Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩শরা সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  2nd September Current Affairs Quiz 2023 –  Bengali

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্য বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করেছে?

(A) ত্রিপুরা
(B) আসাম
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

উত্তর
(B) আসাম

  • বাল্যবিবাহের মতই বহুবিবাহ বন্ধ করতে চাইছে আসাম সরকার।
  •  আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বহুবিবাহ বন্ধ করার জন্য আইন নিয়ে আসা হবে ।

২. টানা দশটি F1 রেস জয়ের মাধ্যমে ম্যাক্স ভার্স্টাপেন সম্প্রতি কার রেকর্ড ভেঙেছেন ?

(A) ফার্নান্দো আলোনসো
(B) নিকো রোজবার্গ
(C) লুইস হ্যামিল্টন
(D) সেবাস্তিয়ান ভেটেল

উত্তর
(D) সেবাস্তিয়ান ভেটেল

  • ম্যাক্স ভার্স্টাপেন সম্প্র্রতি ইতালীয় গ্র্যান্ড প্রিক্স জিতেছেন।
  • এটি তার টানা দশম F1 জয়।
  • এটির মাধ্যমে সেবাস্টিয়ান ভেটেলের ২০০৯ থেকে টানা নয়টি জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন তিনি।

৩. কোন রেলওয়ে জোন PMI সাউথ এশিয়া অ্যাওয়ার্ড ২০২৩ জিতে নিয়েছে ?

(A) উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে
(B) কোঙ্কন রেলওয়ে
(C) সেন্ট্রাল রেলওয়ে
(D) পশ্চিম রেলওয়ে

উত্তর
(A) উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে

  • উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে হাতির জীবন বাঁচানোর জন্য ‘অনুপ্রবেশ সনাক্তকরণ সিস্টেম’-এর জন্য PMI দক্ষিণ এশিয়া পুরস্কার জিতে নিয়েছে ।
  • উত্তর-পূর্ব সীমান্ত রেল এর সদরদপ্তর আসাম রাজ্যের মালিগাঁও, গুয়াহাটিতে অবস্থিত। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মানচিত্রে থাকা রাজ্যগুলি হ’ল- আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও মণিপুর।

দেখে নাও : ভারতের বিভিন্ন রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তর তালিকা

৪. ভারত কোন দেশকে হারিয়ে পুরুষদের হকি 5s এশিয়া কাপ ২০২৩ জিতে নিয়েছে ?

(A) শ্রীলংকা
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) পাকিস্তান

উত্তর
(D) পাকিস্তান
ওমানের সালালাহতে ২০২৩ সালের পুরুষদের হকি 5s এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারত পাকিস্তানকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে।

৫. সম্প্রতি প্রয়াত হয়েছেন হিথ স্ট্রিক। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?

(A) ফুটবল
(B) রাগবি
(C) ক্রিকেট
(D) ব্যাডমিন্টন

উত্তর
(C) ক্রিকেট

  • প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক।
  • বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর।
  • সোশ্যাল মিডিয়ায় স্বামীর মৃত্যুর খবর জানালেন স্ত্রী নাদিন।

৬. ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে

(A) ওড়িশা এফসি
(B) মোহনবাগান এসজি
(C) মুম্বাই সিটি এফসি
(D) গোকুলম কেরালা এফসি

উত্তর
(B) মোহনবাগান এসজি

  • রবিবার ডুরান্ড কাপের ফাইনাল জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট।
  • এই ম্যাচে জয়সূচক গোলটি করলেন দিমিত্রি পেত্রাতোস।
  • প্রসঙ্গত, এই নিয়ে ১৭বার ডুরান্ড কাপ ফাইনাল জিতল সবুজ-মেরুন ব্রিগেড।
  • ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ১৬ বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে।

৭. প্রয়াত এন ভালরমাথি। তিনি কোন কারণে বিখ্যাত ছিলেন ?

(A) চন্দ্রযান-৩ এর মিশন ডিরেক্টর
(B) আদিত্য এল ১ এর মিশন ডিরেক্টর
(C) drdo এর প্রাক্তন চিফ
(D) ইসরো মিশন লঞ্চের পিছনে ভয়েস

উত্তর
(D) ইসরো মিশন লঞ্চের পিছনে ভয়েস

  • আর কোনওদিনও শোনা যাবে না N Valarmathi র কাউন্টডাউন।
  •  ইসরোর বড় রকেট লঞ্চ মানেই তাঁর কণ্ঠস্বর ! চন্দ্রযান চাঁদের মাটি ছুঁয়েছিল যখন, তখনও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ।
  • X প্ল্যাটফর্মে এই দুঃসংবাদ জানিয়েছেন, ISRO-র প্রাক্তন Director ড. পি ভি ভেঙ্কিটাকৃষ্ণনন।

৮. সম্প্রতি তিন বছরের জন্য ইন্টারন্যাশনাল ই-স্পোর্টস ফেডারেশন (IESF) সদস্যপদ কমিটিতে ভারত থেকে কে নির্বাচিত হয়েছেন ?

(A) শ্রীনিবাস ভেদুলা
(B) অরিন্দম চৌধুরী
(C) লোকেশ সুজি
(D) রাজেশ মেহতা

উত্তর
(C) লোকেশ সুজি
ই-স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (ESFI) এর ডিরেক্টর এবং এশিয়ান এস্পোর্টস ফেডারেশন (AESF) এর ভাইস-প্রেসিডেন্ট লোকেশ সুজি তিন বছরের জন্য ইন্টারন্যাশনাল ই-স্পোর্টস ফেডারেশন (IESF) এর সদস্যপদ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

৯. আরব ইতিহাসের দীর্ঘতম মহাকাশ মিশন সম্পন্ন করে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন

(A) আবদুল্লাহ আল গাফরি
(B) ফাহাদ আল মেইরি
(C) সুলতান আল নেয়াদি
(D) আহমেদ আল শামসি

উত্তর
(C) সুলতান আল নেয়াদি

  • আরব ইতিহাসের দীর্ঘতম মহাকাশ মিশন সম্পন্ন করে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন সুলতান আল নেয়াদি।
  • আল নেয়াদি প্রথম আরব নভোচারী যিনি গত এপ্রিলে ৬৯তম মিশনের অংশ হিসাবে ISS-র বাইরে একটি স্পেসওয়াক মিশন সম্পন্ন করেছিলেন, যা প্রায় ৭ ঘন্টা স্থায়ী হয়েছিল, স্টেশনটিতে বেশ কয়েকটি সৌর প্যানেল স্থাপনের প্রস্তুতিমূলক সিরিজ টি সম্পন্ন করার পাশাপাশি রক্ষণাবেক্ষণের মতো বেশ কয়েকটি মৌলিক কাজ সম্পাদন করে।

১০. ২০২৩ সালের সেপ্টেম্বরে একটি বিখ্যাত অনলাইন মাল্টি-ক্যাটাগরি গিফটিং প্ল্যাটফর্ম IGP কোন নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে?

(A) পুঁতি দিয়ে দীর্ঘতম মালা বানানো
(B) পেপারক্লিপের দীর্ঘতম চেইন
(C) রাবার ব্যান্ডের দীর্ঘতম চেইন
(D) রাখি দিয়ে তৈরি ব্রেসলেটের দীর্ঘতম চেইন

উত্তর
(D) রাখি দিয়ে তৈরি ব্রেসলেটের দীর্ঘতম চেইন

  • IGP নামক একটি অনলাইন মাল্টি-ক্যাটাগরি উপহার দেওয়ার প্ল্যাটফর্ম, ২০২৩ সালের রাখি উৎসবে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে।
  • তারা রাখি দিয়ে তৈরি ব্রেসলেটের দীর্ঘতম চেইন তৈরি করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button