাত ক্রিকেট খেলোয়াড় |
৪৪ | মদন মোহন মালব্য | ২০১৫ | শিক্ষাবিদ ও রাজনীতিবিদ (মরনোত্তর উপাধি প্রাপ্ত) |
৪৫ | অটলবিহারী বাজপেয়ী | ২০১৫ | ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী |
৪৬ | প্রণব মুখার্জি | ২০১৯ | ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি |
৪৭ | ভূপেন হাজারিকা | ২০১৯ | গায়ক , লেখক ও সঙ্গীতজ্ঞ |
৪৮ | নানাজী দেশমুখ | ২০১৯ | সমাজ সেবি |
প্রশ্নোত্তরে ভারত রত্ন
ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া হয় ?
১৯৫৪ সাল থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয় ।
প্রথম ভারতরত্ন পুরস্কার কে/কারা পান ?
১৯৫৪ সাল থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয়। ১৯৫৪ সালে এই পুরস্কার পান
চক্রবর্তী রাজাগোপালাচারী
সর্বপল্লী রাধাকৃষ্ণণ
চন্দ্রশেখর ভেঙ্কট রামন
প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক কে ?
খান আব্দুর গাফ্ফার খান
কোন বাঙালি প্রথম ভারতরত্ন উপাধি পান ?
ডাক্তার বিধানচন্দ্র রায়
সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক কে ?
শচীন টেন্ডুলকার
ভারতের কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান?
ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ
প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান ?
লাল বাহাদুর শাস্ত্রী
Download Section
- File Name : ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা – বাংলা কুইজ
- File Size : 2.4 MB
- No. of Pages : 05
- Format : PDF
- Langauge : Bengali
- Subject : Bharat Ratna Award Winners List
Covered Topics : Bharat Ratna Award Winners list PDF, bharat ratna winners list, bharat ratna award list pdf, all bharat ratna winners list, ভারত রত্ন বিজেতাদের তালিকা, ভারতরত্ন পুরস্কার বিজয়ীদের তালিকা , Bharat Ratna winners(1954-2021) List PDF in Bengali, ভারাতরত্ন প্রাপকদের তালিকা
To check our latest Posts - Click Here