12th October Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১২ই অক্টোবর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 11th October Current Affairs Quiz 2023 – Bengali
১. নিম্নলিখিত কোন শহরে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ইন্ডিয়া জুয়েলারি শপিং ফেস্টিভ্যাল (IJSF) ২০২৩ চালু করেছেন ?
(A) জয়পুর
(B) নতুন দিল্লি
(C) লখনউ
(D) সুরাট
- সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি নতুন দিল্লিতে ইন্ডিয়া জুয়েলারি শপিং ফেস্টিভ্যাল (IJSF) ২০২৩ চালু করেছেন।
- ১৫ই অক্টোবর থেকে ২২শে নভেম্বর পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে।
২. সম্প্রতি ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ভারত কোন অপারেশন চালু করেছে ?
(A) অপারেশন অজয়
(B) অপারেশন বিজয়
(C) অপারেশন কাবেরী
(D) অপারেশন সমুদ্র সেতু
- ইজরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিল ভারত সরকার।
- এর জন্য ‘অপারেশন অজয়‘ চালু করেছে ভারত।
- সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, “বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
৩. ১০০ মিটার ড্যাশে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন মণিকান্ত হোবলিধর। তিনি কোন রাজ্যের বাসিন্দা ?
(A) ওড়িশা
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) কর্ণাটক
- এইচ এইচ মণিকান্ত শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৬২তম জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সাথে পুরুষদের ১০০ মিটার জাতীয় রেকর্ড ভেঙেছেন।
- ২১ বছর বয়সী মণিকান্ত ১০.২৩ সেকেন্ড সময় নিয়ে ৩নং হিট জিতে এবং ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন।
৪. নিচের কোন রাজ্য সরকার স্বাধীন তফসিলি উপজাতি কমিশন প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে?
(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) অন্ধ্র প্রদেশ
সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কেন্দ্রীয় সরকারের আদলে মহারাষ্ট্রের জন্য একটি স্বাধীন তফসিলি উপজাতি কমিশন প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন।
৫. কোন দেশ ২০২৩ সালের অক্টোবরে পরবর্তী দুই বছরের জন্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA) এর ভাইস-চেয়ারের ভূমিকা গ্রহণ করেছে?
(A) শ্রীলংকা
(B) ভারত
(C) বাংলাদেশ
(D) মালদ্বীপ
- IORA-এর ২৩তম মন্ত্রী পরিষদ কলম্বোতে বৈঠকে বাংলাদেশে শ্রীলঙ্কা IORA এর সভাপতিত্ব গ্রহণ করেছে।
- অন্যদিকে ভারত আগামী দুই বছরের জন্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে।
- IORA প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে।
৬. ২০২৩ সালের বিশ্ব আর্থ্রাইটিস দিবসের থিম কী ছিল ?
(A) Don’t delay, connect today
(B) Living with an RMD at all stages of life
(C) It’s in your hands, take action
(D) Time2Work
- প্রতি বছর ১২ই অক্টোবর বিশ্ব আরথ্রাইটিস দিবস পালন করা হয় ।
- ১৯৯৬ সাল থেকে ‘ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে’ দিবসটি ‘আর্থ্রাইটিস অ্যান্ড রিউমেটিজম ইন্টারন্যাশনাল’-এর তত্ত্বাবধানে পালিত হয়ে আসছে।
- ২০২৩ সালে এই দিবসের থিম ছিল – Living with an RMD at all stages of life
৭. হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩ -এ কে প্রথম স্থান অধিকার করেছেন?
(A) গৌতম আদানি
(B) মুকেশ আম্বানি
(C) জয়শ্রী উল্লাল
(D) সাইরাস পুনাওয়ালা
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি গৌতম আদানিকে অতিক্রম করে আবার ভারতের ধনীতম ব্যক্তিতে পরিণত হয়েছেন।
- হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩ অনুযায়ী বর্তমানে দেশের সব থেকে ধনী মানুষ হলেন মুকেশ আম্বানি।
- হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাবের কারণে আদানি গ্রুপের শেয়ারে বড় ক্ষতি দেখা যায়। যার ফলে গৌতম আদানির সম্পদও হ্রাস পায়।
- অপরদিকে, এডটেক স্টার্টআপ বাইজুস-এর প্রতিষ্ঠাতা, বাইজু রবীন্দ্রন তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন।
৮. ISRO কোথায় তার দ্বিতীয় মহাকাশ বন্দর স্থাপন করতে চলেছে ?
(A) কুলাশেখরপত্তনম
(B) আলওয়ারথিরুনাগিরি
(C) আরমুগনেরি
(D) আথুর
- তামিলনাড়ুর কুলাশেখরপত্তনমে ইসরোর দ্বিতীয় মহাকাশ বন্দরটি স্থাপন করতে চলেছে ।
- ২,০০০ একর জমি এর উন্নয়নের জন্য ISRO-কে হস্তান্তর করা হয়েছে।
- এই মুহূর্তে দেশে একটিই মহাকাশ বন্দর রয়েছে ইসরোর। বঙ্গোপসাগরের শ্রীহরিকোটা দ্বীপে, যা অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় পড়ে। ২০০২ সালে এই মহাকাশ বন্দরের নামকরণ করা হয় ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের নামে। নাম দেওয়া হয় সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র (এসডিএসসি)। ইসরোর চন্দ্রযান-১, চন্দ্রযান-২, চন্দ্রযান-৩, মঙ্গলযান থেকে আদিত্য-এল১ পর্যন্ত এই মহাকাশ বন্দর থেকেই উৎক্ষেপণ করা হয়েছে।
৯. ১০ বছর পর রিক রিওর্ডান প্রকাশিত নতুন বইটির নাম কী?
(A) The Lightning Thief
(B) The Lost Hero
(C) The Chalice of the Gods
(D) The Sea of Monsters
- ১০ বছরেরও বেশি সময় বিরতির পর, আমেরিকান লেখক রিক রিওর্ডান তার জনপ্রিয় “পার্সি জ্যাকসন এবং অলিম্পিয়ানস” সিরিজের ষষ্ঠ বই নিয়ে ফিরে এসেছেন।
- পাফিন দ্বারা প্রকাশিত “দ্য চ্যালিস অফ দ্য গডস”, জ্যাকসনের একেবারে নতুন অ্যাডভেঞ্চার।
১০. সম্প্রতি মিশন ইন্দ্রধনুষ 5.0 (IMI 5.0) এর তৃতীয় রাউন্ড শুরু করা হয়েছে কোন সালের মধ্যে ভারত থেকে হাম এবং রুবেলা নির্মূল করার লক্ষ্য নিয়ে ?
(A) ২০২৩
(B) ২০২৪
(C) ২০২৫
(D) ২০২৬
মিশন ইন্দ্রধনুষ 5.0 (IMI 5.0) এর তৃতীয় রাউন্ডে ২০২৩ সালের মধ্যে ভারত থেকে হাম এবং রুবেলা নির্মূল করার লক্ষ্য নিয়ে ।
To check our latest Posts - Click Here