Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  13th September Current Affairs Quiz 2023 –  Bengali


১. দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ (Nasscom)-এর ভাইস-চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) গোপাল বাগলে
(B) সিন্ধু গঙ্গাধরন
(C) মদন লাল রায়গর
(D) জোশিত রঞ্জন সিকিদার

উত্তর
(B) সিন্ধু গঙ্গাধরন
সিন্ধু গঙ্গাধরন ন্যাসকমের ভাইস-চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন।

২. সম্প্রতি কোন সরকার সমস্ত ধরণের পটকা নিষিদ্ধ ঘোষণা করেছে ?

(A) দিল্লি
(B) হরিয়ানা
(C) মহারাষ্ট্র
(D) রাজস্থান

উত্তর
(A) দিল্লি
দিল্লি সরকার শীতকালে দূষণ রোধে কর্মপরিকল্পনার অংশ হিসাবে পরপর তৃতীয় বছরের জন্য পটকা উৎপাদন, বিক্রয়, সঞ্চয় এবং ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

৩. কোন রাজ্য পঞ্চম জাতীয় হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে নিয়েছে ?

(A) কর্ণাটক
(B) হরিয়ানা
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র

উত্তর
(D) মহারাষ্ট্র
মহারাষ্ট্র কর্ণাটককে ফাইনালে হারিয়ে পঞ্চম জাতীয় হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতেছে নিয়েছে।

৪. কে সম্প্রতি শিক্ষা ও কর্মসংস্থান বিপ্লবের জন্য ‘স্কিল ইন্ডিয়া ডিজিটাল’ প্ল্যাটফর্ম চালু করেছেন ?

(A) ধর্মেন্দ্র প্রধান
(B) অমিত শাহ
(C) নরেন্দ্র মোদি
(D) অশ্বিনী বৈষ্ণব

উত্তর
(A) ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধান শিক্ষা ও কর্মসংস্থান বিপ্লবের জন্য ‘স্কিল ইন্ডিয়া ডিজিটাল’ প্ল্যাটফর্ম চালু করেছেন। বাণিজ্য-নির্ভর দক্ষতা প্রশিক্ষণ, চাকরির দিশা এবং শিল্প উদ্যোক্তাদের সহায়তা করবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। এর ফলে দেশের বহু যুবক-যুবতী উপকৃত হবেন।

৫. ভারত কোন দেশের সাথে মেরু ও আর্কটিক জলে ভারতীয় নাবিকদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে?

(A) রাশিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) মঙ্গোলিয়া

উত্তর
(A) রাশিয়া
ভারত ও রাশিয়া মেরু ও আর্কটিক জলে ভারতীয় নাবিকদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে।
এই প্রশিক্ষণটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় একটি বন্দরে অনুষ্ঠিত হবে।

৬. কোন সালে হিন্দি ভারত ইউনিয়নের সরকারী ভাষা হিসাবে গৃহীত হয়?

(A) ১৯৪৭
(B) ১৯৪৯
(C) ১৯৫১
(D) ১৯৫২

উত্তর
(B) ১৯৪৯
১৯৪৯ সালের ১৪ই সেপ্টেম্বর, হিন্দি আমাদের গণপরিষদের অফিসিয়াল ভাষা হিসাবে গৃহীত হয়েছিল।
এই সিদ্ধান্তটি ভারতের সংবিধান দ্বারা অনুমোদিত হয়েছিল যা ২৬ জানুয়ারী, ১৯৫০ এ কার্যকর হয়েছিল।

৭. নিচের কোন IIT গবেষকরা চা কারখানার বর্জ্য থেকে ফার্মাসিউটিক্যাল এবং খাদ্য পণ্য তৈরি করেছেন?

(A) IIT দিল্লি
(B) IIT গুয়াহাটি
(C) IIT খড়গপুর
(D) IIT কানপুর

উত্তর
(B) IIT গুয়াহাটি
IIT দিল্লির গবেষকরা চা কারখানার বর্জ্য থেকে ফার্মাসিউটিক্যাল এবং খাদ্য পণ্য তৈরি করেছেন।

৮. সম্প্রতি ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত লীনা কুমার নিচের কোন বইটি প্রকাশ করেছেন ?

(A) IDOLS: Unearthing the Power of Murti Puja
(B) Colours of Devotion
(C) The Autobiography of God
(D) Fire on the Ganges

উত্তর
(C) The Autobiography of God
সম্প্রতি ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত লীনা কুমার তার প্রথম বই The Autobiography of God প্রকাশ করেছেন ।

৯. নিচের কোন রাজ্যের গভর্নর সম্প্রতি ‘Sarpanch Samvaad’ মোবাইল অ্যাপ উন্মোচন করেছে ?

(A) আসাম
(B) ত্রিপুরা
(C) সিকিম
(D) নাগাল্যান্ড

উত্তর
(A) আসাম
আসামের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া গুয়াহাটির রাজভবনে ভারতের কোয়ালিটি কাউন্সিলের (QCI) একটি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ ‘সরপঞ্চ সম্বাদ’ উন্মোচন করেছেন।

১০. আদালতে সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধ কমাতে নিম্নলিখিত রাজ্য সরকার Gift Deed scheme চালু করেছে?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ

উত্তর
(C) উত্তর প্রদেশ
নতুন নীতির অধীনে পরিবারের সদস্যদের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দান করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা ​​নির্ধারণ করা হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button