Current TopicsGeneral Knowledge Notes in Bengali

একনজরে ICC ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ – গুরুত্বপূর্ণ তথ্য – World Cup Cricket 2023

World Cup Cricket 2023 - At a Glance

World Cup Cricket 2023 : সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের ICC একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ৬ বারের জন্য এই কাপ জিতে নিয়েছে। দেখে নেওয়া যাক এই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সম্পর্কিত কিছু গুরত্বপূর্ণ তথ্য

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

আয়োজক দেশভারত
ক্রিকেট বিশ্বকাপ১৩ তম
উদ্বোধনী অনুষ্ঠান৫ই অক্টোবর ২০২৩
অংশগ্রহণকারী দেশ সংখ্যা১০ টি
অংশগ্রহণকারী দেশভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
মোট ম্যাচ৪৮টি
ফাইনাল ম্যাচ১৯শে নভেম্বর ২০২৩
ফাইনাল স্টেডিয়ামনরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
চ্যাম্পিয়নঅস্ট্রেলিয়া
রানার্স আপভারত
সর্বাধীক রানবিরাট কোহলি – ৭৬৫ রান, ১১টি ম্যাচে
সর্বাধিক উইকেটমহম্মদ সামি – ২৪টি উইকেট, ৭টি ম্যাচে
ম্যান অফ দ্য টুর্নামেন্টবিরাট কোহলি (ভারত )
ম্যাচ অফ দ্য ম্যাচ (ফাইনাল )ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া )
সর্বোচ্চ দলীয় রান৪২৮/৫ – দক্ষিণ আফ্রিকা
সর্বনিম্ন দলীয় রান৫৫/১০ – শ্রীলংকা
2023 World Cup Cricket at a Glance
দেখে নাও : ICC ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা – ১৯৭৫ থেকে ২০২৩ – PDF

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য –

  • এই বিশ্বকাপে ভারত প্রথম ১০টি ম্যাচ জেতে কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
  • মাত্র ৭টি ম্যাচ খেলে এই বিশ্বকাপে ২৪টি উইকেট নেন ভারতের মহম্মদ সামি।
  • একক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নিয়ে রেকর্ড করেছেন মহম্মদ সামি। তিনি এই বিশ্বকাপে তিনবার ৫টি উইকেট পেয়েছেন।
  • এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন বিরাট কোহলি – ৭৬৫ । কোনো বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের এটাই সবচেয়ে বেশি রান।
  • অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এই বিশ্বকাপে ২০১ (নট আউট ) করে সর্বোচ্চ রান করেন। বিশ্বকাপে চেস করার সময় এটিই সর্বোচ্চ রান।
  • সবচেয়ে বেশি সংখ্যক হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি (৬টি )।
  • এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারেন ভারতের রোহিত শর্মা – ৩১ টি।
  • এই বিশ্বকাপে সবচেয়ে বেশি চার মারেন ভারতের বিরাট কোহলি – ৬৮ টি।
  • সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (৪টি )।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরি করে রেকর্ড সৃষ্টি করেন বিরাট কোহলি।
  • একদিনের আন্তর্কাতিক ক্রিকেটে ভারতীয় হিসেবে বিশ্বকাপে দ্রুততম ৫০টি উইকেট নিয়েছে মহম্মদ সামি।
  • বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করে (৭টি ) রেকর্ড করেছেন রোহিত শর্মা।
  • দ্রুততম সেঞ্চুরি করে রেকোর্ড করেছেন অস্টেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল । মাত্র ৪০টি বলে ১০০ করেছেন তিনি।
  • বিশ্বকাপের ম্যাচে ৪২৮ করে বিশ্বকাপে দলগত সর্বোচ্চ রান করে রেকর্ড করেছে দক্ষিণ আফ্রিকা।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button