Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th & 10th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ ও ১০ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (9th & 10th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  8th November Current Affairs Quiz 2023 – Bengali


১. ৩৭তম জাতীয় গেমসে প্রথম কোন রাজ্য ২০০টি পদক জিতে নিয়েছে ?

(A) মহারাষ্ট্র
(B) হরিয়ানা
(C) মধ্য প্রদেশ
(D) কর্ণাটক

উত্তর
(A) মহারাষ্ট্র
গোয়ায় ৩৭তম জাতীয় গেমসে ২০০ পদকের জয়ী প্রথম রাজ্য হল মহারাষ্ট্র।

২. ২০২২ সালে টিবিতে অসুস্থ হয়ে পড়া লোকের আনুমানিক সংখ্যা কত ছিল?

(A) ১০.৬ মিলিয়ন
(B) ১০.৫ মিলিয়ন
(C) ১০.২ মিলিয়ন
(D) ১০.৩ মিলিয়ন

উত্তর
(A) ১০.৬ মিলিয়ন
আনুমানিক ১০. ৬ মিলিয়ন মানুষ ২০২২ সালে বিশ্বব্যাপী টিবিতে অসুস্থ হয়েছিল। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১০.৩ মিলিয়ন ।

৩. ‘Mrs’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন –

(A) সানিয়া মালহোত্রা
(B) আরতি কদভ
(C) নিশান্ত দাহিয়া
(D) কানওয়ালজিৎ সিং

উত্তর
(B) আরতি কদভ

  • “Mrs” শিরোনামের হিন্দি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা।
  • ছবিটি পরিচালনা করেছেন আরতি কাদভ।
  • “Mrs” এর ওয়ার্ল্ড প্রিমিয়ার 2023 POFF, ট্যালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে৷

৪. সম্প্রতি ডাবর (Dabur ) এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) রঘু শ্রীনিবাসন
(B) শ্রীরামস্বামী
(C) সুশীল চন্দ্র
(D) রঘু ভার্মা

উত্তর
(C) সুশীল চন্দ্র
ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে ডাবর তার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন ।

৫. সম্প্রতি খবরে আসা “Saab” ডিফেন্স কোম্পানি কোন দেশের কোম্পানি ?

(A) ব্রাজিল
(B) তুরস্ক
(C) সুইডেন
(D) ফিনল্যান্ড

উত্তর
(C) সুইডেন
১০০% FDI অনুমোদন পাওয়া প্রথম বিদেশী ডিফেন্স কোম্পানি Saab।

৬. ভারতের প্রথম কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সন্ত্রাসে অভিযুক্তদের জন্য জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে চলেছে ?

(A) উত্তর প্রদেশ পুলিশ
(B) মহারাষ্ট্র পুলিশ
(C) জম্মু ও কাশ্মীর পুলিশ
(D) কেরালা পুলিশ

উত্তর
(C) জম্মু ও কাশ্মীর পুলিশ
জম্মু ও কাশ্মীর পুলিশ সন্ত্রাসে অভিযুক্ত ব্যক্তিদের জামিনে নিরীক্ষণের জন্য জিপিএস ট্র্যাকার অ্যাঙ্কলেট চালু করেছে।

৭. ভারতের সার্ভেয়ার জেনারেল (Surveyor General of India) হিসেবে কে নিযুক্ত করেছেন?

(A) আদিত্য নায়ক
(B) ডিজিপি রজনীশ শেঠ
(C) হিতেশ কুমার এস মাকওয়ানা
(D) অমরদীপ সিং ভাটিয়া

উত্তর
(C) হিতেশ কুমার এস মাকওয়ানা

  • হিতেশ কুমার এস মাকওয়ানা ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • মাকওয়ানা, তামিলনাড়ু ক্যাডারের ১৯৯৫-ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS) অফিসার এবং বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

৮. ১৯তম কলাকার পুরস্কারে কে সম্প্রতি ভূষিত হয়েছেন?

(A) অ্যাপোলিনারিস ডি’সুজা
(B) ক্রিস্টোফার ডি’সুজা
(C) নন্দিনী দাস
(D) অমৃতা হালদার

উত্তর
(A) অ্যাপোলিনারিস ডি’সুজা
১৯তম কলাকার পুরস্কার পেয়েছেন অ্যাপোলিনারিস ডি’সুজা । অ্যাপোলিনারিস ডি’সুজা একজন কোঙ্কনি গায়ক, গীতিকার এবং সুরকার।

৯. উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস কোন তারিখে পালন করা হয় ?

(A) ৯ নভেম্বর
(B) ১০ নভেম্বর
(C) ১১ নভেম্বর
(D) ১২ নভেম্বর

উত্তর
(A) ৯ নভেম্বর

  • উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস ৯ই নভেম্বর পালন করা হয়।
  • ২০০০ সালে এই দিনে উত্তরাখণ্ডকে ভারতের ২৭তম রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল।

১০. জাতীয় আইনি সেবা দিবস (National Legal Service Day) ভারতে কোন দিন পালন করা হয় ?

(A) ৮ নভেম্বর
(B) ৯ নভেম্বর
(C) ১০ নভেম্বর
(D) ১১ নভেম্বর

উত্তর
(B) ৯ নভেম্বর

  • ১৯৯৫ সালের ৯ ই ভেম্বর জাতীয় আইনি সেবা দিবস কার্যকর হয়।
  • লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্টের অধীনে বিভিন্ন বিধান এবং মামলাকারীদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য দিবসটি পালিত হয়।

১১. বিশ্ব ব্যবহারযোগ্যতা দিবস (World Usability Day) প্রতিবছর কোন দিনে পালন করা হয় ?

(A) ৯ নভেম্বর
(B) ১১ নভেম্বর
(C) ১৩ নভেম্বর
(D) ১০ নভেম্বর

উত্তর
(A) ৯ নভেম্বর
বিশ্ব ব্যবহারযোগ্যতা দিবস (World Usability Day) প্রতিবছর ৯ই নভেম্বর পালন করা হয় । ২০২৩ সালে এই দিবসের থিম ছিল – “Collaboration and Cooperation”

১২. ২০২৩ সালে UAE তে দীপাবলি উৎসব শুরু হয়েছে । এই উৎসবের থিম হল –

(A) India and Diwali
(B) Lights across the world
(C) Light up the sky
(D) Unity in Diversity

উত্তর
(D) Unity in Diversity
২০২৩ সালে UAE তে দীপাবলি উৎসব শুরু হয়েছে Unity in Diversity থিম নিয়ে ।

১৩. AMFI এর নতুন প্রধান নির্বাহী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সায়মা ওয়াজেদ
(B) দীপেশ নন্দা
(C) এনএস ভেঙ্কটেশ
(D) ভেঙ্কট নাগেশ্বর চালাসানি

উত্তর
(D) ভেঙ্কট নাগেশ্বর চালাসানি
Association of Mutual Funds in India (AMFI) এর নতুন প্রধান নির্বাহী হিসেবে সম্প্রতি ভেঙ্কট নাগেশ্বর চালাসানিকে নিযুক্ত করা হয়েছে ।

১৪. মনীশ কৌশিক নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) দৌড়
(B) তীরন্দাজ
(C) বক্সিং
(D) ক্রিকেট

উত্তর
(C) বক্সিং
চলমান ৩৭তম জাতীয় গেমসে মনীশ কৌশিক বক্সিং -এ সোনা জিতেছেন ।

১৫. মেগ ল্যানিং সম্প্রতি কোন খেলা থেকে অবসর নিয়েছেন ?

(A) তীরন্দাজ
(B) টেনিস
(C) ক্রিকেট
(D) ফুটবল

উত্তর
(C) ক্রিকেট

  • অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটের কিংবদন্তি মেগ ল্যানিং সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।
  •  ৩১ বছর বয়সেই ২২ গজকে বিদায় জানালেন অজি অধিনায়ক।
  • ১০৩টি ওয়ান ডে খেলে মোট ৪৬০২ রান করেছেন মেগ ৫৩.৫১ গড়ে।
  • আন্তর্জাতি ওয়ান ডে কেরিয়ারে মোট ১৫টি শতরান করেছেন তিনি। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ যে কোনও মহিলা ব্যাটারের।
  • চারবার অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ল্যানিংয়ের নেতৃত্বে কুড়ির বিশ্বকাপ জেতে।

১৬. QS এশিয়া র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী এশিয়ার মধ্যে IIT বোম্বে-এর র‍্যাঙ্ক কত?

(A) ৩৬
(B) ৪০
(C) ৪৪
(D) ৪৬

উত্তর
(B) ৪০

  • Quacquarelli Symonds সম্প্রতি QS Asia University Rankings ২০২৪ প্রকাশ করেছে। ভারতের আইআইটি বোম্বে এবং আইআইটি দিল্লি এশিয়ার শীর্ষ ৫০-এ স্থান পেয়েছে।
  • এতে আইআইটি বোম্বে (IITB) ৪০-তম স্থান পেয়েছে এবং আইআইটি দিল্লি (IIT দিল্লি) ৪৬-তম স্থান পেয়েছে।
  • এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান-১ পেয়েছে চিনের পেকিং বিশ্ববিদ্যালয়।
  • এরপর দ্বিতীয় স্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

১৭. ইন্টারেক্টিভ ফোরাম অন ইন্ডিয়ান ইকোনমি দ্বারা মর্যাদাপূর্ণ “চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড” এ সম্প্রতি কাকে ভূষিত করা হয়েছে?

(A) ডঃ রুচি সিং
(B) ডঃ রোহিত শর্মা
(C) ডঃ সোমদত্ত সিং
(D) ডঃ অমৃত প্যাটেল

উত্তর
(C) ডঃ সোমদত্ত সিং
উদ্যোক্তা ড. সোমদত্ত সিং ভারতীয় অর্থনীতির ইন্টারঅ্যাকটিভ ফোরাম দ্বারা সম্মানজনক “চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড” দ্বারা সম্মানিত হয়েছেন।

১৮. ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারক সংখ্যা হল –

(A) ৩৫
(B) ৩৪
(C) ৩৬
(D) ৩৩

উত্তর
(B) ৩৪

  • সম্প্রতি তিনজন হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয়েছিল৷
  • এর ফলে সুপ্রিম কোর্টের মোট বিচারকের সংখ্যা হয়েছে ৩৪।
  • নতুন তিন বিচারপতি হলেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা; রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দীপ মেহতা।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button