16th November Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬ই নভেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (16th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 15th November Current Affairs Quiz 2023 – Bengali
১. কোন অটোমোবাইল প্রস্তুতকারক ভারতের প্রথম LNG চালিত ট্রাক চালু করেছে?
(A) টাটা
(B) মাহিন্দ্রা
(C) অশোক লেল্যান্ড
(D) মারুতি সুজুকি
অশোক লেল্যান্ড, তামিলনাড়ুর হোসুরে মহানগর গ্যাস লিমিটেডের কাছে ভারতের প্রথম LNGচালিত ট্রাক, AVTR 1922-এর প্রথম ব্যাচ বিতরণ করেছে।
২. ২০২৩ সালে নবম ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) কোথায় অনুষ্ঠিত হবে?
(A) ফরিদাবাদ
(B) আহমেদাবাদ
(C) গুরগাঁও
(D) আগ্রা
নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) হরিয়ানার ফরিদাবাদে ১৭ থেকে ২০শে জানুয়ারী, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৩. ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা
ক্রিকেটার হলেন –
(A) সুলক্ষণ নায়েক
(B) ডায়ানা এডুলজি
(C) আনজুম চোপড়া
(D) রুমেলী ধর
- ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ডায়ানা এডুলজি ‘হল অফ ফেমে’ স্থান পেয়েছেন।
- ভারতের হয়ে মোট ৫৪টি ম্যাচে একশোর বেশি উইকেট সংগ্রহ করেন এডুলজি।
- ২০টি টেস্ট ম্যাচে ৪০৪ রান করেন তিনি। তাঁর উইকেট সংখ্যা ৬৩টি। অন্যদিকে ৩৪টি ওয়ানডে থেকে ৪৬টি উইকেটের মালিক তিনি।
- ওয়েস্টার্ন রেলওয়েজের প্রশাসক হিসেবে প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের চাকরির সুযোগ-সুবিধাও করে দেন ডায়না এডুলজি।
৪. উত্তরপ্রদেশের চারবাগের পর নিচের কোন রেলওয়ে স্টেশনে নিজস্ব রেল কোচ রেস্তোরাঁ পেতে চলেছে ?
(A) বারাণসী
(B) আগ্রা
(C) গোমতী নগর
(D) মিরাট
উত্তর প্রদেশের চারবাগের পর গোমতী নগর স্টেশন নিজস্ব রেল কোচ রেস্তোরাঁ পেতে চলেছে ।
৫. ২০২৩ সালে বিশ্ব দর্শন দিবস (World Philosophy Day) কোন দিনটিতে পালন করা হয়েছে ?
(A) নভেম্বর ১৫
(B) নভেম্বর ১৬
(C) নভেম্বর ১৭
(D) নভেম্বর ১৮
- বিশ্ব দর্শন দিবস ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর নভেম্বর মাসের ৩য় বৃহস্পতিবার পালিত হয়।
- দিনটি সর্বপ্রথম ২১ নভেম্বর ২০০২ সালে উদযাপিত হয়েছিল।
- ২০২৩ সালে এই দিনটি ১৬ই নভেম্বরে পালন করা হয়েছে ।
৬. কোন দিনটিকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস ( International Day for Tolerance) হিসেবে পালন করা হয়?
(A) নভেম্বর ১৬
(B) নভেম্বর ১৭
(C) নভেম্বর ১৮
(D) নভেম্বর ১৯
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস হল অসহিষ্ণুতার বিপদ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ১৯৯৫ সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি বার্ষিক পালন দিবস ।
- এটি ১৬ই নভেম্বর পালন করা হয় ।
৭. জাতীয় প্রেস দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) নভেম্বর ১৩
(B) নভেম্বর ১৪
(C) নভেম্বর ১৫
(D) নভেম্বর ১৬
- প্রতি বছর ১৬ই নভেম্বর ভারতে স্বাধীন ও দায়িত্ববান সংবাদমাধ্যমকে স্বীকৃতি জানানোর জাতীয় প্রেস দিবস বা জাতীয় সংবাদমাধ্যম দিবস বিশেষভাবে পালিত হয়।
- এই দিনটিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ভূমিকার প্রতিও সম্মান জানানো হয়।
- ভারতে প্রথম জাতীয় সংবাদমাধ্যম দিবস পালিত হয় ১৯৫৬ সালে।
- সাংবাদিকতার নীতি সুরক্ষিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া হয়। তার ফলশ্রুতিতেই ১০ বছর পর গঠিত হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া।
৮. ভারতীয় সেনাবাহিনীর কোন কর্প সিকিমে বেইলি ব্রিজ নির্মাণ সম্পন্ন করেছে?
(A) চিনার কর্পস
(B) ত্রিশক্তি কর্পস
(C) নাগরোটা কর্পস
(D) কোনার্ক কর্পস
- ত্রিশক্তি কর্পস ও বর্ডার রোডস অর্গানাইজেশনের উদ্য়োগে এই রাস্তা ও ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
- জনসংযোগ আধিকারিক লেফটেনান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন এটা হল ভারতের দীর্ঘতম সিঙ্গেল স্প্যান বেইলি ব্রিজ।
- সিকিমের রোডস ও ব্রিজ মন্ত্রী সমদূপ লেপচা এই ব্রিজের উদ্বোধন করেছেন।
৯. সম্প্রতি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছে কোন ক্রিকেটার ?
(A) শ্রেয়াস আয়ার
(B) রোহিত শর্মা
(C) শুবমান গিল
(D) বিরাট কোহলি
- শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন।
- বিরাট কোহলি মাত্র ২৯১ ম্যাচে ৫০টি সেঞ্চুরি আর ৭১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৪ রান করেছেন।
- শচীনের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট।
১০. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ৫০টি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন –
(A) হরভজন সিং
(B) মহম্মদ শামী
(C) রবিচন্দ্রন অশ্বিন
(D) জসপ্রীত বুমরাহ
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে দারুণ নজির গড়লেন মহম্মদ শামি। বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেললেন তিনি।
- এর আগে কোনও ভারতীয় বোলারের এই কৃতিত্ব নেই।
- ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেন তিনি। আর তারপরেই এই রেকর্ড গড়েন শামি।
To check our latest Posts - Click Here