Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 30th September Current Affairs Quiz 2023 – Bengali


১. সম্প্রতি খবর আসা , PET46 কি?

(A) এনজাইম
(B) ভাইরাস
(C) ম্যালওয়্যার
(D) গ্যালাক্সি

উত্তর
(A) এনজাইম
কিয়েল ইউনিভার্সিটি (জার্মানি) এর বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণায় একটি গভীর-সমুদ্র এনজাইম, PET46 আবিষ্কার করেছেন যেটি প্লাস্টিকের বোতলগুলিতে ব্যবহৃত PET প্লাস্টিককে ভেঙে ফেলতে সক্ষম।

২. কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত কোন দেশের কাছে মনোক্লোনাল অ্যান্টিবডি ডোজ সংগ্রহ করেছে?

(A) চীন
(B) আমেরিকা
(C) অস্ট্রেলিয়া
(D) কানাডা

উত্তর
(C) অস্ট্রেলিয়া

  • কেরলে নিপা ভাইরাস (Nipah Virus) ঘিরে ক্রমশ বাড়ছে আতঙ্ক।
  • জানা গিয়েছে, নিপা ভাইরাসের এই স্ট্রেইন বাংলাদেশি ভ্য়ারিয়েন্ট (Bangladeshi Variant)।
  • এই ভ্যারিয়েন্টে সংক্রমণের হার কম হলেও, মৃত্যুহার অনেক বেশি।
  • ফলে নিপা ভাইরাসকে ঘিরে উদ্বেগ-দুশ্চিন্তা বেড়ে চলেছে।
  • এরইমধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্য়াল রিসার্চ বা আইসিএমআর(ICMR)-র তরফে জানানো হল, নিপা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরির কাজ চলছে।
  • পাশাপাশি অস্ট্রেলিয়া থেকেও মনোক্লোনাল অ্যান্টিবডি আনানো হচ্ছে।

৩. সুব্রত কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) রাগবি
(B) ফুটবল
(C) ক্রিকেট
(D) হকি

উত্তর
(B) ফুটবল

  • ভারতের প্রাচীনতম আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ (Subroto Cup 2023)।
  • এ বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সেই সুব্রত কাপের ৬২তম পর্ব।
  • এই বছরই প্রথমবার দক্ষিণ ভারতে এই টুর্নামেন্ট খেলা হবে।
  • নয়াদিল্লি ও গুরুগ্রামের পাশাপাশি আয়োজক শহর হিসাবে দায়িত্ব পেয়েছে বেঙ্গালুরুও।

৪. বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ওয়েব সিরিজ় ‘স্কুপ’ এর জন্য কে মনোনীত হয়েছেন?

(A) হারমান বাওয়েজা
(B) কারিশমা তান্না
(C) হংসল মেহতা
(D) ইনায়েত সুদ

উত্তর
(B) কারিশমা তান্না
হনসল মেহতার নতুন ওয়েব সিরিজ় ‘স্কুপ’ এর জন্য বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছেন কারিশমা তান্না ।

৫. ১৫তম তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন?

(A) ডাঃ এল মুরুগান
(B) অনুরাগ সিং ঠাকুর
(C) অমিত শাহ
(D) এস রাজামৌলি

উত্তর
(A) ডাঃ এল মুরুগান

  • ভারত ও উজবেকিস্তানের চলচ্চিত্র নির্মাণে সহযোগিতার একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে।
  • এবারের তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ডাঃ এল মুরুগান।

৬. কেন্দ্র সরকার CBDT চেয়ারম্যান হিসেবে নিচের কোন ব্যক্তির মেয়াদ সম্প্রতি বাড়িয়েছে ?

(A) নিতিন গুপ্ত
(B) এম আর কুমার
(C) বিনীত মিশ্র
(D) বিবেক জোহরি

উত্তর
(A) নিতিন গুপ্ত
কেন্দ্র সরকার কন্ট্রাক্ট ভিত্তিতে Central Board of Direct Taxes (CBDT) এর চেয়ারম্যান হিসেবে নিতিন গুপ্তের মেয়াদ বৃদ্ধি করেছে ।

৭. মোহাম্মদ মুইজু সম্প্রতি কোন দেশের নির্বাচিত হয়েছেন ?

(A) ইরান
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) ইরাক
(D) মালদ্বীপ

উত্তর
(D) মালদ্বীপ

  • মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মোহাম্মদ মুইজু (৪৫)।
  • সাম্প্রতিক নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন।
  • ভোটে নিজের পরাজয় মেনে নিয়ে মোহাম্মদ মুইজুকে অভিনন্দন জানিয়েছেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ (৬১)।

৮. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন –

(A) দিলীপ শাহ
(B) কে. এন. শান্থ কুমার
(C) এস. এন. রায়
(D) বিজয় মালহোত্রি

উত্তর
(B) কে. এন. শান্থ কুমার
ডেকান হেরাল্ডের কে. এন. শান্থ কুমার সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ।

৯. জম্মুতে ‘বর্জ্যের বিরুদ্ধে যুদ্ধ (War Against Waste)’-এর অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন –

(A) বানা সিং
(B) বিপিন রাওয়াত
(C) বিপিন চন্দ্র জোশি
(D) অভিনব বর্তমান

উত্তর
(A) বানা সিং
পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন বানা সিং জম্মুতে ‘বর্জ্যের বিরুদ্ধে যুদ্ধ’-এর জন্য অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button