30th October Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩০শে অক্টোবর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 29th October Current Affairs Quiz 2023 – Bengali
১. নিম্নলিখিত কোন গ্রুপ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম বিকাশকারী কোম্পানিগুলির জন্য আচরণবিধিতে সম্মত হয়েছে ?
(A) BRICS
(B) SCO
(C) G7
(D) G20
গ্রুপ অফ সেভেন (G7) শিল্প দেশগুলি ৩০শে অক্টোবর, ২০২৩ -এ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সিস্টেম বিকাশকারী সংস্থাগুলির জন্য একটি স্বেচ্ছাসেবী আচরণবিধিতে ( code of conduct) সম্মত হয়েছে।
G7:
- এটি গ্রুপটি ১৯৭৫ সালে গঠিত হয়েছিল।
- G7 দেশগুলি হল যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- সমস্ত G7 দেশগুলি G20 এর একটি অংশ।
- G7 এর কোন আনুষ্ঠানিক সংবিধান বা একটি নির্দিষ্ট সদর দপ্তর নেই।
২. নিচের কোন ব্যক্তিকে ৩৭তম জাতীয় গেমসের দ্রুততম ক্রীড়াবিদের মুকুট দেওয়া হয়েছে ?
(A) ভি কে ইলাক্কিয়াদাসন
(B) এস এস স্নেহা
(C) প্রণতি নায়ক
(D) ভি কে ইলাক্কিয়াদাসন এবং এস এস স্নেহা উভয়ই
- তামিলনাড়ুর ভিকে এলাক্কিয়াদাসন এবং কর্ণাটকের এসএস স্নেহা ৩৭তম জাতীয় গেমসের দ্রুততম ক্রীড়াবিদদের মুকুট পেয়েছেন।
- তারা জিএমসি বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে পুরুষ ও মহিলাদের ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন।
৩. ভারত নিচের কোন দেশের সাথে KAZIND অনুশীলন করবে?
(A) থাইল্যান্ড
(B) কাজাখস্তান
(C) কিরগিজস্তান
(D) তুর্কমেনিস্তান
এই বছরের KAZIND অনুশীলনটি কাজাখস্তানের ওটারে অনুষ্ঠিত হবে, ৩০শে অক্টোবর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত।
৪. বিশ্ব অডিও ড্রামা দিবস (World Audio Drama Day) নিম্নলিখিত কোন দিনে পালিত হয়?
(A) ২৮ অক্টোবর
(B) ২৯ অক্টোবর
(C) ৩০ অক্টোবর
(D) ৩১ অক্টোবর
প্রতিবছর ৩০শে অক্টোবর বিশ্ব অডিও ড্রামা দিবস (World Audio Drama Day) পালন করা হয় ।
৫. সম্প্রতি ফ্রান্সে ব্রেস্ট চ্যালেঞ্জার টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের শিরোপা কারা জিতেছেন ?
(A) আলবানো অলিভেটি এবং রবার্ট গ্যালোওয়ে
(B) ইউকি ভামব্রি এবং আলবানো অলিভেটি
(C) ইউকি ভামব্রি এবং জুলিয়ান ক্যাশ
(D) জুলিয়ান ক্যাশ এবং রবার্ট গ্যালোওয়ে
ইউকি ভামব্রি এবং জুলিয়ান ক্যাশ ২৯শে অক্টোবর ফ্রান্সে ব্রেস্ট চ্যালেঞ্জার টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের শিরোপা জিতে নিয়েছেন ।
৬. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে স্বাক্ষর করেছে?
(A) জসপ্রীত বুমরাহ
(B) এমএস ধোনি
(C) উমেশ যাদব
(D) বিরাট কোহলি
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রবীণ ক্রিকেটার, মহেন্দ্র সিং ধোনিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করেছে।
- এই চুক্তির কারণে মহেন্দ্র সিং ধোনিকে, ব্যাঙ্কের বিভিন্ন পাবলিক লেন্ডার প্রমোশনাল ক্যাম্পেন, এবং বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেনের জন্য পিভট করা হবে।
- এসবিআই চেয়ারম্যান, দীনেশ খারা সম্প্রতি এই ঘোষণা করেছেন ।
৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার WHO আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে চেয়ারপারসন হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ?
(A) প্রীতি প্যাটেল
(B) মনসুখ মান্ডাভিয়া
(C) রাজেশ ভূষণ
(D) অনিল প্যাটেল
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া সর্বসম্মতিক্রমে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
৮. ভারতে জাতীয় ঐক্য দিবস কার স্মৃতিতে পালিত হয় ?
(A) মহাত্মা গান্ধী
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) জওহরলাল নেহরু
(D) নেতাজি
- জাতীয় ঐক্য দিবসটি “রাষ্ট্রীয় একতা দিবস” নামেও পরিচিত এবং প্রতি বছর ৩১শে অক্টোবর সারা ভারত জুড়ে পালিত হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে।
- সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী।
৯. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন সম্প্রতি ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন করেছে। এর থিম কী?
(A) Say no to corruption; Commit to the Nation.
(B) No to Bribe, be the Pride.
(C) Say no to Bribe; Commit to the Nation.
(D) Don’t do Corruption, Commit to the Nation.
২০২৩ সালে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ ৩০শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত পালন করা হবে।
এবছরের Vigilance Awareness Week এর থিম – Say no to corruption; Commit to the Nation.
১০. সম্প্রতি ফেয়ারওয়ার্ক ইন্ডিয়া রেটিং 2023-এ শীর্ষে আছে –
(A) Amazon
(B) Flipkart
(C) Zepto
(D) BigBasket
টাটা-মালিকানাধীন BigBasket ফেয়ারওয়ার্ক ইন্ডিয়া রেটিং ২০২৩-এ শীর্ষে রয়েছে। এর থিম পরেই রয়েছে – Urban Company, Zepto, এবং Dunzo.
To check our latest Posts - Click Here