Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  16th September Current Affairs Quiz 2023 –  Bengali


১. গুজরাটে OBC দের জন্য জন্য স্থানীয় সংস্থায় কত শতাংশ আসন সংরক্ষিত করা হয়েছে ?

(A) ২৫%
(B) ২৭%
(C) ৩৩%
(D) ৩০%

উত্তর
(B) ২৭%

  • গুজরাট বিধানসভা একটি বিল পাস করেছে যা অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBCs) জন্য পঞ্চায়েত, পৌরসভা এবং নাগরিক কর্পোরেশনের মতো স্থানীয় সংস্থাগুলিতে ২৭ শতাংশ সংরক্ষণ করেছে।
  • গুজরাট স্থানীয় কর্তৃপক্ষ আইন ( Gujarat Local Authorities Laws)(সংশোধন) বিল ২০২৩ পাস হয়েছে। পূর্বে, সম্প্রদায়গুলির জন্য ১০% সংরক্ষণ ছিল।

২. ২০২৩ সালের সেপ্টেম্বরে নিচের কোন ব্যক্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অন্তর্বর্তীকালীন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ?

(A) তপন ডেকা
(B) প্রবীণ সুদ
(C) সঞ্জয় কুমার মিশ্র
(D) রাহুল নবীন

উত্তর
(D) রাহুল নবীন

  • বারবার তাঁর মেয়াদ বৃদ্ধি নিয়ে দেশজুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। অবশেষে অবসর নিলেন সঞ্জয় মিশ্র।
  • ১৯৯৩ ব্যাচের আইআরএস রাহুল নবীনকে অ্যাকটিং ডিরেক্টর হিসাবে স্থানাভিষিক্ত করা হয়েছে।
  • পরবর্তী বিজ্ঞপ্তি জারি পর্যন্ত রাহুল নবীন ডিরেক্টর পদের দায়িত্ব সামলাবেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর।

৩. কৃষি খাতের উপর নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য কৃষি-পরিসংখ্যানের জন্য কেন্দ্রীয় সরকার চালু করা পোর্টালের নাম কী?

(A) UPAg
(B) AGRIg
(C) KHETIg
(D) KRISHIg

উত্তর
(A) UPAg
UPAg = Unified Portal for Agri-Statistics

৪. Chainalysis’ 2023 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্স অনুসারে grassroots ক্রিপ্টো গ্রহণে ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর
(A) প্রথম
Chainalysis’ 2023 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্স অনুসারে, ভারত grassroots ক্রিপ্টো গ্রহণে ১৫৪টি দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

৫. নিচের কোন ব্যক্তিকে মাস্টারকার্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) রজনীশ কুমার
(B) প্রতীপ চৌধুরী
(C) উর্জিত প্যাটেল
(D) রঘুরাম রাজন

উত্তর
(A) রজনীশ কুমার
মাস্টারকার্ড SBI-এর প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমারকে মাস্টারকার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে।

৬. নিম্নলিখিত কোন বিভাগে, ভারতীয় গবেষক দল ২০২৩ সালের Ig নোবেল পুরস্কার জিতেছে?

(A) সিভিল ইঞ্জিনিয়ারিং
(B) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
(C) ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং
(D) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং

উত্তর
(D) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
২০২৩ সালের Ig নোবেল পুরস্কার জয়ী টিমের একটি পার্ট ছিল ভারতীয় গবেষকদের একটি দল। এই টাইম ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মালয়েশিয়ার গবেষকরা ছিলেন ।

৭. নিচের কোন গায়ক লন্ডনে এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস (AAA) ২০২৩ -এ সঙ্গীতে অবদানের জন্য একটি বিশেষ পুরস্কার জিতেছেন?

(A) নেহা কক্কর
(B) আসিস কৌর
(C) ধ্বানী ভানুশালী
(D) কণিকা কাপুর

উত্তর
(D) কণিকা কাপুর
গায়িকা কণিকা কাপুর যুক্তরাজ্যে এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতেছেন।

৮. অশোক লেল্যান্ড উত্তর প্রদেশের কোন জায়গায় ই-বাস উৎপাদন ইউনিট স্থাপন করবে?

(A) লখনউ
(B) প্রয়াগরাজ
(C) কানপুর
(D) অযোধ্যা

উত্তর
(D) অযোধ্যা

  • বাণিজ্যিক যানবাহনের অন্যতম বড় নির্মাতা অশোক লেল্যান্ড উত্তর প্রদেশে তার বৈদ্যুতিক বাস উৎপাদন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷
  • যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কোম্পানি লখনউতে ইউনিট স্থাপন করতে পারে।

৯. সম্প্রতি কতজন শিল্পী সঙ্গীত নাটক আকাদেমি অমৃত পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) ৮০
(B) ৮৪
(C) ৮৭
(D) ৯০

উত্তর
(B) ৮৪
ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখর নয়াদিল্লিতে ৮৪ জন অভিনয় শিল্পীদের সঙ্গীত নাটক আকাদেমি অমৃত পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত নাটক আকাদেমি অমৃত পুরষ্কার হল একটি জাতীয় সম্মান যা পারফর্মিং আর্টের ক্ষেত্রে শিল্পীদের পাশাপাশি শিক্ষক এবং পণ্ডিতদের দেওয়া হয়।

১০. ভারত সম্প্রতি কোন দেশের সাথে তার প্রথম ‘বিনিয়োগ ফোরাম ২০২৩ (‘Investment Forum 2023)’ আয়োজন করেছে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) সৌদি আরব
(C) অস্ট্রেলিয়া
(D) জার্মানি

উত্তর
(B) সৌদি আরব

  • ভারত-সৌদি আরব বিনিয়োগ ফোরাম ২০২৩ নতুন দিল্লিতে আয়োজিত হয়েছিল।
  • এটি এই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বিনিয়োগ সিম্পোজিয়াম।
  • উভয় দেশের ৫০০টিরও বেশি কোম্পানি এই অনুষ্ঠানে অংশ নেয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button