General Knowledge Notes in BengaliEconomy

বিভিন্ন ধরণের অর্থনৈতিক ক্ষেত্র – Sectors of Economics

Different Sectors of Economics

বিভিন্ন ধরণের অর্থনৈতিক ক্ষেত্র

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন ধরণের অথনৈতিক ক্ষেত্র ( Sector ) সম্পর্কে । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাঝে মধ্যেই এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে ।

অর্থনৈতিক ক্ষেত্রবৈশিষ্ট্যকর্মীদের পরিচিতি
প্রাথমিক ক্ষেত্র
(Primary Sector )
প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ ( কৃষি, পশুপালন, মৎস্য আহরণ ), বনজ এবং খনিজ দ্রব্য সংগ্রহ করাRed Collar Worker
দ্বিতীয় ক্ষেত্র
(Secondary Sector )
যে কোনো দ্রব্যের প্রক্রিয়াকরণ – ছোট বড় সমস্ত শ্রমশিল্প, বাণিজ্যিক কৃষিকাজ ইত্যাদিBlue Collar Worker
তৃতীয় বা সেবা ক্ষেত্র
(Tertiary/ Service Sector )
যে কোনো রকম পরিষেবা প্রদান করা, যেমন – রেল, সড়ক, দূরভাষ, বীমা ও ব্যাঙ্কিং পরিষেবা ইত্যাদিPink Collar Worker
চতুর্থ ক্ষেত্র
(Quaternary Sector )
পেশাদারি ও প্রশাসনিক কাজের উপর গুরুত্ব দেওয়া – তথ্য ও সংবাদ পরিবেশন, শিক্ষাদান, বিনোদনমূলকWhite Collar Worker
পঞ্চম ক্ষেত্র
(Quinary Sector )
উচ্চস্তরের বিশ্লেষণমূলক ও পরিচালনমূলক কাজGold Collar Worker

আরো দেখে নাও :

একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা | Five Years Plan of India

ভারতের অর্থ কমিশন ।Finance Commission in India

বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা | List of Countries, Capitals & Currency | PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button