General Knowledge Notes in Bengali
ICC ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা – ১৯৭৫ থেকে ২০২৩ – PDF
ICC cricket world cup winners list
ICC ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা : ICC ODI ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৭৫ সালে। প্রথম আইসিসি একদিবসীয় আন্তর্জাতি ক্রিকেট (পুরুষদের ) জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ সালে যখন এই খেলা শুরু হয় তখন কিন্তু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট মানে ৬০ ওভারের খেলা। পরবর্তীকালে ১৯৮৭ সাল থেকে ৬০ ওভার থেকে কমিয়ে এটিকে ৫০ ওভারে নিয়ে আসা হয়। আজকে আমরা দেখে নেবো কোন দেশ কোন বছর ক্রিকেট বিশ্বকাপ নিয়ে নিয়েছিল ও ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি । ICC cricket world cup winners list ।
ODI ক্রিকেট বিশ্বকাপ জয়ীদের তালিকা
কোন বছর কোন দেশ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, সেই বছর আয়োজক দেশ বা রানার্স আপ কে ছিল , তার তালিকা নিচে দেওয়া রইলো ।
সাল | আয়োজক দেশ | বিজেতা | রানার্স আপ | ফলাফল |
---|---|---|---|---|
১৯৭৫ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জেতে |
১৯৭৯ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে জেতে |
১৯৮৩ | ইংল্যান্ড | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ভারত ৪৩ রানে জেতে |
১৯৮৭ | ভারত ও পাকিস্তান | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া ৭ রানে জেতে |
১৯৯২ | অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড | পাকিস্তান | ইংল্যান্ড | পাকিস্তান ২২ রানে জেতে |
১৯৯৬ | পাকিস্তান ও ভারত | শ্রীলংকা | অস্ট্রেলিয়া | শ্রীলংকা ৭ উইকেটে জেতে |
১৯৯৯ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | পাকিস্তান | অস্ট্রেলিয়া ৮ উইকেটে জেতে |
২০০৩ | দক্ষিন আফ্রিকা | অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া ১২৫ রানে জেতে |
২০০৭ | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | শ্রীলংকা | অস্ট্রেলিয়া ৫৩ রানে জেতে |
২০১১ | ভারত ও বাংলাদেশ | ভারত | শ্রীলংকা | ভারত ৬ উইকেটে জেতে |
২০১৫ | অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া ৭ উইকেটে জেতে |
২০১৯ | ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ম্যাচ টাই; বাউন্ডারি গুনে জিতেছে ইংল্যান্ড |
২০২৩ | ভারত | অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া ৬ উইকেটে জেতে |
দেখে নাও : আইসিসি টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা | T20 Cricket World Cup Winners
কোন দেশে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে
দেশ | জিতেছে | সাল |
---|---|---|
অস্ট্রেলিয়া | ৬ বার | ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ২০২৩ |
ওয়েস্ট ইন্ডিজ | ২ বার | ১৯৭৫, ১৯৭৯ |
ভারত | ২ বার | ১৯৮৩, ২০১১ |
পাকিস্তান | ১ বার | ১৯৯২ |
শ্রীলংকা | ১ বার | ১৯৯৬ |
ইংল্যান্ড | ১ বার | ২০১৯ |
দেখে নাও : ফিফা বিশ্বকাপ আয়োজক ও বিজেতাদের তালিকা – List of FIFA Hosts and Winners in Bengali :
Download Section
- File Name: ICC ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের তালিকা – ১৯৭৫ থেকে ২০২৩ – PDF – বাংলা কুইজ
- File Size: 1.4 MB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here