General Knowledge Notes in Bengali

ইঞ্জিনিয়ার দিবস – Engineer’s Day – ১৫ই সেপ্টেম্বর কেন পালন করা হয়

National Engineers Day

Engineer’s Day : আজ ১৫ই সেপ্টেম্বর, ইঞ্জিনিয়ার দিবস। বিভিন্ন দেশে এই দিবসটি ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়। তবে ভারতে এই দিবস পালন করা হয় ১৫ই সেপ্টেম্বর। আজকে আমরা দেখে নেব এই দিবস সম্পর্কিত বিভিন্ন তথ্য।

জাতীয় ইঞ্জিনিয়ার দিবস

ভারতে প্রতিবছর ১৫ই সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়। এই দিবস জাতীয় প্রকৌশলী দিবস নামেও পরিচিত। ভারতে পালনীয় দিবসগুলোর মধ্যে এটি একটি অন্যতম দিবস।

দেখে নাও : ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব – PDF

কেন পালন করা হয় ইঞ্জিনিয়ার দিবস

ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস () প্রতিবছর ১৫ই সেপ্টেম্বর পালন করা হয় এম. বিশ্বেশ্বরায়ার জন্মদিনে।

স্যার এম (মোক্ষগুন্ডম) বিশ্বেশ্বরায়া

স্যার এম (মোক্ষগুন্ডম) বিশ্বেশ্বরায়া ১৫ই সেপ্টেম্বর ১৮৬১ সালে মুদ্দেনাহাল্লি, চিক্কাবল্লপুর , মহীশূর (বর্তমানে কর্নাটক, ভারত) জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং রাষ্ট্রনায়ক।

তিনি তৎকালীন পুনেতে অবস্থিত দেশের সর্বোত্তম ও এশিয়ার তৃতীয় প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ হতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। জনসেবার স্বীকৃতি স্বরূপ বৃটিশ ভারত সরকারের পঞ্চম জর্জ তাঁকে “নাইট” উপাধি দিয়েছিলেন।

১৯৫৫ সালে তিনি ভারতরত্নে ভূষিত হন।

মহীশূর শহরের উত্তর-পশ্চিম শহরতলিতে ‘ কৃষ্ণ রাজা সাগর’ জলাধার ও বাঁধের ডিজাইন তিনি করেন। হায়দ্রাবাদ শহরের বন্যা সুরক্ষা ব্যবস্থাপনায় প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন তিনি।

তাঁকে সম্মান জানাতে তার জন্মদিন ১৫ ই সেপ্টেম্বর প্রতি বছর ভারত, শ্রীলঙ্কা ও তানজানিয়ায় ‘ইঞ্জিনিয়ার্স ডে’ হিসাবে পালিত হয়।

থিম

২০২৩ সালের জাতীয় ইঞ্জিনিয়ার দিবসের থিম হল – ‘Engineering for a sustainable future’.

এরকম আরও কিছু পোস্ট :

World Malala Day – 12 July | বিশ্ব মালালা দিবস: 12 জুলাই
সেপ্টেম্বর মাসের দিবস সমূহ | Important Days of September Month in Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button