Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th & 18th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ ও ১৮ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (17th & 18th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  16th November Current Affairs Quiz 2023 –  Bengali


১. “Kashmir: Book 3 of The Partition Trilogy” বইটি লিখেছেন –

(A) ইয়ান কার্ডোজো
(B) শিবালিক বক্সী
(C) মনরিত সোধি সোমেশ্বর
(D) রচনা বিশত রাওয়াত

উত্তর
(C) মনরিত সোধি সোমেশ্বর

  • মনরিত সোধি সোমেশ্বর একজন ভারতীয় লেখক।
  • তিনি তার উপন্যাস দ্য লং ওয়াক হোম এবং দ্য তাজ ষড়যন্ত্রের জন্য পরিচিত।
  • সোমেশ্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন ছাত্র।
  • “কাশ্মীর: বুক 3 অফ দ্য পার্টিশন ট্রিলজি” বইটি প্রকাশ করেছে হার্পার কলিন্স ইন্ডিয়া।

২. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্প্রতি নিম্নলিখিত কোন সামরিক মহড়া আয়োজন করা হয়েছিল ?

(A) শক্তি
(B) মিত্র শক্তি
(C) মালাবার
(D) সূর্য কিরণ

উত্তর
(B) মিত্র শক্তি

অনুশীলনটি ১৬ থেকে ২৯শে নভেম্বর পর্যন্ত পরিচালিত হয়েছিল ।

দেখে নাও : ভারতের বিভিন্ন সামরিক মহড়ার তালিকা

৩. কোন দেশ সাইক্লোন “মিধিলি” এর নামকরণ করেছে ?

(A) বাংলাদেশ
(B) শ্রীলংকা
(C) ভারত
(D) মালদ্বীপ

উত্তর
(D) মালদ্বীপ
এই ঝড়ের নামকরণ করেছে মলদ্বীপ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি আরও তীব্র হয়ে বাংলাদেশে আছড়ে পড়তে পারে।

৪. ভারতের কোন দিন প্রতিবছর লালা লাজপত রায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয় ?

(A) নভেম্বর ১৬
(B) নভেম্বর ১৭
(C) নভেম্বর ১৮
(D) নভেম্বর ১৯

উত্তর
(B) নভেম্বর ১৭

  • ভারতের প্রতিবছর ১৭ই নভেম্বর লালা লাজপত রায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয় ।
  • লালা লাজপত রায় একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ।
  • তিনি পাঞ্জাব কেশরি নামেও পরিচিত।
  • তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষ্মী বিমা কোম্পানী স্থাপন করেছিলেন।
  • তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরম পন্থীদলের লাল-বাল-পালের অন্যতম নেতা।
  • ১৯২৮ সনে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনিতে অংশগ্রহণ করেন ।
  • সেখানে তিনি পুলিশের লাঠিচার্জে গভীর ভাবে আহত হন।
  • ১৯২৮ সনের ১৭ নভেম্বর তারিখে তাঁর মৃত্যু হয় ।

৫. জাতীয় মৃগীরোগ দিবস (National Epilepsy Day ) কোন দিন পালিত হয়?

(A) নভেম্বর ১৭
(B) নভেম্বর ১৮
(C) নভেম্বর ১৯
(D) নভেম্বর ২০

উত্তর
(A) নভেম্বর ১৭

  • ১৭ই নভেম্বর ভারতে জাতীয় মৃগী দিবস পালন করা হয়।
  • ভারতে মৃগী রোগের অবস্থা কমাতে ভারতের এপিলেপসি ফাউন্ডেশন দ্বারা প্রথম জাতীয় মৃগী দিবস উদযাপন করা হয়েছিল।
  • ভারতের মৃগী ফাউন্ডেশন ২০০৯ সালে মুম্বাইতে ডাঃ নির্মল সুর্য দ্বারা গঠিত হয়েছিল।

৬. আন্তর্জাতিক ছাত্র দিবস কোন দিন পালিত হয়?

(A) নভেম্বর ১৬
(B) নভেম্বর ১৭
(C) নভেম্বর ১৮
(D) নভেম্বর ১৯

উত্তর
(B) নভেম্বর ১৭

  • আন্তর্জাতিক বা বিশ্ব ছাত্র দিবস প্রতিবছর ১৭ই নভেম্বর পালন করা হয়।
  • ১৯৩৯ সালে প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে নাৎসি আক্রমণ হয় এই দিনে।
  • সেই দিনের স্মরণে সারা বিশ্ব জুড়ে এই দিন পালন করা হয়।

৭. নিচের কোন ক্রিকেটার ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন?

(A) রোহিত শর্মা
(B) কেন উইলিয়ামসন
(C) বিরাট কোহলি
(D) স্টিভ স্মিথ

উত্তর
(C) বিরাট কোহলি

  • বিরাট কোহলি বিশ্বব্যাপী প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি ওডিআই সেঞ্চুরি অর্জনের ইতিহাস তৈরি করেছেন।
  • তিনি শচীন টেন্ডুলকারের 49টি সেঞ্চুরির আইকনিক রেকর্ডকে ছাড়িয়ে গেছেন।

৮. পেদ্রো সানচেজ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন?

(A) ফ্রান্স
(B) পর্তুগাল
(C) স্পেন
(D) মেক্সিকো

উত্তর
(C) স্পেন
সম্প্রতি, স্পেনের ভারপ্রাপ্ত সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী, পেদ্রো সানচেজ, সংসদীয় ভোটে একটি নতুন সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের দ্বারা নির্বাচিত হয়েছেন।

৯. ২০২৩ সালের জন্য কেমব্রিজ অভিধানের ওয়ার্ড অফ দ্য ইয়ার (Word of the Year) কোনটি ?

(A) Lonely
(B) Hunger
(C) Lockdown
(D) Hallucination

উত্তর
(D) Hallucination
hallucinate শব্দটি ২০২৩ সালের জন্য কেমব্রিজ অভিধানের ওয়ার্ড অফ দ্য ইয়ার (Word of the Year) হিসেবে মনোনীত হয়েছে ।

১০. অবতার এবং সেরামাউন্ট দ্বারা ভারতে মহিলাদের জন্য সেরা ১০০টি কোম্পানির মধ্যে কোন কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

(A) Vedanta Aluminum Ltd.
(B) MullenLowe Lintas Group India
(C) Tata Advanced Systems Ltd.
(D) Deloitte Inc.

উত্তর
(B) MullenLowe Lintas Group India
MullenLowe Lintas Group India সম্প্রতি Avtar এবং Seramount দ্বারা “ভারতে মহিলাদের জন্য ১০০টি সেরা কোম্পানির” সম্মানিত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

১১. SBI-এর “Yono” অ্যাপটি কোন দুটি দেশে চালু হতে চলেছে?

(A) সিঙ্গাপুর, ফ্রান্স
(B) সিঙ্গাপুর, ব্রিটেন
(C) সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র
(D) সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া

উত্তর
(C) সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) শীঘ্রই সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার ব্যাঙ্কিং মোবাইল অ্যাপ ‘ইয়োনো গ্লোবাল’ চালু করতে চলেছে।

১২. কোন সংস্থা সম্প্রতি ওয়ার্ল্ড এনার্জি এমপ্লয়মেন্ট ২০২৩ রিপোর্ট প্রকাশ করেছে?

(A) International Energy Agency
(B) Ministry of New and Renewable Energy
(C) Bureau of Energy Efficiency
(D) PGCIL

উত্তর
(A) International Energy Agency
International Energy Agency সম্প্রতি ওয়ার্ল্ড এনার্জি এমপ্লয়মেন্ট ২০২৩ রিপোর্ট প্রকাশ করেছে ।

১৩. কোন কোম্পানি Zepto এর পরে ২০২৩ সালে দ্বিতীয় ইউনিকর্ন হয়েছে?

(A) InCred
(B) Darwinbox
(C) Mamaearth
(D) Fractal Analytics

উত্তর
(A) InCred

  • Zepto এর পরে ২০২৩ সালে দ্বিতীয় ইউনিকর্ন হয়েছে InCred কোম্পানি ।

ইউনিকর্ন কোম্পানি কি ?

যে সকল কোম্পানির বাজারমূল্য ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় তাদের ইউনিকর্ন বলা হয়। অর্থনীতির গ্রোথের অন্যতম পরিচয় হল নতুন ইউনিকর্ন সৃষ্টি হওয়া।

১৪. মহারাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লতা মঙ্গেশকর পুরস্কার’-এর জন্য কোন গায়কের নাম ঘোষণা করা হয়েছে?

(A) অরুণা সাইরাম
(B) পাথে বাপুরাও
(C) বর্ষা ভোঁসলে
(D) সুরেশ ওয়াদকর

উত্তর
(D) সুরেশ ওয়াদকর
মহারাষ্ট্র সরকার প্রবীণ প্লেব্যাক গায়ক এবং জাতীয় পুরস্কার বিজয়ী সুরেশ ওয়াদকরকে ২০২৩ সালের জন্য তার মর্যাদাপূর্ণ ‘গণসামরাগিনী লতা মঙ্গেশকর পুরস্কার’-এর জন্য নির্বাচিত করেছে।

১৫. ডেভিড বারকিনের সাথে কোন ভারতীয় অর্থনীতিবিদ ইকোলজিক্যাল ইকোনমিক্স ২০২৩ এর জন্য কেনেথ বোল্ডিং পুরস্কার জিতেছেন?

(A) বিনা আগরওয়াল
(B) ইন্দিরা রাজারামন
(C) জয়তী ঘোষ
(D) দেবকী জৈন

উত্তর
(A) বিনা আগরওয়াল
মেক্সিকো সিটির মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক বিনা আগরওয়াল এবং ডেভিড বারকিনকে যৌথভাবে এই পুরস্কার প্রদান করা হয়েছে ।

১৬. ২৪৩তম কর্পস অফ ইঞ্জিনিয়ার্স দিবস সম্প্রতি সেনাবাহিনী কোন দিন পালন করেছে ?

(A) নভেম্বর ১৭
(B) নভেম্বর ১৮
(C) নভেম্বর ১৯
(D) নভেম্বর ২০

উত্তর
(B) নভেম্বর ১৮

  • ১৮ই নভেম্বর প্রতিবছর কর্পস অফ ইঞ্জিনিয়ার্স দিবস পালন করা হয়।
  • ১৯৩২ সালে এই দিনে মাদ্রাজ স্যাপারস, বেঙ্গল স্যাপারস এবং বোম্বে স্যাপারস এর একত্রীকরণ হয়েছিল।

১৭. শিশু যৌন শোষণ, নির্যাতন এবং সহিংসতা প্রতিরোধ ও নিরাময়ের জন্য বিশ্ব দিবস ২০২৩ সালে কোন দিনে পালিত হয়েছে ?

(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৯
(C) নভেম্বর ২০
(D) নভেম্বর ২১

উত্তর
(A) নভেম্বর ১৮
প্রতিবছর ১৮ই নভেম্বর শিশু যৌন শোষণ, নির্যাতন এবং সহিংসতা প্রতিরোধ ও নিরাময়ের জন্য বিশ্ব দিবস ( World Day for the Prevention of and Healing from Child Sexual Exploitation, Abuse, and Violence) পালন করা হয়।

১৮. সম্প্রতি কোন রাজ্যের বেসরকারি খাতের চাকরিতে ৭৫% সংরক্ষণ এর আইন সম্প্রতি রাজ্য হাইকোর্ট দ্বারা “অসাংবিধানিক” ঘোষণা করা হয়েছে?

(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) হরিয়ানা
(D) উত্তর প্রদেশ

উত্তর
(C) হরিয়ানা

  • পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি একটি আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছে।
  • প্রশ্নবিদ্ধ আইনটি বেসরকারী খাতের চাকরিতে সেই রাজ্যের বাসিন্দাদের ৭৫% সংরক্ষণের ব্যবস্থা করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button