3rd November Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩রা নভেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 1st & 2nd November Current Affairs Quiz 2023 – Bengali
১. নিনা ভেঙ্কটেশ ৩৭তম জাতীয় গেমসে স্বর্ণপদক জিতেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত ?
(A) রোয়িং
(B) সাইক্লিং
(C) স্কিইং
(D) সাঁতার
নিনা ভেঙ্কটেশ (জন্ম ২০০৫) কর্ণাটকের একজন সাঁতারু।
২. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুম্বাইতে প্রথম আন্তর্জাতিক ক্রুজ লাইনার চালু করেছেন। ক্রুজ লাইনারটি হল –
(A) সুন্দরবন লাক্সারি ক্রুজ
(B) কোস্টা সেরেনা
(C) লাক্সারি বৃন্দা
(D) এমভি মহাবাহু ক্রুজ
কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ লাইনার ‘COSTA SERENA’-এর ডোমেস্টিক যাত্রা মুম্বাইতে চালু করেছেন ।
৩. ব্লেচলি ঘোষণা (Bletchley Declaration) নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত ?
(A) সামুদ্রিক নিরাপত্তা
(B) সাইবার নিরাপত্তা
(C) কৃত্রিম বুদ্ধিমত্তা
(D) তথ্য নিরাপত্তা
কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এ আই) সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলি মূল্যায়ন করার জন্য একসাথে কাজ করতে ভারতসহ ২৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রে বৈঠকে মিলিত হয়ে ব্লেচলি ঘোষণাপত্রে (Bletchley Declaration) স্বাক্ষর করেছে।
৪. কোন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের বরফের মানচিত্র তৈরি করেছে?
(A) NASA
(B) ISRO
(C) JAXA
(D) ROSCOSMOS
নাসার Subsurface Water Ice Mapping Project (SWIM) মঙ্গল গ্রহের একটি বরফের মানচিত্র তৈরি করেছে ।
৫. কোন ভারতীয় প্রতিষ্ঠান কার্বন ন্যানোফ্লোরেট তৈরি করেছে যা দক্ষতার সাথে সূর্যের আলোকে তাপে রূপান্তর করতে পারে?
(A) IISC ব্যাঙ্গালোর
(B) IIT বোম্বে
(C) IISER পুনে
(D) IIT দিল্লি
IIT বোম্বে সম্প্রতি কার্বন ন্যানোফ্লোরেট তৈরি করেছে যা দক্ষতার সাথে সূর্যের আলোকে তাপে রূপান্তর করতে পারে ।
৬. ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর নতুন মুখ হিসেবে মনোনীত হয়েছেন –
(A) রণবীর কাপুর
(B) আয়ুষ্মান খুরানা
(C) হৃত্বিক রোশন
(D) অক্ষয় কুমার
Flair Writing Industries Limited এর নতুন মুখ হিসেবে মনোনীত হয়েছেন রণবীর কাপুর ।
৭. সম্প্রতি, রীতিকা হুডা প্রথম ভারতীয় মহিলা যিনি U23 মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন৷ তিনি কোন খেলায় ভারতের প্রতিনিধিত্ব করেন?
(A) Shooting
(B) Discuss Throw
(C) Javelin Throw
(D) Wrestling
দেশের প্রথম অনূর্ধ্ব-২৩ মহিলা কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সম্প্রতি ইতিহাস রচনা করেছেন ভারতের রেতিকা হুডা।
৮. কোন রাজ্য সরকার অর্থনৈতিক সহযোগিতার জন্য সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে একটি MOU স্বাক্ষর করেছে?
(A) বিহার
(B) নতুন দিল্লি
(C) ওড়িশা
(D) মহারাষ্ট্র
ওড়িশা অর্থনৈতিক সহযোগিতার জন্য সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে একটি MOU স্বাক্ষর করেছে ।
ওড়িশা
- রাজ্যপাল – গণেশী লাল
- মুখ্যমন্ত্রী – নবীন পট্টনায়ক (বিজেডি)
- বিধান সভা – এককক্ষবিশিষ্ট (১৪৭ আসন)
৯. Employees’ Provident Fund Organisation (EPFO) সম্প্রতি তার কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ?
(A) ৬৫
(B) ৭১
(C) ৭৫
(D) ৭৭
Employees’ Provident Fund Organisation (EPFO) সম্প্রতি তার ৭১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে নতুন দিল্লিতে।
১০. সম্প্রতি কাকে সাহিত্যে অবদানের জন্য কেরালা জ্যোতি পুরস্কারে ভূষিত করা হয়েছে ?
(A) এম ফাতিমা বিবি
(B) নটরাজ কৃষ্ণমূর্তি
(C) টি পদ্মনাভন
(D) পুনালুর সোমরাজন
সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য বিশিষ্ট লেখক টি পদ্মনাভনকে কেরালা জ্যোতি পুরস্কার প্রদান করা হয়েছে ।
To check our latest Posts - Click Here