Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 27th October Current Affairs Quiz 2023 – Bengali


১. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি ১৫ই নভেম্বর ২০২৩ থেকে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযান ‘বিকসিত ভারত সংকল্প যাত্রা’ শুরু করবেন?

(A) অমিত শাহ
(B) অর্জুন মুন্ডা
(C) নরেন্দ্র মোদি
(D) রাজনাথ সিং

উত্তর
(C) নরেন্দ্র মোদি

  • ভারত সরকার আগামী মাসের ১৫তারিখ থেকে দেশব্যাপী প্রচার এবং সচেতনতামূলক প্রচারাভিযান ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ শুরু করতে চলেছে৷
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরসা মুন্ডা জয়ন্তী-জন জাতি গৌরব দিবস উপলক্ষে তথ্য, শিক্ষা এবং যোগাযোগ ভ্যানকে পতাকা দিয়ে যাত্রার সূচনা করবেন।
  • আদিবাসী জেলাগুলির জন্য প্রাথমিকভাবে ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে যাত্রা শুরু হবে এবং সারা দেশের বাকি জেলাগুলি ২২শে নভেম্বর ২০২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত কভার করা হবে।

২. ভারতীয় কোস্ট গার্ডের বর্তমান প্রধান কে?

(A) মনোজ পান্ডে
(B) ভি আর চৌধুরী
(C) রাকেশ পাল
(D) আর হরি কুমার

উত্তর
(C) রাকেশ পাল
সম্প্রতি নতুন দিল্লিতে ষষ্ঠ ইন্ডিয়ান কোস্ট গার্ড (ICG) অধীনস্থ অফিসারদের কনক্লেভের আয়োজন করা হয়েছিল।
এবারের এই কনক্লেভের থিম ছিল – ‘Towards an Inclusive Approach’.

৩. ২০২৩ সালে ভারতীয় সেনা কোন দিন শৌর্য দিবস পালন করলো ?

(A) অক্টোবর ২৭
(B) অক্টোবর ২৮
(C) অক্টোবর ২৯
(D) অক্টোবর ৩০

উত্তর
(A) অক্টোবর ২৭
‘শৌর্য দিবস’ উদযাপন: ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে ভারতীয় বাহিনীর অবতরনের স্মরণে সম্প্রতি ৭৬ তম ‘শৌর্য দিবস’ উদযাপন করেছে।

৪. প্রমোদ ভগত নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) টেনিস
(B) ব্যাডমিন্টন
(C) টেবিল টেনিস
(D) শট পুট

উত্তর
(B) ব্যাডমিন্টন
প্যারা শাটলার প্রমোদ ভগত এবং সুকান্ত কদম চলমান এশিয়ান প্যারা গেমসে পুরুষদের দ্বৈত SL3-SL4 বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন।

৫. অর্জুন বাবুটা নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) শট পুট
(B) টেবিল টেনিস
(C) শুটিং
(D) তীরন্দাজ

উত্তর
(C) শুটিং
ভারতীয় শ্যুটার অর্জুন বাবুটা কোরিয়ার চাংওয়ানে চলমান এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।

৬. সম্প্রতি “চাণক্য ডিফেন্স ডায়ালগ ২০২৩” নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়েছিল?

(A) DRDO
(B) ভারতীয় বিমান বাহিনী
(C) ভারতীয় সেনাবাহিনী
(D) ভারতীয় নৌবাহিনী

উত্তর
(C) ভারতীয় সেনাবাহিনী
সম্প্রতি “চাণক্য ডিফেন্স ডায়লগ ২০২৩” নতুন দিল্লিতে পরিচালিত করেছে ভারতীয় সেনাবাহিনী।

৭. রাকেশ কুমার চলমান এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজে সোনা জিতেছেন। তিনি নিচের কোন রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা?

(A) জম্মু ও কাশ্মীর
(B) রাজস্থান
(C) বিহার
(D) দিল্লী

উত্তর
(A) জম্মু ও কাশ্মীর
সাম্প্রতিক এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজে সোনা জিতেছেন শীতল দেবী এবং রাকেশ কুমার।

৮. ভারতীয় সেনাবাহিনীর প্রথম উল্লম্ব বায়ু টানেল (Vertical Wind Tunnel ) কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল -এ নির্মিত হয়েছে?

(A) পাঞ্জাব
(B) জম্মু ও কাশ্মীর
(C) সিকিম
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(D) হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশের বাকলোতে অবস্থিত স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে (SFTS) ভারতীয় সেনাবাহিনীর প্রথম উল্লম্ব বায়ু টানেল (VWT) উদ্বোধন করা হয়েছে।

৯. প্রথম ভারতীয় সংস্থা, যারা ‘দেশি’ iPhone সারা বিশ্বে রফতানি করবে

(A) Tata
(B) Reliance
(C) IBM
(D) Micromax

উত্তর
(A) Tata

  • টাটা গ্রুপ ভারতে আইফোন তৈরি করতে চলেছে।
  •  তবে এই বার্তা আর জল্পনা কল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই।
  • ২৭ অক্টোবর সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম X এর মাধ্যমে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই বিষয়ে সমস্ত তথ্য দিয়েছেন।
  • আড়াই বছরের মধ্যে মেড ইন ইন্ডিয়া আইফোনের উৎপাদন শুরু করবে কোম্পানি।
  • টাটা গ্রুপের কোম্পানি টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড (টিইপিএল) উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডকে ১২৫ মিলিয়ন ডলারে (প্রায় ১০০০ কোটি টাকা) কিনেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button