25th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 24th September Current Affairs Quiz 2023 – Bengali
১. প্রতি বছর, অন্ত্যোদয় দিবস ২৫ সেপ্টেম্বর কার জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে পালিত হয়?
(A) পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়
(B) শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়
(C) অটল বিহারী বাজপেয়ী
(D) জগজীবন রাম
- পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ২৫ সেপ্টেম্বর অন্ত্যোদয় দিবস পালন করা হয় ।
- ‘অন্ত্যোদয়’ শব্দের অর্থ হল দরিদ্রতম দরিদ্রদের উন্নতি করা।
- এই দিনটি ২০১৪ সালে প্রথম পালিত হয়।
২. গ্রহাণু বেন্নু (Bennu ) এর সবথেকে বড় নমুনা বহনকারী NASA-এর ক্র্যাফট পৃথিবীতে ফিরে এসেছে। কোন সালে এই মিশন চালু হয়?
(A) ২০১৪
(B) ২০১৬
(C) ২০১৮
(D) ২০২০
- ‘বেন্নু’ নামক গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল নাসার মহাকাশযান ‘ওসিরিস রেক্স’।
- ভারতীয় সময় রবিবার (২৪শে সেপ্টেম্বর ২০২৩ ) রাত ৮টা ২২ মিনিটে আমেরিকার উটাহ মরুভূমিতে অবতরণ করে ‘ওসিরিস-রেক্স’।
- তাতে ছিল গ্রহাণু থেকে সংগ্রহ করা ২৫০ গ্রাম নমুনা।
- ওসিরিস-রেক্স মহাকাশযানটি ২০১৬ সালে চালু হয়েছিল এবং ২০১৮ সালে সেটি বেন্নুতে পৌঁছেছিল।
৩. ভারতের বাইরে আধুনিক যুগের বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির কোথায় শুরু হতে চলেছে ?
(A) নিউ জার্সি
(B) নিউইয়র্ক
(C) ইন্ডিয়ানা
(D) ক্যালিফোর্নিয়া
- ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির নিউ জার্সিতে ৮ই অক্টোবর, ২০২৩-এ উদ্বোধন করা হবে।
- মন্দিরটি ১২৫০০ জন স্বেচ্ছাসেবকদের একটি দল ১২ বছর ধরে তৈরী করেছে।
৪. নিচের কোন ব্যক্তি উদ্বোধনী MotoGP ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্স ২০২৩ নিতে নিয়েছেন ?
(A) ফ্যাবিও কোয়ার্তারো
(B) জর্জ মার্টিন
(C) মার্কো বেজেচি
(D) বাইন্ডার
ইতালীয় গ্র্যান্ড প্রিক্স মোটরসাইকেল রেসার মার্কো বেজেচি নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে উদ্বোধনী MotoGP ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্স ২০২৩ জিতে নেন ।
৫. বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩ এর থিম কি ছিল ?
(A) Pharmacy: Always trusted for your health
(B) Pharmacy united in action for a healthier world
(C) Transforming global health
(D) Pharmacy Strengthening Health Systems
- ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে পালন করা হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস।
- আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে দিবসটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।
৬. বয়সজনিত সমস্যার কারণে ৮৮ বছর বয়সে প্রয়াগ রাজ প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?
(A) চিত্রনাট্যকার
(B) ব্যবসায়ী
(C) রাজনীতি
(D) ক্রীড়াবিদ
- প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার প্রয়াগ রাজ।
- অমিতাভ বচ্চন অভিনীত ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুলি’ এবং ‘নসিব’-এর মতো ছবির কাহিনিকার ছিলেন তিনি।
- মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।
- প্রয়াগের লেখা শেষ চিত্রনাট্য ছিল ‘জমানত’। তবে দুঃখের বিষয়, সেই ছবি মুক্তির আলো দেখেনি।
৭. ৩০০০টি ছয় মারা প্রথম ক্রিকেট দল হল –
(A) শ্রীলংকা
(B) ভারত
(C) পাকিস্তান
(D) অস্ট্রেলিয়া
প্রথম ক্রিকেট দল হিসাবে ভারত ৩০০০টি ছয় মেরেছে।
৮. মুশকোহ উপত্যকা (Mushkoh Valley) নিচের কোন স্থানে অবস্থিত?
(A) সিকিম
(B) হিমাচল প্রদেশ
(C) লাদাখ
(D) উত্তরাখণ্ড
- ১৯৯৯-তে আচমকাই সবার অলক্ষ্যে মুশকোহ উপত্যকা দখল করে পাকিস্তান। কার্গিল, দ্রাস, বাটালিক, তোলোলিং ও টাইগার হিলের মতো এলাকায় ঢুকে সুবিধাজনক জায়গায় পজিশন নেয় শত্রু সেনা।
- অনেক জওয়ানের রক্তের বিনিময়ে ভারত সেই মুশকোহ উপত্যকা পাকিস্তানের কাছ থেকে পুনরুদ্ধার করে।
- সম্প্রতি এই মুশকোহ উপত্যকা পর্যটকদের জন্য খুলে দিয়েছে ভারত সরকার।
৯. ‘ভারত ড্রোন শক্তি ২০২৩’ এর উদ্বোধন করেছেন –
(A) অমিত শাহ
(B) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
(C) রাজনাথ সিং
(D) নরেন্দ্র মোদি
- সম্প্রতি গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air Base) আয়োজিত হল ভারত ড্রোন শক্তি ২০২৩ (Bharat Drone Shakti 2023)।
- ভারতীয় বায়ুসেনা এবং ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া (Drone Federation of India) এটির আয়োজন করেছিল।
- এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনাথ সিংহ ।
১০. ঐশ্বরী প্রতাপ সিং তোমার কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) তীরন্দাজ
(B) শুটিং
(C) জ্যাভেলিন থ্রো
(D) ক্রিকেট
- এশিয়ান গেমস ২০২৩ এ পুরুষদের শ্যুটিংয়ে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলে ঐশ্বরী প্রতাপ সিং। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সিঙ্গলসে এটা প্রথম পদক।
- মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রমিতা জিন্দাল ব্রোঞ্জ জেতেন।
- ২৫ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ভারতের পুরুষ দল। আদর্শ সিং, অনিশ ভানওয়ালা ও বিজয়বীর সিধুর জুটি পদক জেতে।
To check our latest Posts - Click Here