29th & 30th December Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯ ও ৩০শে ডিসেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (29th & 30th December Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here.
দেখে নাও : 27th & 28th December Current Affairs Quiz 2023 – Bengali
১. উচ্চ-গতির বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণের নাম কী?
(A) এক্সপ্রেস ভারত
(B) ভারত দিব্যা
(C) বন্দে ইন্ডিয়া এক্সপ্রেস
(D) অমৃত ভারত এক্সপ্রেস
- ‘বন্দে ভারতে’র পরে এবার ‘অমৃত ভারত’।
- অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন।
- ট্রেনটি সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তির সহায়ে তৈরি।
- এতই সূক্ষ্ম ও উন্নত এর নির্মাণ যে, এটিকে ‘জার্ক-ফ্রি’ট্রেন হিসেবে ঘোষণা করা হয়েছে।
- সর্বোচ্চ ১৩০ কিলোমিটার।
২. কোন দেশ সম্প্রতি মহাকাশে Long March-11 ক্যারিয়ার রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) জাপান
(C) অস্ট্রেলিয়া
(D) চীন
- চীন সফলভাবে মহাকাশে লং মার্চ-১১ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করেছে।
- চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশে অবস্থিত ইয়াংজিয়াং থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে।
৩. অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশনের নতুন নাম রাখা হয়েছে –
(A) অযোধ্যা ভূমি স্টেশন
(B) রামধাম স্টেশন
(C) রাম জন্মভূমি স্টেশন
(D) অযোধ্যা ধাম স্টেশন
অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশনের নতুন নাম রাখা হয়েছে “অযোধ্যা ধাম” স্টেশন ।
৪. নতুন টেনিস বল T-10 ক্রিকেট টুর্নামেন্টের নাম কি?
(A) টেনিস ক্রিকেট লীগ (TCL)
(B) ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)
(C) টেনিস প্রিমিয়ার লিগ (TPL)
(D) ইন্ডিয়ান স্ট্রিট ক্রিকেট লিগ (ISCL)
- ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL) হল একটি নতুন টেনিস বল T-10 ক্রিকেট টুর্নামেন্ট।
- এই লিগটি স্পেশালিটি হল এটি একটি স্টেডিয়ামের ভিতরে অনুষ্ঠিত হবে।
৫. ISRO-এর তৈরি সফ্টওয়্যার FEAST-এর উদ্দেশ্য কী?
(A) স্ট্রাকচারাল এনালাইসিস
(B) আবহাওয়া ভবিষ্যদ্বাণী
(C) মহাকাশ অনুসন্ধান
(D) স্যাটেলাইট যোগাযোগ
- ISRO-উন্নত সফ্টওয়্যার FEAST-এর উদ্দেশ্য হল স্ট্রাকচারাল এনালাইসিস।
- FEAST – Finite Element Analysis of Structures.
- FEAST রকেট, বিমান, স্যাটেলাইট, বিল্ডিং ইত্যাদি সহ বিভিন্ন কাঠামোর সীমাবদ্ধ উপাদান বিশ্লেষণ (FEA) করার জন্য ডিজাইন করা হয়েছে।
৬. লোহিত সাগরে হুথি হামলা মোকাবেলায় লয়েড জে. অস্টিন ৩ কর্তৃক ঘোষিত বহুজাতিক নিরাপত্তা অভিযানের নাম কি?
(A) Operation Maritime Security
(B) Operation Prosperity Guardian
(C) Operation Guardian Shield
(D) Operation Red Sea Defense
- হাউথিদের ড্রোন এবং মিসাইল হামলায় লোহিত সাগর দিয়ে ইজরায়েলী নৌ-বাণিজ্য স্তব্ধ হয়ে গিয়েছে।
- পরিস্থিতি বেগতিক বুঝে আন্তর্জাতিক নৌ বাণিজ্য সংস্থাগুলি লোহিত সাগর এড়িয়ে যাচ্ছে।
- এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
- এই দাবি তুলেছে আমেরিকা, ইজরায়েল সহ পশ্চিমী দুনিয়ার একটা অংশ।
- নৌ বাণিজ্য সুরক্ষিত রাখতে একাধিক দেশকে নিয়ে গড়া হয়েছে নৌবহর।
- এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান।
৭. ভারতের কোন রাজ্যটি সম্প্রতি দেশের ‘পেট্রো রাজধানী’ হিসাবে স্বীকৃত হয়েছে?
(A) তামিলনাড়ু
(B) রাজস্থান
(C) মহারাষ্ট্র
(D) গুজরাট
বিশ্বের বৃহত্তম তৃণমূল তেল শোধনাগার এবং উল্লেখযোগ্য পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উপস্থিতির কারণে গুজরাটকে দেশের ‘পেট্রো রাজধানী’ হিসাবে স্বীকৃত হয়েছে।
৮. কোন শহর ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসাবে ‘Hain Tayyar Hum’ এর বিশাল সমাবেশের আয়োজন করতে চলেছে ?
(A) দিল্লী
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) নাগপুর
নাগপুরে এটির আয়োজন করা হবে ।
৯. জাপানের H-IIA রকেট মিশনের মূল উদ্দেশ্য কী?
(A) মঙ্গল অনুসন্ধান
(B) চন্দ্রে অবতরণ
(C) স্যাটেলাইট যোগাযোগ
(D) পর্যটন
জাপানের H-IIA রকেট মিশনের মূল উদ্দেশ্য চন্দ্রে অবতরণ ।
চাঁদে অবতরণকারী বিশ্বের পঞ্চম দেশ হওয়ার আশায় জাপানের এইচ-আইআইএ রকেটটি চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে।
১০. IIT-Bombay-এর সহযোগিতায় রিলায়েন্স জিও কোন প্রোগ্রামে কাজ করছে?
(A) Bharat GPT
(B) Techfest
(C) AIOS
(D) IIT Collaboration
রিলায়েন্স জিও ‘ভারত জিপিটি’ প্রোগ্রাম চালু করার জন্য IIT-Bombay-এর সাথে সহযোগিতা করছে।
১১. অ্যাডমিরালদের ইপোলেটসের নতুন ডিজাইনে অষ্টভুজটি কি নির্দেশ করে ?
(A) ঐক্য
(B) শক্তি
(C) দূরদর্শিতা
(D) ঐতিহ্য
অ্যাডমিরালদের ইপোলেটসের নতুন ডিজাইনে অষ্টভুজটি দূরদর্শিতা (Vision) উপস্থাপন করে |
১২. CISF-এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ?
(A) নিনা সিং
(B) মহেন্দর সিং মানরাল
(C) রোহিত কুমার সিং
(D) অনীশ দয়াল সিং
- সিআইএসএফ-এর প্রথম মহিলা DG হলেন নিনা সিং।
- রাজস্থান ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার নিনা।
- তিনি এতদিন সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদে ছিলেন।
- রিপোর্ট অনুযায়ী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এসথার ডুফলোর সঙ্গে দু’টি গবেষণাপত্র প্রকাশ করেছেন নিনা সিং
১৩. মিস অ্যান্ড মিসেস মহারাষ্ট্র ২০২৩ সুন্দরী প্রতিযোগিতায় মিসেস মহারাষ্ট্র ২০২৩ বিভাগে বিউটি উইথ পারপাস (Beauty with Purpose) পুরস্কার কে জিতেছেন?
(A) পল্লবী রাওয়াত
(B) প্রিয়ংশী কাশ্যপ
(C) শালিগা ভাটনগর
(D) যশশ্রী কুলকার্নি পারিখ
এই প্রতিযোগিতায় শালিগা ভাটনগর বিউটি উইথ পারপাস (Beauty with Purpose) পুরস্কার জিতে নিয়েছেন ।
১৪. মুদ্রাস্ফীতি মোকাবেলায় ভারত সরকার কোন ব্র্যান্ড নামে FCI চাল বিক্রি করার পরিকল্পনা করেছে?
(A) Bharat
(B) India’s Pride
(C) Sanskriti
(D) Krishi Shakti
সম্প্রতি ভারত চাল-এর দাম প্রকাশ্যে এসেছে। livemint-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারত চালের দাম হতে চলেছে ২৫ টাকা প্রতি কেজি। সম্প্রতি গোটা দেশে চালের পাইকারি মূল্য বেড়ে হয়েছে ৪৩.৩ টাকা প্রতি কেজি। বর্তমানে ভারত আটা পাওয়া যায় ২৭.৫০ টাকা প্রতি কেজিতে, চানা ডাল পাওয়া যায় ৬০ টাকা প্রতি কেজিতে। আটা ও ডাল বিক্রি হচ্ছে ২০০০টি আউটলেটে। একইভাবে চালও বিক্রি হবে বলে জানা গিয়েছে।
১৫. কোহিনূর গ্রুপকে ২০২৩ সালের সেরা ব্র্যান্ডের পুরস্কার প্রদান করেছেন –
(A) সমীর দেশাই
(B) আর গোপালকৃষ্ণন
(C) কৃষ্ণকুমার গয়াল
(D) প্রশান্ত গোপীনাথ
ক্যাস্ট্রল ইন্ডিয়ার অ-নির্বাহী চেয়ারম্যান আর. গোপালকৃষ্ণান কোহিনূর গ্রুপকে ২০২৩ সালের সেরা ব্র্যান্ডের পুরস্কার প্রদান করেন।
১৬. ইস্পাত উৎপাদনে বর্তমানে বিশ্বে ভারতের স্থান কত ?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
ভারত বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে।
১৭. ইন্ডিয়ান অয়েলের পরবর্তী ডিরেক্টর (HR) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) অঞ্জলি কুমারী
(B) অভিনব সাহু
(C) রশ্মি গোভিল
(D) দিব্যা শর্মা
পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড (PESB) দ্বারা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর ডিরেক্টর (HR) পদের জন্য রশ্মি গোভিলকে সুপারিশ করা হয়েছে।
১৮. ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?
(A) সঞ্জয় গুপ্ত
(B) অজয় সিং
(C) বিবেক শ্রীবাস্তব
(D) সুরেশ কুমার
ক্যাবিনেটের নিয়োগ কমিটি (ACC) গুজরাট ক্যাডারের ১৯৮৯-ব্যাচের আইপিএস অফিসার বিবেক শ্রীবাস্তবকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
১৯. কোন জায়গায় ভারতের প্রথম সাবমেরিন পর্যটন সুবিধা চালু করা হবে?
(A) পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) দ্বারকা, গুজরাট
(C) মুম্বাই, মহারাষ্ট্র
(D) আলেপ্পি, কেরালা
- রোমাঞ্চ ভালবাসেন এমন পর্যটকদের কথা মাথায় রেখেই এ বার ‘সাবমেরিন ট্যুরিজ়ম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। যা ভারতে প্রথম।
- প্রকল্প অনুযায়ী, সাবেমেরিনটি সমুদ্রের ১০০ মিটার নিচে পর্যটকদের নিয়ে যাবে।
- এর ওজন প্রায় ৩৫ টন। একসঙ্গে ২৪ জন পর্যটক নিয়ে জলের নিচে যাবে সাবমেরিনটি।
- আর এই সাবমেরিনের পরিচালনার দায়িত্বে থাকবেন দুইজন অভিজ্ঞ পাইলট এবং একজন পেশাদার ক্রু।
২০. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় BAPS হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন?
(A) মাস্কাট, ওমান
(B) মেরিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
(C) পোর্ট লুইস, মরিশাস
(D) আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
- আবু ধাবিতে তৈরি হয়েছে হিন্দু মন্দির।
- স্বামী ইশ্বরচন্দ্র দাস ও স্বামী ব্রহ্মহরিদাস সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
- ২০২৪ সালের ১৪ই ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন হবে।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে স্বামীনারায়ণ সংস্থা।
To check our latest Posts - Click Here