Current TopicsGeneral Knowledge Notes in Bengali
একনজরে ICC ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ – গুরুত্বপূর্ণ তথ্য – World Cup Cricket 2023
World Cup Cricket 2023 - At a Glance
World Cup Cricket 2023 : সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের ICC একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ৬ বারের জন্য এই কাপ জিতে নিয়েছে। দেখে নেওয়া যাক এই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সম্পর্কিত কিছু গুরত্বপূর্ণ তথ্য
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
আয়োজক দেশ | ভারত |
ক্রিকেট বিশ্বকাপ | ১৩ তম |
উদ্বোধনী অনুষ্ঠান | ৫ই অক্টোবর ২০২৩ |
অংশগ্রহণকারী দেশ সংখ্যা | ১০ টি |
অংশগ্রহণকারী দেশ | ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড |
মোট ম্যাচ | ৪৮টি |
ফাইনাল ম্যাচ | ১৯শে নভেম্বর ২০২৩ |
ফাইনাল স্টেডিয়াম | নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ |
চ্যাম্পিয়ন | অস্ট্রেলিয়া |
রানার্স আপ | ভারত |
সর্বাধীক রান | বিরাট কোহলি – ৭৬৫ রান, ১১টি ম্যাচে |
সর্বাধিক উইকেট | মহম্মদ সামি – ২৪টি উইকেট, ৭টি ম্যাচে |
ম্যান অফ দ্য টুর্নামেন্ট | বিরাট কোহলি (ভারত ) |
ম্যাচ অফ দ্য ম্যাচ (ফাইনাল ) | ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া ) |
সর্বোচ্চ দলীয় রান | ৪২৮/৫ – দক্ষিণ আফ্রিকা |
সর্বনিম্ন দলীয় রান | ৫৫/১০ – শ্রীলংকা |
দেখে নাও : ICC ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা – ১৯৭৫ থেকে ২০২৩ – PDF
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য –
- এই বিশ্বকাপে ভারত প্রথম ১০টি ম্যাচ জেতে কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
- মাত্র ৭টি ম্যাচ খেলে এই বিশ্বকাপে ২৪টি উইকেট নেন ভারতের মহম্মদ সামি।
- একক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নিয়ে রেকর্ড করেছেন মহম্মদ সামি। তিনি এই বিশ্বকাপে তিনবার ৫টি উইকেট পেয়েছেন।
- এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন বিরাট কোহলি – ৭৬৫ । কোনো বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের এটাই সবচেয়ে বেশি রান।
- অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এই বিশ্বকাপে ২০১ (নট আউট ) করে সর্বোচ্চ রান করেন। বিশ্বকাপে চেস করার সময় এটিই সর্বোচ্চ রান।
- সবচেয়ে বেশি সংখ্যক হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি (৬টি )।
- এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারেন ভারতের রোহিত শর্মা – ৩১ টি।
- এই বিশ্বকাপে সবচেয়ে বেশি চার মারেন ভারতের বিরাট কোহলি – ৬৮ টি।
- সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (৪টি )।
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরি করে রেকর্ড সৃষ্টি করেন বিরাট কোহলি।
- একদিনের আন্তর্কাতিক ক্রিকেটে ভারতীয় হিসেবে বিশ্বকাপে দ্রুততম ৫০টি উইকেট নিয়েছে মহম্মদ সামি।
- বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করে (৭টি ) রেকর্ড করেছেন রোহিত শর্মা।
- দ্রুততম সেঞ্চুরি করে রেকোর্ড করেছেন অস্টেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল । মাত্র ৪০টি বলে ১০০ করেছেন তিনি।
- বিশ্বকাপের ম্যাচে ৪২৮ করে বিশ্বকাপে দলগত সর্বোচ্চ রান করে রেকর্ড করেছে দক্ষিণ আফ্রিকা।
To check our latest Posts - Click Here