6th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৬ই সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 4th & 5th September Current Affairs Quiz 2023 – Bengali
১. ৭৫ জন নির্বাচিত পুরস্কার প্রাপককে কে ২০২৩ সালের জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন?
(A) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
(B) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
(C) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
(D) কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে নির্বাচিত ৭৫ জন পুরস্কার প্রাপককে ২০২৩ সালের জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন।
- এই ৭৫ জনের মধ্যে রয়েছেন ৫০ জন স্কুল শিক্ষক, উচ্চ শিক্ষার ১৩ জন শিক্ষক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের ১২ জন শিক্ষক ।
২. ইন্ডিয়া পোস্ট ই-কমার্স এক্সপোর্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য কোন কোম্পানির সাথে একটি চুক্তি করেছে?
(A) Amazon
(B) Shiprocket
(C) eBay
(D) Flipkart
ই-কমার্স রপ্তানি ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ইন্ডিয়া পোস্ট এবং Shiprocket একটি পার্টনারশীপ করেছে।
৩. ‘Fire on the Ganges’ বইটি লিখেছেন –
(A) রাধিকা আয়েঙ্গার
(B) অমিতাভ ঘোষ
(C) সালমান রুশদি
(D) রবিন শর্মা
হার্পার কলিন্স রাধিকা আয়েঙ্গারের লেখা বই ‘Fire on the Ganges’ সম্প্রতি প্রকাশ করেছে । রাধিকা আয়েঙ্গার কলম্বিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অফ জার্নালিজম, নিউ ইয়র্ক থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী একজন পুরস্কার বিজয়ী সাংবাদিক।
৪. সেরা পুলিশ প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রফি কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে?
(A) নাগাল্যান্ড পুলিশ একাডেমি
(B) আসাম রাইফেলস ট্রেনিং সেন্টার এন্ড স্কুল
(C) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ট্রেনিং অ্যাকাডেমি
(D) উপরের কোনোটিই নয়
নাগাল্যান্ডের অসম রাইফেলস ট্রেনিং সেন্টার এন্ড স্কুল সৈনিকদের সেরা প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে নির্বাচিত হয়েছে।
৫. বিশ্বের সবচেয়ে উঁচু নটরাজ মূর্তি সম্প্রতি কোথায় স্থাপন করা হয়েছে ?
(A) কেরালা
(B) দিল্লি
(C) কর্ণাটক
(D) উত্তর প্রদেশ
- দিল্লিতে G20 সম্মেলনের ভেন্যু ভারত মণ্ডপে বিশ্বের সবচেয়ে উঁচু নটরাজ মূর্তি স্থাপন করা হয়েছে।
- এটির উচ্চতা ২৮ ফুট।
- তামিলনাড়ুর স্বামীমালাইতে এই মূর্তিটি গড়া গয়েছে ৷
- ১৯ টন ওজনের মূর্তিটি সোনা, রুপো, সীসা, তামা, টিন, পারদ, লোহা এবং দস্তা-সহ অষ্টধাতুর মিশ্রণে তৈরি হয়েছে ৷
- নটরাজ মূর্তিটি থাঞ্জাভুর জেলার বিখ্যাত ভাস্কর শিল্পী দেবসেনাপথি স্তাপাথির ছেলেরা দক্ষ হাতে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করেছেন
৬. ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় ড্রোন ফেডারেশন কোন ইভেন্টের কো-হোস্টিং করতে চলেছে ?
(A) Aero India 2023
(B) UAV India 2023
(C) India Drone Expo 2023
(D) Bharat Drone Shakti 2023
২৫ ও ২৬শে সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় ড্রোন ফেডারেশন Bharat Drone Shakti 2023 আয়োজন করেছে গাজিয়াবাদে।
৭. ভারতের প্রথম সোলার সিটি হল –
(A) জয়পুর, রাজস্থান
(B) গান্ধীনগর, গুজরাট
(C) কোচি, কেরালা
(D) সাঁচি, মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশ রাজ্যের রাইসেন জেলায় বিখ্যাত বৌদ্ধ পর্যটন কেন্দ্র সাঁচিতে দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
৮. SBI-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হতে চলেছেন –
(A) বিনয় এম টনসে
(B) টি. এস. রামকৃষ্ণন
(C) নীলেশ শাহ
(D) ও পি মীনা
ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো (FSIB) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য বিনয় এম টনসেকে সুপারিশ করেছে৷
৯. সম্প্রতি ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) অনন্ত মহেশ্বরী
(B) রাজেশ নাম্বিয়ার
(C) দেবযানী ঘোষ
(D) সি.পি. গুরনামী
কগনিজেন্ট ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজেশ নাম্বিয়ারকে Nasscom-এর নতুন চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে।
To check our latest Posts - Click Here