Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd & 23rd October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২ ও ২৩শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd & 23rd October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 20th & 21st October Current Affairs Quiz 2023 – Bengali


১. “ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি” কার্ডের নাম কি?

(A) APAAR ID
(B) STUDENT ID
(C) ANUGAMI ID
(D) CHELA ID

উত্তর
(A) APAAR ID

  • APAAR – Automated Permanent Academic Account Registry কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০ – অধীনে ‘One Nation, One Student ID ‘ এর জন্য APAAR ID চালু করেছে।

২. বিচারপতি সিদ্ধার্থ মৃদুল সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ?

(A) মণিপুর
(B) পশ্চিমবঙ্গ
(C) ওড়িশা
(D) আসাম

উত্তর
(A) মণিপুর

  • দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
  • মণিপুর হাইকোর্টের সপ্তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল।
  • ইম্ফলের রাজভবনের দরবার হলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া উইকে।

৩. সম্প্রতি উত্তর-পূর্বের কোন রাজ্যে দুই দিনব্যাপী অ্যান্থুরিয়াম উৎসব পালিত হয়েছে ?

(A) নাগাল্যান্ড
(B) ত্রিপুরা
(C) মণিপুর
(D) মিজোরাম

উত্তর
(D) মিজোরাম

মিজোরামে, মামিত জেলার রেইকে দুই দিনব্যাপী অ্যান্থুরিয়াম উৎসব সম্প্রতি পালিত হয়েছে। মিজোরামের পর্যটন বিভাগ এই উৎসবের আয়োজন করেছিল ।

দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান উৎসব তালিকা

৪. সম্প্রতি খবরে আসা Tropical Deep-sea Neutrino Telescope (Trident) কোন দেশের সাথে যুক্ত ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) জাপান
(C) অস্ট্রেলিয়া
(D) চীন

উত্তর
(D) চীন
একটি চীনা গবেষণা দল দক্ষিণ চীন সাগরে ক্রান্তীয় গভীর-সমুদ্র নিউট্রিনো টেলিস্কোপ (Trident) নামে একটি বিশাল নিউট্রিনো টেলিস্কোপ নির্মাণ শুরু করেছে, যার নাম চীনা ভাষায় হেইলিং (Ocean Bell)।

৫. বিজ্ঞান ভবন, নয়াদিল্লিতে কে ২০২৩ সালের অনুভব পুরস্কার উপস্থাপন করবেন?

(A) নির্মলা সীতারমন
(B) রাজনাথ সিং
(C) ডাঃ জিতেন্দ্র সিং
(D) অমিত শাহ 4

উত্তর
(D) অমিত শাহ 4
অনুভভ পুরষ্কার ২০২৩, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রদান করবেন।

৬. কোন রাজ্যের মহিলাদের ব্যাডমিন্টন দল ৩৭তম জাতীয় গেমসের প্রথম স্বর্ণপদক জিতেছে ?

(A) পশ্চিমবঙ্গ
(B) পাঞ্জাব
(C) ওড়িশা
(D) আসাম

উত্তর
(D) আসাম
গোয়ার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্টেডিয়ামে ফাইনালে মহারাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়ে আসামের মহিলা ব্যাডমিন্টন দল ৩৭তম জাতীয় গেমসের প্রথম স্বর্ণপদক জিতে নিয়েছে।

৭. ২০২৩ সালের অক্টোবরে দেশের সবচেয়ে বড় কন্যা পূজার আয়োজন করে উত্তর প্রদেশের নিচের কোন জেলা ইতিহাস সৃষ্টি করেছে?

(A) অযোধ্যা
(B) গোরখপুর
(C) গোন্ডা
(D) সুলতানপুর

উত্তর
(C) গোন্ডা
দেশের সবচেয়ে বড় কন্যা পূজা / কুমারী পূজা অনুষ্ঠান ‘শক্তি বন্দন’ উত্তরপ্রদেশে আয়োজন করা হয়েছিল।
এই সময়ে, জেলার বিভিন্ন উন্নয়ন ব্লকের বিভিন্ন বিভাগের ১১,৮৮০ জন কন্যার পূজা করা হয়েছে।

৮. নিম্নের কোন ব্যক্তিকে হার্ভার্ড ল স্কুলের আইনী পেশা কেন্দ্রের ‘অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ’ (Award for Global Leadership) দিয়ে সম্মানিত করা হয়েছে?

(A) বিচারপতি শরদ অরবিন্দ বোবদে
(B) বিচারপতি এন ভি রমনা
(C) বিচারপতি ইউ ইউ ললিত
(D) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

উত্তর
(D) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরকে হার্ভার্ড ল স্কুলের আইনী পেশার কেন্দ্রের ‘অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ‘ দিয়ে সম্মানিত করা হয়েছে।

দেখে নাও : ভারতের প্রধান বিচারপতিদের তালিকা

৯. ২০২৩ সালের প্যারা এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে ভারতীয় দল কতগুলি স্বর্ণপদক জিতেছে ?

(A) ১টি
(B) ২টি
(C) ৩টি
(D) ৪টি

উত্তর
(C) ৩টি
চীনের হাংঝোতে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান প্যারা গেমসে প্রথম দিনেই , ভারত তার ঝুলিতে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ সহ মোট ৯টি পদক জয় করে নিয়েছে।

১০. ২০২৩ সালের অক্টোবরে, ভারতীয় সমুদ্রে একটি জোড়া ঝড় তৈরি হয়েছিল। এর আগে কোন বছরে অনুরূপ ঘটনা ঘটেছিল?

(A) ২০১৭
(B) ২০১৮
(C) ২০১৯
(D) ২০২০

উত্তর
(B) ২০১৮
আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ এবং বঙ্গোপসাগরে হামুন সম্প্রতি তৈরী হয়েছিল। এর আগে অনুরূপ ঘটনা দেখা গিয়েছিল ২০১৮ সালে।

১১. নিচের কোন ব্যক্তি আবুধাবি মাস্টার্স ২০২৩-এ মহিলাদের একক শিরোপা জিতে নিয়েছেন ?

(A) উন্নতি হুদা
(B) আনহাত সিং
(C) সামিয়া ইমাদ ফারুকী
(D) সাইন নেহওয়াল

উত্তর
(A) উন্নতি হুদা
ভারতের ভবিষ্যত ব্যাডমিন্টন তারকাদের লড়াইয়ে, উন্নতি হুডা আবুধাবি মাস্টার্স ২০২৩-এ সামিয়া ইমাদ ফারুকিকে পরাজিত করে মহিলাদের একক শিরোপা জিতে নিয়েছেন।

১২. কোন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সঙ্গীত ও নৃত্য উৎসব (International Music and Dance festival) আয়োজন করবে?

(A) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
(B) মুম্বাই বিশ্ববিদ্যালয়
(C) কলকাতা বিশ্ববিদ্যালয়
(D) এলাহাবাদ বিশ্ববিদ্যালয়

উত্তর
(A) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

  • চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সঙ্গীত ও নৃত্য উৎসবের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টটির থিম হল – ‘One World, Many Cultures’.

১৩. বিষন সিং বেদী নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) ফুটবল
(B) হকি
(C) ক্রিকেট
(D) টেনিস

উত্তর
(C) ক্রিকেট

  • ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক, ঘূর্ণির জাদুকর বিষেণ সিংহ বেদি। বয়স হয়েছিল ৭৭ বছর।
  • দেশের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট পেয়েছিলেন বিষেণ সিংহ বেদি।
  • নেতৃত্ব দিয়েছিলেন ২২টি টেস্টে।
  • ১০টি একদিনের ম্যাচে পেয়েছিলেন ৭টি উইকেট।
  • ভারতীয় ক্রিকেটে স্পিন বোলিংয়ের ৪ স্তম্ভ ছিলেন ভগবত চন্দ্রশেখর, এরাপল্লি প্রসন্ন, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন এবং বিষেণ সিংহ বেদি।

১৪. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (International Atomic Energy Agency)-র মহাপরিচালক রাফায়েল গ্রসি সম্প্রতি ভারত সফর করেছেন। তিনি কোন দেশের নাগরিক ?

(A) ব্রাজিল
(B) রাশিয়া
(C) নরওয়ে
(D) আর্জেন্টিনা

উত্তর
(D) আর্জেন্টিনা

  • IAEA মহাপরিচালক রাফায়েল গ্রসি সম্প্রতি ভারত সফর করেছেন। তিনি আর্জেন্টিনার একজন কূটনীতিক।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) 

  • বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে।
  • এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
  • এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।

১৫. প্রণব সূরমা এশিয়ান প্যারা গেমস ২০২৩ এ কোন খেলায় স্বর্ণ জিতেছেন?

(A) শুটিং
(B) জাভেলিন থ্রো
(C) শট পুট
(D) ক্লাব থ্রো

উত্তর
(D) ক্লাব থ্রো

    • এশিয়ান প্যারা গেমসের শুরু থেকেই বিভিন্ন ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ভারতের প্যারা অ্যাথলিটরা।
    • পুরুষদের ক্লাব থ্রো এফ ৫১ ইভেন্টে ৩টি পদকই জিতেছে ভারত।
    • কোনও বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের এই সাফল্য বিরল।
    • এশিয়ান প্যারা গেমসের রেকর্ড ভেঙে সোনা জিতেছেন প্রণব সুরমা। ২৯ বছর বয়সি এই প্যারা অ্যাথলিট অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ৩০.০১ মিটার থ্রো করে নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন।
    • এই ইভেন্টে রুপো পেয়েছেন ধরমবীর। তিনি ২৮.৭৬ মিটার থ্রো করেন। ২৬.৯৩ মিটার থ্রো করে ব্রোঞ্জ পেয়েছেন অমিত কুমার।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button